ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু ।। অ্যাটাক অন ফায়ারফক্স কন্টিনিউড ;)

যারা আগেরটা মিস করছেন তারা এই টিউনের আগে ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?
এইটা পইড়া আসেন 😉

ক্যাটরিনা কাইফকে যে ভালা পায়না ,তার যেমন নাই মল্লিকা শেরওয়াতকে পাবার যোগ্যতা
তেমনি ক্রোমকে যে ভালা পায়না ,তার সাথে আমার নাই কোনও শখ্যতা

আগের টিউনে রুপে-গুনে অনন্যা ক্রোমের রুপ-গুন বইলা শেষ করতে পারিনাই, তাই আজকের এই টিউন, আজকে ক্রোম একেবারে বেসিক থেকে সব শিখাইয়া দিব, এরপর খালি যদি কন ক্রোমে আইবেন না >:(

ক্রোম তুলনামুলকভাবে  অনেক কম্প্যাক্ট, অর্থাৎ আপনাকে আপনার ব্রাউজিঙের জন্য সর্বোচ্চ স্পেস দেয়, এইজন্য ক্রোমে শিয়ালের মত বাটনে ভরা না। ক্রোমের সকল অপশন আপনি পাবেন সর্ব ডানে থাকা নাট-বল্টুর মত আইকনটা ক্লিক করলেই, আইকনে ক্লিক করলেই আপনি এই উইন্ডোটি পাবেন।আসুন এর বিভিন্ন অপশনের কাজ গুলু জানি

  • New incognito window : এটি দুষ্টু বালকদের জন্য, মজা করলাম। আমরা অনেক সময় অনেক সাইট ব্রাউজ করি, কিন্তু চাইনা যে এই সাইটগুলু ব্রাইজারের হিস্টোরিতে জমা হোক। এই অপশনটা দিয়ে আপনি এই কাজই করতে পারবেন। এটাতে ক্লিক করলে ক্রোমের নতুন একটি উইন্ডো ওপেন হবে, যা দিয়ে আপনি যাই ব্রাউজ করুন না কেন তা ব্রাউজিং হিস্টোরিতে জমা হবে না, অর্থাৎ সবই হবে অগোচরে, জানবেনা কেহও।
  • Options : অনেকে বলেন ক্রোমের সেটআপ কঠিন, কেন ভাই? এর চেয়ে সহজ কিছু নাই, আসেন দেখি।নাট-বল্টু(wrench menu)তে ক্লিক করে optionsএ যান- নিচে এর বিস্তারিত বর্ণনা করলাম

Basics : ছবিতেই দেয়া আছে কোনটার কি কাজ

Personal staff : ছবিতেই দেয়া আছে কোনটার কি কাজ

  • Under the hood :

যাদের বাংলা নিয়া সমস্যা, তারা একটু দেখেন Under the hood এ customize fonts এইটা ক্লিক করেন, যেই উইন্ডো আসবে সেখানে fonts & encodingএ standard font ও fixed width font অপশনগুলুতে syam rupali সিলেক্ট করুন, এবং encoding এ unicode দিয়ে দিন।নিচের ছবির মত

change proxy settings

এইটা অনেক সমস্যার সমাধান, আমাদের অনেক সাইট ব্লক করে রাখে আইএসপি, আমার কিউবি দিয়ে ব্লগস্পটে ঢুকা যায়না, আবার অনেকে আমার আগের টিউনে দেয়া এক্সটেনশন নামাতে পারেন নি, এই কারনে। সোজাকথা আপনি যদি ব্লকড সাইট গুলুতে সহজেই যেতে চান তাহলে এই অপশন

কিভাবে করবেন বলে দেই, প্রথমে এই সাইটে যান, দেখেন দিন-দুনিয়ার কত প্রক্সি অ্যাড্রেস দেয়া আছে, ভালো দেইখা একটা বাইছা লন, তারপর ছবির মত কাজ করেন

