সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ। ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন শুরু করছি।
প্রথমে আমার একটা অভিযোগ আছে আমার ফোরাম http://www.torrentsbd.com সমন্ধে আমি একটা টিউন করেছিলাম ।টেকটিউন আমার ওই টিউন টা মুছে ফেলসে , আমি মনে করলাম যে এই টিউন করার মনে হয় অনুমতি নেই। কিন্তু পরে দেখলাম এ আমার মতো আরো টিউন করেছে যেমনঃ
কিন্তু তাদের টা কেন মুছা হলো না আমি জানতে চাই।
যাই হোক আনেক কথা বলাম ভুল হলে ক্ষমা চোখে দেখবেন ।
আজ আমি আপনাদেরকে একটা তথ্য দিবো , কিভাবে ফেসবুকে একাধিক চ্যাট বক্স বানাবেন
ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। আপনি যখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যান (লগ-ইন), তখন হয়তো অনেকেই চ্যাট করার জন্য বার্তা পাঠায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা নির্দিষ্ট কারও সঙ্গে শুধু চ্যাট করতে চান, তাহলে অনেক সময় তা হয়ে ওঠে না। কারণ, আপনার কিছু বন্ধু হয়তো বারবার শুধু আপনাকে বার্তা পাঠাতে থাকে। তখন আপনি অফলাইনেও যেতে পারছেন না, কারণ কারও সঙ্গে এখন আপনার কথা বলা দরকার। এ ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধুদের নিয়ে আলাদা চ্যাট বক্স তৈরি করতে পারেন।
আলাদা চ্যাট বক্স তৈরি করার জন্য প্রথমে ফেসবুকে লগ-ইন করে চ্যাট বক্সে ক্লিক করে তারপর Friend Lists-এ ক্লিক করুন। এখন Create a new list বক্সে কোনো নাম লিখে কি-বোর্ড থেকে Enter চাপুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করে ওই নামের ওপর মাউস নিলে edit লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দমতো বন্ধুদের নাম নির্বাচন করে Save Lists-এ ক্লিক করুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করলে সবার ওপর দেখতে পাবেন আপনি যে নামে নতুন চ্যাট বক্সটি খুলেছেন, সেই নাম এবং তার নিচে Others Friends নামে আপনার আগের চ্যাট বক্সটি। এখন চ্যাট বক্সের ডান পাশে মাউস নিলে Go Offline লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাট বক্সটি অফলাইনে চলে যাবে। তখন শুধু নতুন চ্যাট বক্সের যে বন্ধুরা অনলাইনে আছে, তাদের তালিকা দেখাবে। এভাবে আপনি একাধিক চ্যাট বক্স তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো চ্যাট বক্স অনলাইন অফলাইনে নিয়ে যেতে পারবেন। চ্যাট বক্সগুলোর ওপর মাউস রেখে Edit-এ ক্লিক করে আপনার ইচ্ছামতো চ্যাট বক্সগুলোকে সম্পাদনাও করতে পারবেন।
পুরবেপ্রকাশিত হয়েছে ঃ http://www.torrentsbd.com
সুত্রঃ প্রথম আলো
আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020
onek age theke jana