ক্রোম ইউজ করবেন না ? করাইয়া ছারমু, ফায়ারফক্স এইবার পালাবি কুথায়?

প্রথমেই বলে নেই আমি নিজেই ফায়ারফক্সের ভক্ত ছিলাম আজ থেকে ৩ মাস আগেও, শিয়াল ছাড়া কিছু চিন্তাও করতে পারতাম না, কিন্তু দিন বদলাইছে, এখন পুরাই ক্রোমের প্রেমে পইরা গেছি, খারাপ লাগে যখন দেখি শিয়াল প্রেমীরা আমার প্রেমিকারে নিয়া কয় 'অর এই গুণ নাই, অই গুণ নাই'

ধুরু মিয়া জানেন না বইল্লা কন, আমিতো কই ক্রোম হইল রুপে-গুনে অনন্যা । আজকে ক্রোম নিয়া সকল সমস্যার সমাধান দিয়া দিলাম, লন আমার গার্লফ্রেন্ড আপনাদের জন্য

1.ইন্সটলেশন :

ক্রোমের আপনি দুই ভাবে ইন্সটল করতে পারেন-অনলাইন আর অফলাইন। অনেকেরই অভিযোগ উইন্ডোজ সেটআপ দিলে ক্রোম বারবার নেট থেকে নামাতে হয়, এইজন্য এই নেন অফলাইন ইন্সটলার একবার খালি পিসিতে নামাইয়া রাখেন, জীবনে আর ডাউনলোড করা লাগবোনা।:D

2.চলেন এইবার এরে রুপে-গুনে অনন্যা করি

  • ক।অ্যাডব্লক খালি ইন্সটল করেন, এর কাম না জানলেও চলব, অ্যাডমুক্ত ব্রাউজিং
  • খ।স্ক্রিনশট নেয়ার আসলে অনেক এক্সটেনশন আছে, যে যেইটা ইউজ করেন, এইটা ইন্সটল করলে দেখবেন উপরে ক্যামেরার লাহান একখান আইকন আসছে, অইখানে অপশন সিলেক্ট করে স্ক্রিনশট  নিতে পারেন,  এইটাও ব্যাবহার করতে পারেন
  • গ|গুগোল ডিকশনারি আইকনে ক্লিক করে শব্দটা লিখে দিলেই মিনিং
  • ঘ।ওয়েব টু পিডিএফ যেই কোনও পেইজ লাইক হলও, পেইজটা পিসিতে সেইভ করতে চান? এইটা ইন্সটল করেন, উপরে আইকন আসবে, ওখানে ক্লিক করলে এইটা
    দেখবেন ওখানে conver to pdf-এ ক্লিক করলে দেখবেন কাজ শুরু হবে, না হওয়া পর্যন্ত অন্য কোথাও ক্লিকাবেন না, কিছুক্ষনের মধ্যেই আপনাকে অপশন দেখাবে সেইভ করতে চান নাকি অনলাইনে পরতে চান, আপনার যেইটা ইচ্ছা করেন

  • ঙ।বুকমারকিং XMARKS সবচাইতে কামের জিনিস, আমরা ব্রাউজ করার সময় অনেক কিছু বুকমারক করি, কিন্তু উইন্ডোজ সেটআপ দিলে সব ভেনিশ, অথবা আপনি শিয়ালে যেইটা বুকমারক করছেন সেটা ক্রোমে চান, এই সব সমস্যার সহিহ সমাধান হইলো এইটা। জাস্ট ইন্সটল করেন, করার পর আইকনে ক্লিক করে একটা একাউন্ট করে লগ ইন করেন, আপনার বুকমারক গুলো সাড়া জীবনের জন্য আপনার হয়ে গেলো, পৃথিবীর যেকোনো পিসি থেকে আপানার বুকমারকগুলো পেতে চান? শুধু সাইটে গিয়ে লগইন করে my bookmarks-e যান, দেখবেন আপনার সব বুকমার্ক চইলা আসছে।
  • যারা শিয়ালে থাকা বুকমার্কগুলুর মায়ায় শিয়াল ছারতে চান না তারা এইখানে যেয়ে শিয়ালের জন্য অ্যাডঅন টা নামাইয়া রিস্টার্ট করেন, দেখবেন এইরকম একটা ছবি আসছে