হায়রে কাহিল হইয়া গেছি, থাউক আইজকা আর না
আমার সামু ব্লগে প্রকাশিত

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ক্রোমের এক জন মহা ভক্ত 🙂

    জাকির ভাই টিউন নিয়া কিছু বললেন না 🙁 কত কষ্ট করলাম 😛

    টিউন যে ভালো হয়েছে এটা আবার বলতে হবে? আচ্ছা বলছি, টিউনটা খুব সুন্দর হয়েছে 🙂 ছবির মধ্যে আপনি সুন্দর করে বর্ননা দিয়েছেন যা আর কেউ দেয় না। সেই জন্য +

But sometime chrome crush.
,Why?

আমি হলাম জন্মের আইলসা। কোথাও তেমন কমেন্ট করিনা। আপনার আগের টিউনটি পড়লাম সাথে এটিও। পড়ার পর কমেন্ট না করে থাকতে পারলাম না। সবার প্রতি কতটা দরদ, ভালোবাসা থাকলে কেউ এতোটা কষ্ট করে টিউন করে। বুকে হাত রেখে কথা দিলাম এবার থেকে আপনার টিউন চোখে পড়া মাত্রই কমেন্ট করতে ভুলবোনা।
সামুতে ছন্দে ছন্দে যেভাবে প্রতিউত্তর দেন টেটিতে কেন সেভাবে নয়?

    রিজভী ভাই অনেক ধইন্না আপনার কমেন্টের জন্য,আসলে ভার্সিটি বন্ধ, তাই বসে বসে লিখলাম, আমি ভাই টেকি পাবলিক না, সুতার ইঞ্জিনিয়ারিং পড়ি, যা জানি তা শেয়ার করলাম মাত্র

    আপনার কমেন্ট পড়ে আসলে কি লিখব তাই চিন্তা করলাম কতক্ষন, ছন্দ পেলাম না কেনো জানি 🙁

টিপু ভাই চালিয়ে চান, সাথে থাকব ইনশাল্লাহ।

আসলেই সুন্দর হয়েছে। তবে আমার মতো যাদের স্পিড ২০-২৫কেবিপিএস তাদের দ্রুত ব্রাউজের জন্য ওপেরা ছাড়া হয় না।অপনি কি বলেন??

    কম নেটস্পীড যাদের তাদের জন্য অপেরা বেস্ট, বিশেষ করে টারবো মুডে। ক্রোমও কিন্তু অপেরার মতই লাইট, শিয়ালের মত আপনার সিস্টেমের প্রচুর রিসোরস খায়না 😀

যখন জানালা ব্যাবহার করতাম তখন ক্রোম ছাড়া আর কিছু চিন্তাম না। মাগার এখন লিনাক্স এ ক্রোম দিয়া ফেসবুক এ আমার নাম বাংলায় দেখা যায় না, প্রথম আলোতে কিছু লেখা বক্স দেখায়।আর সব ঠিক আছে।তাই শুধু এই দুই টার বেলায় শিয়াল আর সব সময় ক্রোম 🙂 আপ নার এই লেখাটা অনেক সুন্দর হইছে <3

portable crom thaklay dan

Level 0

মজিলা আগুনশিয়ালের চেয়ে গুগল ক্রোম অনেক ভাল। টিউনটি পড়িয়া ভাল লেগেছে। ধন্যবাদ।

Level 0

Your perception about Katrina will change …watch it..

