ভিস্তার জন্য উপায় হল কন্ট্রোল প্যানেল এর problem Reports and solutions ইউটিলিটি ব্যবহার করা, কিন্তু এটিও সব সময় ভাল রেজাল্ট দেয় না।
খুব সহজ হল ডিভাইস নির্মাতা কোম্পানী বা ডিভাইস এর ব্যবহৃত চিপসেট কোম্পানীর সাইটে প্রবেশ করুন। সাধারনত এদের সাইট এর ঠিকানা গুলি পন্যের নাম বা চিপসেট অনুসারে হয়ে থাকে।
উদা: পন্যের নামানুসারে ইন্টেল এর সাইট ঠিকানা হল http://www.intel.com , Hp এর http://www.hp.com ।
আবার চিপসেট অনুয়ায়ী via chipset এর হল http://www.via.com.tw
এক্ষেত্র্রে google এর সাচ অপশন ব্যবহার করতে পারেন এই ভাবে: টাইপ করুন, Intel chipset সার্চ বাটনে ক্লিক করুন।
কোন কোন সাইট এর ঠিকানা পন্যের নামের সাথে মিল রেখে নাও থাকতে পারে। যেমন: mercury এর সাইট হল http://www.kobian.com
আমি নিজে এইসব কোম্পনীর তালিকা বানানোর একটা দু:সাহস করে ছিলাম, আমার এই প্রচেস্টা কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লিংক http://www.techpartner.we.bs/support.html
প্রত্যেকটা সাইট এই তাদের সাপোট নামে একটা লিংক থাকে। আপনি সাপোর্ট লিংককে ক্লিক করুন। এখানে কিছু কথা না বলেই নয়। সাপোর্ট পেইজ এর জন্য রিজনও একটা লক্ষ্যনীয় বিষয়। আপনি হয়তো আপনার ডিভাইস টা গালফ রিজন থেকে ক্রয় করেছেন, এখন এটার জন্য আপনি যদি এশিয়া রিজনে গিয়ে ড্রাইভার সফটওয়্যার খুজার চেস্টা করেন সেটা হবে পন্ড শ্রম। এখনকার সব সাইট এ এই রিজন সিলেক্ট করার ব্যবস্থা থাকে। যেমন: ডিলিংক এর DEF 520TX এর ল্যান ড্রাইভার Global রিজনে খুজলে কিচুই পাওয়া যাবে না। আবার একই জিনিস Asia রিজনে খুজলে সহজেই পাওয়া যাবে।
ধরে নিন তোশিবা এর ল্যাপটপের জন্য আমরা তাদের সাইট হতে ড্রাইভার ডাউনলোড করবো। এক্ষেত্রে ল্যাপটপের মডেল এবং নামটা নিন। যেমন : satellite A210 http://www.toshiba.com টাইপ করে সাইটে প্রবেশ করুন
এখন যে পেইজ প্রদর্শিত হবে উক্ত পেইজ হতে
এবার সবগুলি ভিভাইস এর ড্রাইভার এর লিস্ট প্রর্দশিত হবে। এখন এখান থেকে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিন।
থার্ড পাটি সফটওয়্যার আমরা মূলত ব্যবহার করবো ড্রাইভারের ব্যাকআপ বা ব্যাকআপ ড্রাইভার হতে রিস্টোর বা একই ধরনের ভিভাইসের ড্রাইভার অন্য কম্পিউটারে সেটআপ করার জন্য। এই কাজের জন্য Driver Genius Professional Edition বা এই জাতীয় অন্যকোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। http://www.driver-soft.com/download.html এই লিংক হতে ডাউন লোড করে নিন।
আমার সাজেশন হল এটাতেই টিক মার্কস দেওয়া, কারন windows এর অরজিনাল ড্রাইভার , windows সেটআপ করার সময় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। Next এ ক্লিক করুন। selest the backup type চারটি অপশন রয়েছে।
আপনার প্রয়োজনুসারে একটি অপশন সিলেক্ট করে , কোথায় তা স্টোর হবে browse করে দেখিয়ে দেন এবং save বাটনে ক্লিক করে next বাটনে ক্লিক করুন। finish বাটনে ক্লিক করুন।
25000 Windows Drivers For XP 2008
File-Size: 2 x 94,18 MB
( শেষ…… )
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
খুব ভাল একটি সিরিজ লেখেছেন। আর ইউআরআল এর সাথে আইকন দেওয়ার ব্যপারটা খুবই ভাল লেগেছে।