ছবিটার উপরে ক্লিকান,এইবার একাউন্ট করেন অথবা লগইন করেন, তারপর খালি শিয়ালরে কোপ মাইরা ক্রোমটা খুলেন দেখবেন, সব বুকমার্ক ক্রোমে চইলা আসছে

  • চ।ওটো পেইজার এইটার অনেক কাজ, শুধু সহজে বলি আপনার সার্চ করার সময় বারবার আর নেক্সট ক্লিকান লাগবোনা, ওটো নেক্সট পেইজ ওপেন হবে
  • ছ।মেইল চেকার অসাধারন কাজের, আপনি ক্রোম খুললেই, আপনার নতুন মেইল নোটিফিকেশন দেখাবে, এছাড়া আপনি আইকনে ক্লিক করেও মেইল দেখতে বা পাঠাতে পারবেন, একদম সহজে
  • জ।বুকমার্ক বাটোন ক্রোমে একটা সমস্যা ছিলও বুকমার্কের জন্য আলাদা বাটন ছিলনা, এইটা ইন্সটল করেন, আপনার টুলবারেই, তারা আইকন দেখাবে যা ক্লিক করলেই আপনার বুকমার্কগুলু আলাদা পেইজে খুলে যাবে
  • ঝ। ইজি রিডিং আমরা যারা সামু বা অন্যান্য ব্লগ পরি তাদের জন্য চরম জিনিষ, ইন্সটল করে আইকনে ক্লিক করে enable Tidyread সিলেক্ট করে, এবার সামু বা অন্যান্য সাইট খুলুন, দেখুন আপনার পরার জন্য কত সুবিধা হয়ে যাবে,ফন্ট ছোট-বড়, বা কালার চেঞ্জ সব অপশন আছে
  • একি কাজে এইটাও ব্যাবহার করতে পারেন, ইন্সটল করে যখন দরকার তখন আইকন থেকে ইনাবেল করে নিবেন
  • যারা নেটে পড়তে পছন্দ করেন তাদের দারুন কাজে লাগবে এই দুটূ
  • ঞ।ফেইসবুক সলিউশন : ফেইসবুকে চ্যাট করার সময় ইমো না থাকা যে কত বড় যন্ত্রণা, অনেকে বিভিন্ন ইমো ইন্সটল করেন যা অন্নের পিসিতে ইন্সটল না থাকায় শো করেনা, এই সমস্যার সমাধানে এইখানে যান , খালি ইন্সটল ক্লিকান, তারপর ফেইসবুকে ঢুকেন,আপনার চ্যাটবক্সের উপরেই সব ইমো পাবেন B-)
  • এইটা ইন্সটল করলে যেকোনো ফেইসবুক ইমেজের উপর মাউস নিলেই জুম দেখতে পারবেন, চাইলে এই অপশন বন্ধ করেও রাখতে পারেন, চ্যাটবক্সের পাশেই দেখবেন একটা আইকন আসবে, ওইটা ক্লিক করলেই শেষ :-#
  • ফেইসবুকের theatre mood পছন্দ না? এইটা ইন্সটল করেন

পূর্বে আমার সামু ব্লগে প্রকাশিতপ্রথম টিউন হিসেবে  ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুন, শুনরে সুজন
প্রেম করিও পরাণদিও
করিয়া ওজন……..

ক্রোম ই প্রিয় ব্রাউজার । পোস্ট প্রিয়তে 🙂

    ধন্যবাদ ভাই, কিন্তু প্রথমে টিউনটা ঠিকমত আসেনি, এই কারনে কতজন ফালতু মনে করে চলে গেলো, এত কষ্ট করে এত বড় একটা টিউন করলাম, একটু ভুলের জন্য, মনটাই খারাপ হয়ে গেলো 🙁

    Basicali ভাই নিল পোস্ট প্রিয়তে
    তাহা নোবেলবিজয়ী টিপু উদযাপন করে সাম্বা নাচ নাচিতে নাচিতে 😀

শিয়ালকে ছাড়তে পারিনি। তাই আঙ্গুর ফল টক! (ক্রম ভালো না :D)

    একটু সময় করে যা বললাম তা করেন মাস্টার ভাই, দেখবেন কত মজা ক্রোমে 😀
    শিয়ালের সময় গেছে , এখন ক্রোমে আসেন, দেখবেন কি মজা 😉