১।খুজে দেখেন আপনার উইন্ডোজ এ একটা এক্সট্রা সার্ভিস যোগ হয়ে গেছে। এইটার নাম google updater. ২।আপনার personal data চুরি করে নিচ্ছে google. সেটাও প্রবলেম না Iron browser তো আছেই। তাই বলে firefox এর লেজে লাগার দরকার টা কি? ওর তো এত সমস্যা নাই। তবে টিউনটা ভাল হয়েছে। আমি ভাই শেয়ালের সাথেই আছি। 😀

    auto update বন্ধ করার জন্য এড্রেস বারে লিখুন about:plugins দেন enter চাপুন, দেখেন গুগল আপডেট আছে, ওইটা ডিজএবল করে দেন, কিল্লা ফতে , অটোআপডেট অফ 😀

    ফায়ারফক্সের লেজে লেগেছি, করে দিয়েছি ছারখার
    তাই দেখিয়া ইশতিয়াক ভাই করছে মন বেজার 😉
    এতো কইরা বুঝাইলাম, লেজহীন শিয়াল ভুয়া
    তারপরেও ইশতিয়াক ভাই শিয়ালের সাথেই ডাকে হুক্কা হুয়া 🙁

Level 0

definitely its faster than all other browser ………..>

Level 0

ভাই,ফায়ারফক্সের মত অসংখ্য এড অন্স পাওয়া যায় কি ক্রোমে, সন্ধান দিতে পারলে মজিলা ছাড়মু। মানে,এড অন্স সিস্টেম ক্রোমে আছে কিনা?

    অবশ্যই এড-অন্স সিস্টেম ক্রোমে আছে… ক্রোম ওয়েবস্টোর থেকে ক্রোম এর এক্সটেনশন নামিয়ে নিতে পারেন…

    আমার আগের টিউনটা পড়েন, ওখানেইতো সব এডঅন দিয়া দিছি, আরও বহু এডঅন আছে ক্রোমের
    তারাতারি ক্রোমে আসেন কইলাম 😉

    Level 0

    ভাই,আমার সবচেয়ে দরকারী প্লাগ ইন, mywot, আমার ভাইরাল অথবা ইনফেকশাস প্রোগ্রাম থেকে সিকিউরিটির জন্য। আপনি যদি ক্রোমের এমন কোন এড অনের সন্ধান দিতে পারেন,তাহলে আমার আর কিছু লাগবে না।

অনেক ভাল হয়েছে। তবে ৪ নাম্বার শিইয়ালটা ব্যবহার করে দেখবেন। আর প্লাগীন্সের ব্যাপারটাতো আছেই।

    শিয়াল ৪ কেনু, ৫ ও ইউজ করছি, এটার ভার্শন যত আপগ্রেড হচ্ছে ততই স্লো হচ্ছে, একটা ট্যাব খুলতেও আটকিয়ে যায়, আর শিয়ালে নতুন যা এড হচ্ছে তা ক্রোমেরই অনুকরণ ছাড়া আর কিছুনা

    Level 0

    শুধু ৫ না ,শিয়ালের ৬ ও বের হয়েছে। তবে নতুন ভার্সন স্লো এ কথাটা মানতে পারছি না বলে দুঃখিত, খুবই ভালো স্পীড পাই আমি।

সুন্দর হয়েছে

হুম দারুন টিউন… তবে পুরোপুরি ক্রোম নির্ভর কখনৈ হচ্ছি না… ফায়ারফক্স ও থাকবে পাশাপাশি… 😛

    কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ডিজে আরিফ ভাই
    সতীন হিসেবে শিয়াল রাইখা দেন আপত্তি নাই
    রাইত আমার ক্রোমের সাথেই কাটাইতে হপে, শুধু এই দাবী রেখে যাই 😛

Level 0

ভাই আমারে একটু ক্রম এর বেপারে হেল্প করবেন কি? আমি যখন গুগল ক্রম ওয়েব স্টর এ যাই তখন এপস এর আইকন গুলো আসেনা অনেক সাইট এর PNG JPG ফাইল গুলো
আসেনা। এক ধরনের আইকন আসে, কি করব ভাই একটু সাহায্য করবেন প্লিজ …।খুব ই উপকৃত হতাম

    আপনি একটু আপনার catch ক্লিয়ার করে দেখেন, করার জন্য options এ যান, under the hood এ যান, ওখানে clear browsing data পাবেন, অখান থেকে আপনি সব catch ক্লিয়ার করে দেখেন, প্রবলেম সলভ হতে পারে

