আপনার জিমেইল থেকেই ফেসবুক, টুইটার প্রোফাইলে যুক্ত থাকুন এবং একটি জি-মেইল একাউন্ট দ্বারাই তৈরী করুন যতখুশী ই-মেইল আইডি।

আমাদের মাঝে অনেকেই জিমেইল একাউন্ট ব্যাবহার করে, বর্তমানে ই-মেইল ব্যাবহারীদের বেশীরভাগই জিমেইল ব্যাবহার করে। এর সুবিধাগুলো সহজেই আকৃষ্ট করে ব্যাবহারকারীদের। যারা নিয়মিত অনলাইনে থাকেন করেন তাদের জন্য মেইল চেক করা ফেসবুক/টুইটারে যুক্ত থাকা অবশ‌্যকীয় একটি কাজ। আপনি এখন জিমেইল থেকেই গ্যাজেটের মাধ্যমে ফেসবুক আপডেট পাবেন, ফেসবুক ওয়াল, আপনার প্রোফাইল, সকল পোষ্ট দেখতে পাবেন এবং ফেসবুকে পোষ্ট দিতে পারবেন। টুইটার একাউন্টের সকল আপডেটও পাবেন গুগল গ্যাজেটের মাধ্যমে আপনার জিমেইল একাউন্টেই।

যেভাবে জিমেইল গ্যাজেটে ফেসবুক, টুইটার ট্যাব যুক্ত করবেন:

আপনার জিমেইল একাউন্টে লগইন করুন।

১. জিমেইলের সেটিং-এ ক্লিক করুন।

২. Lab ট্যাবে ক্লিক করুন।

৩. Add any gadget by URL সার্ভিস'টি Enable করুন।

৪. Save Change এ ক্লিক করে দিন।

৫. এবার Gadgets ট্যাবে যান।

৬. তারপর URL এড করার জন্য একটি বক্স পাবেন। সেখানে যে সার্ভিস'টি এড করতে চান তার URL এড করতে হবে।

ফেসবুক URL : http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml

টুইটার URL : http://www.twittergadget.com/gadget_gmail.xml

URL এর লিঙ্কগুলো কপি করে গ্যাজেটে এড করে নিন। তারপর ফেসবুক এবং জিমেইল এর সাথে কনেক্ট করলেই সকল পোষ্ট আপনার জিমেইল থেকেই দেখতে পারবেন। জিমেইলে স্ট্যান্ডার্ড ভিউ'এ গ্যাজেট গুলো কাজ করবে basic HTML মুডে গ্যাজেটগুলো হাইড থাকবে। আপনার ব্রাউজারের বাম দিকের Mail, Inbox, Spam, Chat ইত্যাদি ট্যাবের নিচে এড করা গ্যাজেটগুলো দেখতে পাবেন।

আরো কিছু জিমেইল গ্যাজেটের URL চাইলে এগুলো এড করে নিতে পারেন:

Wikipedia Search Gadget URL : http://www.google.com/ig/modules/wikipedia.xml

Google Translate Gadget URL : http://www.google.com/ig/modules/dictionary.xml

World Clock Gadget URL : http://gad.getpla.net/poly/clock.xml

Ask Word Gadget URL : http://www.openinventions.com/spellcheck/openinventions_spellcheck.xml

Remember Gadget URL : http://www.rememberthemilk.com/services/modules/googleig/rtm.xml

Google Tasks Gadget URL : http://www.google.com/ig/modules/tasks.xml

Google Calculator Gadget URL : http://calebegg.com/calc.xml

Currency Converter Gadget URL : http://www.ac-markets.com/forex/currencyconverter.xml

Links To Google Services Gadget URL : http://blakewest.googlepages.com/googleservices.xml

একটি জিমেইল একাউন্ট দ্বারাই তৈরী করুন যতখুশী ই-মেইল আইডি:

আপনি চাইলে আপনার একটি জিমেইল একাউন্ট দ্বারাই যত খুশি সব-ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন। বিভিন্ন কারনে আমাদের একাধিক ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। যেমন একটি সাইটে আপনার মূল ই-মেইল আইডি দ্বারা যদি রেজিষ্ট্রেশন করেন পরবর্তী'তে সেই সাইটে নতুন একাউন্ট খুলতে চাইলে সমস্যা হয় আবার নতুন ইমেইলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাব-ইমেইল দ্বারা রেজিষ্ট্রেশন করতে পারবেন আপনার আপনার ভ্যারিফাই ই-মেইল বা সাব-আইডি'র সকল ইমেইল মূল ইমেইলে পাবেন। যেমন: আমার ইমেইল আইডি [email protected] এখন এই আইডি দ্বারা ফেসবুকে একটি একাউন্ট খুলেছি যদি আর একটি একাউন্ট খুলতে চাই সে ক্ষেত্রে এই আইডি'টি কে সাব আইডি বানিয়ে ফেসবুকে আর একটি একাউন্ট তৈরী করতে পারবো। সেক্ষেত্রে মেইলের নামের অংশে এক বা একাধিক ডট ব্যাবহার করা যেতে পারে বা ডোমেইন পরিবর্তন করে সাব-আইডি বানানো যাবে। [email protected] হতে পারে অথবা [email protected], [email protected], [email protected] ইত্যাদি হতে পারে বা নামের পর + দিয়ে কীওয়ার্ড লিখে দিলেও চলবে [email protected]। আপনার সাব-ইমেইলের যে একাউন্টেই মেইল আসুক না কেন আপনি তা মূল একাউন্ট থেকেই রিসিভ করতে পারবেন। অনেক সময় একাধিকবার রেজিস্ট্রেশনে একটি মেইল ঠিকানা গ্রহণ করে না সেক্ষেত্রে এই পদ্ধতি দারুন কাজে আসবে।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

    🙂 আপনার কথা শুনে মনে হচ্ছে টাকা বাতাসে ভেসে বেড়ায় !!! 100% GRANTED 😛

Level 0

ফেসবুক এ এই ভাবে কাজ হয় না।অন্ন কোন উপায় আছে কি না।

    এভাবেই হবার কথা তবে মাঝে মাঝে একটু সমস্যা করে ফেসবুকে, টুইটারে ঠিক আছে…

অফটপিক >>>
আপনার Pro-Pic-টাও জোস দিয়েছেন, সাথে Status-টাও…

Level 0

ধন্যবাদ

Level 0

টিউনের প্রথম অংশটি ভালো লাগলো আর দ্বিতীয় অংশটি ("একটি জি-মেইল একাউন্ট দ্বারাই তৈরী করুন যতখুশী ই-মেইল আইডি।” )জানাছিল ।আপনাকে ধন্যবাদ

খুব সুন্দর টিউন

Level 0

ধন্যবাদ ভাইয়া, আরও সুন্দর সুন্দর ট্রিকস আশা করছি, ভালো থাকবেন।

অনেক দিন পরে আসলেন। জিমেইল এর টা জানি না।

@নাবিল আমিন: জিমেইল টা একটা ক্লিয়ার করে লেখেন

আপানর দ্বিতীয় অংশটি কাজ করছে না।ফেসবুক এ মাত্র ১টি ID খুলতে দিলও।প্রথমবার ছিল [email protected]
দ্বিতীয় একাউন্ট খোলার সময় দিলাম nsweet48+স@gmail.com।
কিন্তু ফেসবুক বলতেছে এইটা already registered ,কি করব এখন?