সত্যি দুখিত লিঙ্ক গুলু আসেনি, আমি এডিট করছি, প্লিজ কেউ মাইন্ড খাইয়েন না :'(

মারাত্মক টিউন করছেন , ক্রোম আমি ১বছরের মত ইউজ করি আর ছারতে পারিনাই পারবওনা।

    ধন্যবাদ ভাই, যারা ইউজ করেনা তাদের এই সুন্দরীর মজা পাওয়ার বেবস্থা করতে হইবত 😛

Chr0m ar shial 2 ta e use k0ri 😛

    আমিতো ক্রোম, শিয়াল, কমেট, অপেরা, মেক্সথন সবি ইউজাই, তয় ক্রোমরে খুব ভালা পাই 😛

ফায়ারফক্স স্লো….ক্রোম আরো স্লো……………তাই বেশি ফিচার না থাকলেও অপেরাই ভাল লাগে…এটা ইউজ করেই বেশি শান্তি পাই

    অপেরা হইল বাসর রাইতের বউয়ের মত, বাসর রাইতে জারে খুব ভালা লাগে, কিন্তু রাইত পার হইতে না হইতেই এর হাজারো সমস্যা
    অপেরা অনেক দ্রুত কাজ করে সত্যি, কিন্তু এটি দিয়ে এডভান্স কাজ চলে না, তারাতারি ক্রোমে আসেন কইলাম 😉

Level New

ভাই শিয়াল পন্ডিত আমার প্রিয় তারপর গুগল চরম , ভাই আমি ক্রোমকে চরম বালি

আমার ফোরাম এ আপনাকে আমন্ত্রন আপনার অপেক্ষায় আমি http://www.torrentsbd.com

Level 0

টিটিতে স্বাগতম, ভাল টিউন।

    আপনার এই স্বাগতম রহিল নোবেলবিজয়ীর থলেতে
    আজীবন রাখিব যতন করিয়া, ভুলিবনা শত বিপদে 😀

যত লোভই দেখাননা কেন…প্রথম প্রেম সবসময় আসল প্রেম হয়। তাই আগুনশিয়ালই সেরা। অবশ্য ক্রোম আমার সেকন্ড চয়েস।

তাছাড়া যে এক্সটেনশনগুলো দিয়েছেন, তার সবগুলোই তো শিয়ালেও আছে।

    আমি এক্সটেনশনগুলো দিয়েছি তাদের জন্য যারা শুধু এক্সটেনশনের জন্য শিয়ালে পরে আছেন। তাদের এইটা বুঝানোর জন্য যে আমার ক্রোমও এখন রুপে-গুনে অনন্যা 😉

    শিয়ালের ভার্শন যত আপগ্রেড হচ্ছে ততই স্লো হচ্ছে, বিশেষ করে অতিরিক্ত রেম খাওয়া, ওপেন হতে প্রচুর সময় নেয়া, ক্রাশ এগুলু শিয়ালের সমস্যা হয়ে দাঁড়িয়েছে

    প্রথম প্রেমের কথা বলতেছেন, তাইলেত বিল গেটস দাদার ইন্টারনেট এক্সপ্লোরার ইউজাইতে হইবে, ওইটা দেখলেই তো হাত বে-দনা শুরু হয়ে যায় 🙁

    তারাতারি লুফে নেন এই ক্রোম অনন্যা
    নাইলে জীবন করে দিব ছেনাবেনা 😛

আমার লিনাক্সে কিছু লেখা ব্লক ব্লক আসে। কি করব?

    নই আমি লিনাক্স বিশারদ,একদা শখ করিয়া দিয়াছিলাম সেটআপ
    হারাইয়াছিলাম আমার ২০০ গিগা হার্ডডিস্কের গেটআপ

    আপনি এই কাজ গুলু করে দেখতে পারেন
    options এ গিয়ে under the hood এ যান, তারপর দেখেন Web Content এর ওখানে customize fonts আছে, ওখানে গিয়ে Standard font, Fixed-width font এগুলুতে syam rupali সিলেক্ট করুন, সমাধান হবে আশা করি

সুন্দর পোষ্ট ভাই তারপরও আমি শিয়ালের ভক্ত।পোষ্টের জন্য ধন্যবাদ।

    এখনি না করিলে ক্রোমের সৌন্দর্য আহরন
    সাড়া জীবন পস্তাইতে হইবে, করিতে হইবে স্লো ব্রাউজিঙের সাগরে বিচরণ 😉

Level 0

আমিও আগে শিয়াল ব্যবহার করতাম।
এখন ক্রোম ব্যবহার করি তার গতির কারনে!

