জেনে নিন WINDOWES XP-র GAME-র কিছু সিক্রেটস+ ১ টি বোনাস............... আমার জীবনের প্রথম সত্যিকারের পোস্ট..................
প্রথমে সবাই-কে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেছা।
আসা করি সবাই ভালো আছেন।
আমি ভারতে থাকি একদম বাঙালি। তাই বাংলার টানে আজ থেকে দুবছর আগে বিভিন্ন বাংলা ব্লগ, ফোরাম সাইটের এর সাথে পরিচয় ঘটে। এর আগে আমি জানতাম না-যে বাংলা ভাষার ও অনেক সুন্দর সুন্দর সাইট আছে। তো যাইহোক আমার জীবনের প্রথম বাংলা সাইট হল সামহোইয়ার ইন, আর সেই সাইট থেকেই বাংলা সাইটের প্রতি আকৃস্ট হই।
বিভিন্ন সাইটে মোবাইল দিয়ে অল্প-কিছু পোস্ট করেছিলাম। কিন্তু তখন কিভাবে ব্লগ লিখতে হয় সেটাই জানতাম না। তো এখন অল্প কিছু শিখেছি তাই দিয়ে, একটা পোস্ট করলাম। কম্পিউটার কিনলাম ১ মাস হল, এখনো কোনো পোস্ট লেখিনি, আজ থেকে আপনাদের সহানুভুতি নিয়ে ব্লগ লেখা শুরু করলাম। আসা করি আপনাদের সাথে পাব।
যাইহোক অনেক বাজে কথা বলে আপনাদের মুল্যবান সময় নষ্ট করলাম। তার জন্য সরি।
************** WINDOWES XP-র GAME-র কিছু সিক্রেটস***************
১/ SOLITAIRE -এ সঙ্গে সঙ্গে জিতবেন কিভাবে ?
=> চাপুন Alt+Shift+2 Salitaire.
২/ একটা কার্ড ড্র করবেন তিনটির বদলে কেমন করে ?
=> হোল ডাউন করুন Ctrl+Alt+Shift ক্লিক করুন যে কার্ড-টি আনওপেন
অবস্থাই রয়েছে বা খোলা হয়নি তার ওপর।
৩/ ফ্রি সেলে সঙ্গে সঙ্গে জিতবেন কিভাবে ?
=> চাপুন Shift+F10 খেলার সময় এবং তারপর অ্যাভয়েট করুন। এর পরবর্তী ক্ষেত্রে এটিকে মুভ করান।
৪/ স্মাইল সুইপারে টাইমারকে স্টপ করবেন কিভাবে ?
=>যখন আপনি খেলা শুরু করবেন, টাইমার চলতে শুরু করে।
WINDOWES+D চাপুন। ডেস্কটপ দেখার জন্য।
এবার গেমের মধ্যে ঢুকে আসুন টাস্ক বার দিয়ে সিলেক্ট করুন টাইমার থেমে যাবে।
***************বোনাস**********************
WINDOWES ইন্সটলের সময় যে রিলাক্সিং মিউজিক শোনা যায় তা কোথায় থাকে ?
=>C:/Windowes/system32/OOBE/ImagesTITLE.WMA এখানে।
পড়ার জন্য ধন্যবাদ। কোনো ভুল হলে ক্ষমা করবেন। আগেই তো বলেছি এটাই আমার প্রথম পোস্ট।
আমি TAPASFUN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 358 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THIS IS TAPAS. 4M INDIA, STATE=WEST BENGAL, DIST=COOCHBEHAR, MY HOBBEY= INTERNET. MY AIM: INCOME MONEY 4M INTERNET.
ভারত থেকে যাক ভালো ই হলো।
প্রথম টিউন হিসেবে ভালো ই লিখছেন…
আপনার জন্য শুভ কামনা রইলো।