হ্যালো টিউনার এবং টিউজিটর, আজই প্রথম টিউন করতে বসলাম। TechTunes এ প্রায় নিয়মিতই ভিজিট করা হয়। কিন্তু সময় স্বল্পতার দরুন টিউন করা সম্ভব হয় না। আজকে আমি আমার টিউন এর মাধ্যমে দেখাবো কীভাবে Mozilla Firefox a master password set করবেন? এর জন্য আগে জেনে নেই, Master Password ব্যাপারটা কি? প্রায় প্রতিদিনই দেখা যায় আমরা বিভিন্ন Website visit করি। যার মধ্যে আবার এমন কিছু Website আছে, যেগুলোতে আমরা নিয়মিত visit করি এবং এগুলোতে Sign in/Log in করে ঢুকতে হয়। যদি প্রথম বার এসব সাইট এ Log in/ Sign in প্রবেশ এর সময় আমরা Remember option এ ক্লিক করি তাহলে Mozilla Firefox সেসব password save করে রাখে। এর ফলে এসব site এ ২য় বার প্রবেশ এর সময় by default username/ login name এবং password field এ সেভকৃত password চলে আসে। ফলে 2nd কোন ব্যক্তির পক্ষে আপনার account এ প্রবেশ করা সহজে সম্ভব হয়। যেটা অবশ্যই আপনার জন্য বিপদজনক হতে পারে!!! Master password এর কারসাজিটা এখানেই। আপনি যদি আপনার Mozilla Firefox এ একটা ছোট Master Password দিয়ে রাখেন তাহলে এসব সাইট এ প্রবেশ এর সময় প্রতিবার Master Password চাওয়া হবে, যদি Master Password দেয়া হয় তবেই username/ login name এবং password field এ সেভকৃত password show করবে অন্যথায় নয়। Master Password দিতে হলে আপনাকে নিচের পথ অনুসরন করতে হবে। প্রথমে normally আপনার Mozilla Firefox open করুন। অতঃপর, Menu bar হতে,
Tools-> Options-> Security তে যান ।
এখানে গিয়ে Use Master Password check-box এ ক্লিক করুন। তাহলে Change Master Password Button টি accessible হবে। এখন Change Master Password Button এ ক্লিক করলে ছোট একটা window আসবে, নিচের ছবির মত;
এখন উপরে উল্লেখিত password field গুলোতে গিয়ে password set করুন। প্রথমবার password set করার সময় Current password যে Text Box টা আছে তা Disable থাকবে। সবার নিচে যে Password quality meter নামক progress bar আছে ,তা আপনার password এর strength show করে। এবার OK ক্লিক করে বের হয়ে আসুন। ব্যস!!! আপনার Master Password set হয়ে গেল। এখন কোন Website এ গিয়ে Sign up/Sign in করে remember button a ক্লিক করলে আপনার সেটকৃত Master Password টি চাওয়া হবে। Password Field এ password দিলে আপনার Password টি Securely save হয়ে গেল। কোন query থাকলে নিরবিঘ্নে জিজ্ঞাস করুন comment box এ, আমি ans করার যথাসাধ্য চেষ্টা করব। আজই প্রথম টিউন আমার, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সকলে, আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। ততক্ষন পর্যন্ত ধন্যবাদ।
আমি রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রায়হান ... পড়ছি সি.এস.ই নিয়ে Military Institute of Science & Technology(MIST, L-3,T-1) এ. Object Oriented Programming, Software Development with c# (Database Related) নিয়ে কাজ করতে ভাল লাগে।
ভাই পুরানো জিনিস লইয়া আইলেন।তারপরও ধন্যবাদ।