    ক্যাটরিনা কাইফকে যে ভালা পায়না তার যেমন নাই মল্লিকা শেরঅয়াতকে পাবার যোগ্যতা
    তেমনি ক্রোমকে যে ভালা পায়না তার সাথে আমার নাই কোনও সখ্যতা 🙁

    আসেন ভাই কুলাকুলি করি 😀

Level 0

ক্রোম ই প্রিয় ব্রাউজার । পোস্ট প্রিয়ত +++++++++++++++++++++++++
অনেক অনেক ধন্যবাদ, পারলে আরও কিছু ক্রোম এড অন শেয়ার করুন…………।।

    হে আমার ক্রোম সাঙ্গ পাঙ্গ গন, দ্রুতই করিব আরও ক্রোম এড অন শেয়ার
    একটু বিলম্ব হইলে আশা রাখি করিবেন না মন বেজার 🙂

এক কথায় জটিল।

    এক কথায় জটিল বলিল আমার ভাই বিপু
    অতএব তার সাথেই বন্ধুত্ব করিবে নোবেলবিজয়ী টিপু

    আসেন ভাই কুলাকুলি করি 😀

আমি ইন্টারনেট ইউজ করার আদি থেকে অন্ত ছিল শিয়াল সাহেব । কিন্তু ক্রুমের ভক্ত হয়েছি গত ৩ মাস ধরে । ক্রুম আসলে অসাধারণ । শিয়ালরে দেখলে এখন বড় মায়া লাগে

Level 0

কে কয় করোম এ নাকি Bookmark button নাই !!! Address bar এর কোনায় ডেখেন Star mark টা হোলো Bookmark button !!!

    ভাই Bookmark button বলতে আপনি যেটা বুঝাইছেন, সেই হলুদ তারায় ক্লিক করে নতুন Bookmark add করে

    আমি যেই Bookmark button বুঝিয়েছি তা দিয়ে আপনার আগের সেইভ করা Bookmark গুলুকে নতুন পেইজে ওপেন করা বুঝিয়েছি

Level 0

all links shows -The app is currently unreachable

    আমিতো এইসব লিঙ্ক দিয়েই নামাইছিলাম, কি হইলো ? 🙁

    ভাই আপনি একটু কষ্ট করেন, ক্রোমের ডানে উপরে নাট-বল্টুর মত বাটনটাতে যেয়ে tools থেকে extensions সিলেক্ট করেন, দেন একটা নতুন পেইজ আসবে, ওখানে get more extensions ক্লিক করেন, তাহলেই আপনাকে গুগলের extensions গ্যালারিতে নিয়ে যাবে, অখান থেকে শুধু এইগুলা কেন, আরও বহুত extensions নামাতে পারবেন 😛

    উচ্চতর টেকি ভাইয়েরা হেল্পান, এই সমস্যা কেন হইতেছে, আমিতো এইসব লিঙ্ক দিয়েই নামাইয়া টেস্ট করলাম 🙁

ভাই শিয়ালের ফিবি এবং মাফ কি আপনের প্রেমিকা দিতে পারবে

    ফিবি দিয়া extensions ব্যাকআপ করেন তো, ক্রোমে extensions ব্যাকআপের জন্য কোনও extensionই লাগেনা 😉

    ক্রোমের ডানে উপরে নাট-বল্টুর মত বাটনটাতে যেয়ে options এ যান, তারপর personal stuff-e যান, দেখেন sync অপশন আছে, শুধু মেইল একাউন্ট দিয়া সেটআপ করেন, আপনার apps, password, theme, extensions, bookmarks সব ব্যাকআপ হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবনা, এরপর যতবার ক্রোম সেটআপ দিবেন খালি লগইন করবেন সব চইলা আসবে 😉