    ক্রোমের ওয়েব স্টোরে সমস্যা ! ইমন অপেক্ষা করেন

ফাটাফাটি টিওন

ক্রোম starts ফাস্ট! কিন্তু এইসব সুবিধা ফায়ারফক্সে অনেক আগেই আছে।

——————————————————
আপনাকে একটা চ্যালেঞ্জ দেইঃ ক্রোম দিয়ে কোন ওয়েবসাইট mht/mhtml ফরম্যাটে সেইভ করে দেখান 😛
——————————————————–

    দিহান ভাই চ্যালেঞ্জে হারবেন তো, প্রথমত শিয়ালে এই কাজটাতো কোনও অ্যাডঅন দিয়েই করেন নাকি?
    একি কাজ ক্রোমেও করেন

    এই লিঙ্কে যান http://www.wizbrother.com/saveasplus/index.html ক্রোমের জন্য এক্সটেনশন নামান, ওয়েবসাইট mht/mhtml ফরম্যাটে সেইভ করতে পারবেন, আরও এক্সটেনশন আছে, আর ক্রোমেই এইটা ইনক্লুড হচ্ছে নতুন ভারশনে 😉

Level 0

I AM IN LOVE WITH "CHROME" :-X ভালো চালায় যান। আপনাকে দেখে বোঝা জায় একজন মানুশ technology বিষয়ক জিনিশ কে কত ভালবাসতে পারে

Level 0

নোবেলবিজয়ী টিপু ভাই, কি বলব বুঝতে পারছি না। কাওকে যদি দেখি ক্রোম ইউজ করে, তবে কি যে ভাল লাগে ভাষায় প্রকাশ করা যায় না। আমি অনেক দিন খেকে ক্রোম এর সাথে আছি। http://www.filehippo.com/download_google_chrome/ খেকে ক্রোম এর অফিসিআল বেটা রিলিজ গুলো নামিয়ে নিতে পারেন। বর্তমান রিলিজ হচ্ছে Google Chrome 13.0.782.1 Beta, যা এখনো অফিসিয়ালি রিলিজ হয় নাই। অখবা http://googlechromereleases.blogspot.com/ লিন্কটা দেখুন। এখান খেকেও একই রিলিজ নামাতে পারেন।

Level 0

কাউকে যদি মজিলা ইউস করতে দেখি তাহলে কি যে ভাল লাগে 🙂
আরে বলে কি..!!!! শিয়াল মামার উপরে কেউ আছে নাকি..? শিয়াল পন্ডিত ইজ দ্যা বস হুম 8)

    Level 0

    আমি আপনার সাথে একমত । পন্ডিত শেয়ালের মত কেউ নেই । শিয়াল মামা ইজ দা বেষ্ট । অনেক সময় দেখা যায় কোন প্রয়োজনীয় কাজ করতে গেলে ক্রোম ক্রাশ মারে । ক্রোম শালি এক নম্বরের বেঈমান সবসময় বেঈমানি করে । ক্রোম আমার অনেক ক্ষতি করছে তাই আর ক্রোম ইউজ করবনা এখন থেকে শিয়াল মামা জিন্দাবাদ ।

    ও সুজন প্রেম করিও ভাবিয়া চিন্তিয়া
    শুধু শিয়ালের সাথে ডাকিওনা হুক্কা হুয়া

    তোমার জন্য আইসসা গেছে চরম গতির ক্রোম
    ডিজুস ভাষায় যাকে বলে চরম মাম্মা চরম 😀

I wll
when
do'nt know

Level 0

ভাই, আমি সবই করেছি
তারপরও আমার ক্রোমে বাংলা ফন্ট সমস্যা করে। কিন্তু, ফায়ারফক্সে এরকম কোন সমস্যা হয় না

ধন্যবাদ ভাই অনেক দিন পর্যন্ত আমি বাংলা ফন্ট সমস্যায় ভুগছিলাম। এখন সামাধান করতে পারলাম।