মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার

সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।

আরো কিছু টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল হইছে,চালিয়ে যান,সাথে আছি

Level New

Excellent Munir Vai,,,
Thanks….

Level New

"কিছু বই" linkta besh hoyese,, vai kisu Islamic books chai…

অনেক ভাল হইসে মুনির ভাইয়া

কোন কোন কোম্পানির BIOS এটা support করে সেটার একটা লিস্ট দিলে ভালো করতেন, আমি এরকম খুব কম MotherBoard দেখেছি যেগুলো এটা সাপোর্ট করে. ধন্যবাদ.

Level 0

kothin বসস কইলাম

Level 0

ধন্যবাদ ভাইয়া, আরও সুন্দর সুন্দর ট্রিকস আশা করছি, ভালো থাকবেন।

ধন্যবাদ

Ata ki intel motherboard support kora ??

    এখনো পাইনি সে রকম কিছু।
    ধন্যবাদ

Level 0

BIOS setting এর Screen shoot দিতে পারলে ভাল হত।

Level New

very nice post thanks a lot

Comments are closed.