    আর মাফ কি পেইজ সেইভ করাতো? ওইটার ক্রোম scrapebook extension আছে, একটু সার্চ দিয়ে নামিয়ে নেন, আমি লিঙ্ক দিবনা, কারন ২/১ জন বলল আমার লিঙ্ক নাকি করতেছে না 🙁

    এইবার ফাল মেরে আসেন ক্রোমে 😉

ধন্যবাদ ভাই

    ক্যাটরিনা কাইফকে যে ভালা পায়না তার যেমন নাই মল্লিকা শেরঅয়াতকে পাবার যোগ্যতা
    তেমনি ক্রোমকে যে ভালা পায়না তার সাথে আমার নাই কোনও সখ্যতা 🙁

    আসেন ভাই কুলাকুলি করি 😉

ভালই বলেছেন দাদা,
যত যাই বলেন ক্রোম এ যাব না।
"আজকে ক্রোম নিয়া সকল সমস্যার সমাধান দিয়া দিলাম, লন আমার গার্লফ্রেন্ড আপনাদের জন্য":(:(:(:(:(:(:(:(:(:(

    গার্লফ্রেন্ড দিয়া দিয়াও পাইলাম না বিপুল দাদার মন
    নোবেলবিজয়ীর চোখে এখন শুধু কান্নার রোল 🙁

ফায়ারফক্স সেতো ফায়ারফক্সই ।এর কোন তুলনা নেই ।ক্রোমও খারাপ না ।

প্রথমে আমি তোমাকে চাই………।
শেষেও আমি তোমাকে চাই…………।
ক্রোম আমি শুধু তমাকে চাই…………………………………চাই………………………………….চাই……………………..চাই………………………………………।
আমি প্রায় ৩.৫ বছর ধরে ক্রোম ইউস করি ধারুন স্পিড……।

    ক্রোম incognito মুডে সবি হবে অগোচরে, জানবেনা কেহও 😉

    <<<<<<
    শেষ পর্যন্ত আপনি যেন ক্রোম কে চান,
    নোবেলবিজয়ী টিপু ভাই এর গার্লফ্রেন্ড নিয়েই ঘুমান।
    <<<<<<<<
    release September 2, 2008; 2 years ago
    http://en.wikipedia.org/wiki/Google_Chrome
    আপনি কিকরে প্রায় ৩.৫ বছর ধরে ক্রোম ইউস করতেছেন?

    sorry কথাটা হবে সারে তিন বছর মানে ৩ বছর ৬ মাস প্রায়।
    শুরু থেকেই ক্রোম এর প্রেমে পরে গেলাম ……শেষ কথা ক্রোম ই আমার কাছে সবসময় সেরা।

আপনার টিউন ও কমেন্ট রিপ্লাইয়ের ছন্দ গুলো খুবই ভালো লাগলো।
আমি firefox, opera, chrome ব্যবহার করি।
ডিফল্ট browser হলো Opera.

ধন্যবাদ chrome এর extension গুলো শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ সায়েম ভাই, আসলে ব্রাউজার যার যার পছন্দের বেপার, আমি শুধু যারা এখনো ক্রোম ইউজ করেনি তাদের একটু হেল্প করার চেষ্টা করলাম

    ডিফল্ট ব্রাউজার হিসেবে শিয়াল রাখা এখন আর যায়না, কারন এর ব্যাপক সময় লাগে ওপেন হতে, সেই ক্ষেত্রে অপেরা বা ক্রোম ক্লিক করার সাথেই দ্রুত ওপেন হয়

    ধীর গতির ইন্টারনেট যাদের, তাদের জন্য অপেরার কোনও বিকল্প নেই

>>> প্রথম Browsing শুরু করি Opera দিয়ে এবং Speed Dial সুবিধা আছে, তাই Opera ছাড়বো না…

>>> ইদানীং Youtube থেকে IDM-এর সাহায্যে Video (>100MB) নামাতে Firefox Add-ons ব্যবহার করতে হয়, তাই Firefox ছাড়বো না…

>>> Chrome-কে পছন্দ করি, তাই Chrome-ও ছাড়বো না…

Chrome-এর জন্য IDM-এর সাহায্যে Youtube Video নামানোর কোনও ব্যবস্থা আছে কি? থাকলে একটু বলেন, Firefox বাদ…

