যারা আগেরটা মিস করছেন তারা এই টিউনের আগে ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?
এইটা পইড়া আসেন 😉
ক্যাটরিনা কাইফকে যে ভালা পায়না ,তার যেমন নাই মল্লিকা শেরওয়াতকে পাবার যোগ্যতা
তেমনি ক্রোমকে যে ভালা পায়না ,তার সাথে আমার নাই কোনও শখ্যতা
আগের টিউনে রুপে-গুনে অনন্যা ক্রোমের রুপ-গুন বইলা শেষ করতে পারিনাই, তাই আজকের এই টিউন, আজকে ক্রোম একেবারে বেসিক থেকে সব শিখাইয়া দিব, এরপর খালি যদি কন ক্রোমে আইবেন না >:(
ক্রোম তুলনামুলকভাবে অনেক কম্প্যাক্ট, অর্থাৎ আপনাকে আপনার ব্রাউজিঙের জন্য সর্বোচ্চ স্পেস দেয়, এইজন্য ক্রোমে শিয়ালের মত বাটনে ভরা না। ক্রোমের সকল অপশন আপনি পাবেন সর্ব ডানে থাকা নাট-বল্টুর মত আইকনটা ক্লিক করলেই, আইকনে ক্লিক করলেই আপনি এই উইন্ডোটি পাবেন।আসুন এর বিভিন্ন অপশনের কাজ গুলু জানি
Basics : ছবিতেই দেয়া আছে কোনটার কি কাজ
Personal staff : ছবিতেই দেয়া আছে কোনটার কি কাজ
যাদের বাংলা নিয়া সমস্যা, তারা একটু দেখেন Under the hood এ customize fonts এইটা ক্লিক করেন, যেই উইন্ডো আসবে সেখানে fonts & encodingএ standard font ও fixed width font অপশনগুলুতে syam rupali সিলেক্ট করুন, এবং encoding এ unicode দিয়ে দিন।নিচের ছবির মত
change proxy settings
এইটা অনেক সমস্যার সমাধান, আমাদের অনেক সাইট ব্লক করে রাখে আইএসপি, আমার কিউবি দিয়ে ব্লগস্পটে ঢুকা যায়না, আবার অনেকে আমার আগের টিউনে দেয়া এক্সটেনশন নামাতে পারেন নি, এই কারনে। সোজাকথা আপনি যদি ব্লকড সাইট গুলুতে সহজেই যেতে চান তাহলে এই অপশন
কিভাবে করবেন বলে দেই, প্রথমে এই সাইটে যান, দেখেন দিন-দুনিয়ার কত প্রক্সি অ্যাড্রেস দেয়া আছে, ভালো দেইখা একটা বাইছা লন, তারপর ছবির মত কাজ করেন
হায়রে কাহিল হইয়া গেছি, থাউক আইজকা আর না
আমার সামু ব্লগে প্রকাশিত
আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি
শেয়ার করার জন্য ধন্যবাদ।