    এটা আপনি কি কইলেন ভাই ক্রোম থেকে আইডিএম দিয়া ত ইউটিউব এর ভিডিও অনেক সহজে এবং অনেক দ্রুত ডাউনলোড হয় । কিছুই করতে হবে না আইডিএম ইন্সটল করে পিসি রিস্টারট দিন এরপর ক্রোম এ ইউটিউব এর যেকোন ভিডিও প্লে করুন আর ভিডিওটির নিচে দেখুন লেখা আসবে Download vedio from this page ব্যাস ক্লিক করে ফেলুন । আর না হলে IDM সফটওয়ার টি খুলুন Option এ যান এখন দেখুন Apple,google internet explorer.Mozilla,Mozilla Firfox,Netscap 6 and later,Opera সবগুলোতে টিক দেয়া আছে কি না …না থাকলে সবগুলোতে টিক দিয়ে ওকে করে দিন এবার ২০০% sure ডাউনলোড হবেই । ক্রোম দিয়ে যেকোন সাইট এর যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

    speed dial সুবিধার কথা বলছেন, এইটা অপেরাতে যথেষ্ট ঝামেলাপূর্ণ, ক্রোমের speed dial হলও কত সহজ দেখেন

    https://chrome.google.com/webstore/detail/jpfpebmajhhopeonhlcgidhclcccjcik এই extension ইন্সটল করেন, তাহলে নতুন ট্যাব খুললেই +এ ক্লিক করে আপনার নিজের পছন্দ মত সাইট সেট করে নিন,এইযে আমার ক্রোম দেখেন

    https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc6/250911_1920284781006_1658649423_1896604_2366467_n.jpg

    আর আইডিএমতো রানার ভাই বললই, শিয়ালই বরং এখন আইডিএম নিয়ে ঝামেলা করে, আলাদা add on লাগে 😛

আমি সব ব্রাউজার ব্যাবহার করি।কিন্তু ক্রোমটা মারাত্মক ।তবে মাঝেমধ্য ঝামেলা করে।

    আসলে শুধু একটি ব্রাউজার থাকলে অনেক ক্ষেত্রেই বিপদে পড়তে হয়
    তবে ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোমের বিকল্প অন্য কিছু নয় 😉

ভাই ক্রোমে যে এতো ভালবাসা গায়ের উপর এসে পরে মানে বাংলা লেখা একটার উপর আর একটা চলে আসে তাই তার ভালবাসায় বার বার কাছে এসে ফিরে যেতে হয়।

    হে হে, ক্রোমে বাংলা দেখা নিয়ে কোনও সমস্যা হবার কথাই না, আপনি এই কাজ গুলু করে দেখতে পারেন
    options এ গিয়ে under the hood এ যান, তারপর দেখেন Web Content এর ওখানে customize fonts আছে, ওখানে গিয়ে Standard font, Fixed-width font এগুলুতে syam rupali সিলেক্ট করুন, সমাধান হবে আশা করি

টিপু ভাই , আমার ক্রোমে নিচের লিখা গুলো আসে ……………
কি সমসা বলেবেন কি ?

ভাই ইন্সটল করেতে পারছি না। ক্রোম দিয়ে বার বার চেষ্টা করছি। কিন্তু ইন্সটল লেখাটা hide হয়ে থাকে।

হায় হায় আমিতো সুতার ইঞ্জিনিয়ারিং পরি, এই জিনিষ কেমনে বুঝমু 🙁 উচ্চতর টেঁকি ভাইয়েরা একটু হেল্পান, প্লিজ
এইটাত কুকি মনে হইতাছে

ভাই আইডিএমতো পাইয় না আর বাংলা লেখা একটার উপর আর একটা এসে পরে।

    আপনার সমস্যার সমাধান অন্যান্য কমেন্টগুলুতে আছে, একটু কষ্ট করে দেখেন, ক্রোমে বাংলা নিয়া অন্তত সমস্যার কথা বইলে না, কারন ক্রোমেই সবচেয়ে ঝকঝকে বাংলা দেখা যায়, আর IDM সফটওয়ার টি খুলুন Option এ যান এখন দেখুন Apple,google internet explorer.Mozilla,Mozilla Firfox,Netscap 6 and later,Opera সবগুলোতে টিক দেয়া আছে কি না …না থাকলে সবগুলোতে টিক দিয়ে ওকে করে দিন এবার ২০০% sure ডাউনলোড হবেই । ক্রোম দিয়ে যেকোন সাইট এর যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

Level 0

দেখি, আপনার কথা শুনে ট্রাই মারি আরেকবার।

Level 0

jotil Tipu vai,,,,,,I'll try..
Sorry vai English a comment korlam,,new to tai,,,

chrome এর extension গুলো ইন্সটল হচ্ছে না……
The app is currently unreachable
এই লিখাটা আসে বারবার……… 🙁

    বিষয়টা আরও ২ জন বলছে, কেন এমন হচ্ছে বুঝলাম না, আমারতো এই লিঙ্কেই কাজ করে 🙁
    সম্ভব হলে প্রক্সি ইউজ করেন, কিভাবে করতে হয় না জানলে নতুন পোস্টে
    দিয়ে দিব, একটু দেইখেন

    আর একটা কাজ করতে পারেন -chrome://settings/advanced এইটা অ্যাড্রেসবারে লিখে ইন্টার চাপেন, নিচে দেখেন Use TLS 1.0 এইটাতে টিক দেয়া আছে, টিক মার্কটা উঠাইয়া দেন, হবে আশা করি

Level 0

crome এ কোন সাইট লোড দিলে বার বার নিচের লেখা আসে এর মানে কি?

    ভাই এইটা আপনার ইন্টারনেট সেটিংসের কারনে, আপনি প্রক্সি দিয়ে রাখসেন যেইটা কাজ করতেছেনা, আপনি যা কপি-পেস্ট করছেন তাতেই সমাধান দেয়া আছে, ক্রোমের ডানে উপরে নাট-বল্টুর মত আইকনটাতে ক্লিক করে options সিলেক্ট করেন, যেই উইন্ডো আসবে সেখানে দেখেন under the hood আছে, ওইটা সিলেক্ট করে Change proxy settings ক্লিক করলে যেই উইন্ডো আসবে সেখানে LAN Settingsপাবেন, ওইটা ক্লিক করে দেখেন use a proxy server for your lan এইটা থেকে টিক মার্কটা উঠাইয়া দেন, তারপর হবে আশা করি

Level 0

যতই দেন অপবাদ, শিয়াল চাচা বুদ্বিমান।
http://www.aptctg.com

ক্রোম ভাল। তবে Firefox কিন্তু খারাপ না। অফিসিয়াল কাজ করতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যাবহার করতে হয়। ক্রোম দিয়ে অফিসিয়াল কাজ
করা যায়না। ১০-১৫ টা পেজ এক সাথে খুললে ক্রোম হ্যাং করে, রি-স্টার্ট নেয়। Firefox এর ক্ষেত্রে এমনটা কিন্তু হয়না। আমি সবগুলোই ব্যবহার করি। তবুও আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ টিউনিং!!!

    মালেক ভাইয়া আপনার প্রত্যেকটা ধারনাই ব্যাপক ভুলে ভরা
    ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে অফিসিয়াল কাজ চলে, হাসালেন ভাই, ওইটা দেখলেই আমার দুই হাতের বেথা শুরু হয়
    ক্রোম হ্যাং করে, রি-স্টার্ট নেয়- এই অভিযোগ তো ক্রোমের বিরুদ্ধে করাই যায়না, কারন অনেক ট্যাব খুলে একসাথে কাজ করা ক্রোমেই সবচেয়ে স্টাবল ভাবে করা যায়,আমার নিজেরি তো একসাথে ৩০/৩৫ ট্যাব খোলা থাকে, ক্রোম অনেক লাইট ব্রাউজার, আপনি বোধহয় ক্রোমের প্রথম দিককার ইউজার, নতুন ভার্শন ইউজ করে দেখেন, আপনার ধারনা চেঞ্জ হয়ে যাবে 🙂

boss tipu vai ata thik j chrome super fast. but amk ksu solution den…..:
1. atar cache limited kora jay na, hudai jayga khaite thke. kmne limit dbo??? firefox e deya jay.
2. IDM firefox er j kno link e select korlei chole ase download with idm but chrome e click korte hoy or link copy kore idm e dte hoy. how to fix this?
3. hudai nije nije matbori koira auto update hoy apnar gf (chrome) ja chorom biroktikor…. kmne bondho kormu???

aisob jhamela kintu firefox e nai boss tai baddho hoiya 2ta chalaite hoy…………

    ১। ক্রোমে cache limit করার সহজ পদ্ধতি নাই, যা আছে জটিল
    ২। IDM সফটওয়ার টি খুলুন Option এ যান এখন দেখুন Apple,google internet explorer.Mozilla,Mozilla Firfox,Netscap 6 and later,Opera সবগুলোতে টিক দেয়া আছে কি না …না থাকলে সবগুলোতে টিক দিয়ে ওকে করে দিন এবার ২০০% sure ডাউনলোড হবেই । ক্রোম দিয়ে যেকোন সাইট এর যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

    ৩। auto update বন্ধ করার জন্য এড্রেস বারে লিখুন about:plugins দেন enter চাপুন, দেখেন গুগল আপডেট আছে, ওইটা ডিজএবল করে দেন, কিল্লা ফতে 🙂

শুধু এক্সটেনশনের জন্য শিয়ালে পরে ছিলাম । তবে chrome ব্যবহার করি ২য় পছন্দ হিসাবে । ইদানি firefox খুব hang করে খুব বেশি এইজন্য chrome ই বেশি ব্যবহার করা হছে । আমার েযগুলা extention গুলা দরকার মটামটি সবগুলাই পাইলাম । এখন ত chromer প্রেমে পরে গেলাম । ধন্যবাদ টিপু ভাই সুন্দর tune করার জন্য । আশা করি আর কিছু extention share করবেন ।

ক্রোম এর ব্যাপারে পোস্ট দেয়ায় আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি কেনো ক্রোম ব্যবহার করি তা পরীক্ষার পর লিখবো ইনশাআল্লাহ।

শিয়ালকে ছাড়তে পারিনি। তাই আঙ্গুর ফল টক! (ক্রম ভালো না 😀 )

borrowed from netmaster

Level 0

ভাই আমি আপনের দলে জোগ দিলাম

ভাই আইডিএমতো পাইয় না আর বাংলা লেখা একটার উপর আর একটা এসে পরে
……………………………………………………………………………………………………
এর সমাধান পেলাম না তাই রিমভ

bhai jetai install dete jai koe
Chrome Web Store
The app is currently unreachable. ke korom

    ভাই এই সমস্যার সমাধান হলও প্রক্সি ইউজ করা, প্রক্সি ইউজ করার উপায় আমার পরের টিউন
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73571/
    এখানে আছে, প্রক্সি ইউজ করে চেষ্টা করুন, পারবেন। এই সমস্যার কারন হলও কিছু ইন্টারনেট প্রভাইডার সাইট ব্লক করে রাখে

Level 0

আমার ……………………………………………………………………………………………………..Chorome ………………….aaaaaaaaaaaaaaaaaaaaaa…………………………………………………………

Chrome Web Store
The app is currently unreachable

    ভাই এই সমস্যার সমাধান হলও প্রক্সি ইউজ করা, প্রক্সি ইউজ করার উপায় আমার পরের টিউন
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73571/
    এখানে আছে, প্রক্সি ইউজ করে চেষ্টা করুন, পারবেন। এই সমস্যার কারন হলও কিছু ইন্টারনেট প্রভাইডার সাইট ব্লক করে রাখে 🙂

Level 0

দেখায় কি করি কন তো…………..?????????????????

Level 0

Vai firefox er speed to chrome er theka beshi.Chrome er speed ki konovabe barano jay?

Level 0

URGROVE.COME ai site thakay movie kevabay download korbo,, plz help me someone

Level 0

ভায়া শুধুমাত্র একটা কারণে ক্রোম ব্যবহার করতে পারি না। লিনাক্সে ক্রোম ব্যবহার করতে গেলে বিভিন্ন বাংলা ব্লগের লেখাগুলো বাক্‌স বাক্‌স হয়ে যায়। কত চেষ্টাই না করলাম !!! কিন্তু আফসুস! একটা সমাধান দেন, আক্ষুনি ক্রোমে চলে আসি।

মনটা খারাপ হয়ে গেল।
আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক ।