কপি, পেস্ট, এডিট, ক্রেডিট, অতঃপর…

অন্যের লেখা কপি-পেস্ট করার অসুবিধা অনেক, সুফলও কিন্তু কম নয় । যেমন- আজ আমি ইন্টারনেটে বাংলায় লেখছি, এর পেছনেও কপি পেস্টের যথেষ্ট অবদান আছে। আমার স্পষ্ট মনে আছে যখন প্রথম অভ্র দিয়ে বাংলা লেখি তখন ২ লাইন লেখতেও খুব কষ্ট হতো। তবে উৎসাহেরও কমতি ছিলনা। নিজের নামটা এরকম অক্ষরে দেখার আনন্দ অনেক। আর নিজের নামের সাথে যখন ভাল কোন লেখা জুড়ে দেওয়া যায় তখন সেটা মনকে খুব সহজেই আনন্দিত করে।

আমি যখন ইন্টারনেটে প্রথম বাংলা লেখা শিখলাম, ধুমায়ে কপি করতাম। ব্লগের পোস্ট, পত্রিকার খবর কিচ্ছু বাদ যেতনা। একটু ইন্টারেস্টিং মনে হলেই কপি করে নিজের ব্লগে রেখে দিতাম। আর অবাক হয়ে তাকিয়ে থাকতাম এটা আমার ব্লগ! এত সুন্দর! হোক না তা কপি পেস্ট, নিজের ব্লগে দেখতে তো সুন্দর লাগছে! যাহোক, এই কপি পেস্টের জন্য ২-৩ জনের কাছে দৌড়ানিও খেয়েছি। এরপর ধীরে ধীরে বুঝলাম অন্যের লেখা কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া উচিত না। অন্যের ব্লগ থেকে কপি পেস্ট করা যে পোস্টগুলো ছিল সেগুলো ড্রাফট করে ফেললাম। ততদিনে মোটামুটি বাংলা লেখা শিখে ফেলেছি কিন্তু পুরো পোস্ট লেখতে অনেক কষ্ট হতো।

যাহোক, অন্যের ব্লগ থেকে কপি পেস্ট করা বাদ দিলাম। আমার ব্লগও পোস্টের অভাবে ভুগতে থাকলো। শেষমেস পত্রিকা থেকে কপি পেস্ট করা আরম্ভ করলাম । যেমন একটা পোস্ট সম্ভবত এরকমও ছিল, "এই গরমে অতিষ্ট অমুক চিড়িয়াখানার একটা বানরের ছবি।" এরপর বিখ্যাত কবিদের কবিতা কপি পেস্ট করা আরম্ভ করলাম। এরপরও হঠাৎ একদিন দৌড়ানি খেলাম। দৌড়ানিটা ছিল মাহমুদ ফয়সাল ভাইয়ের কাছ থেকে। একটা কবিতার পর উনার ছবি ছিল সেখানে শিরোনামসহ আরও কিছু ব্যক্তিগত লেখা ছিল। বেকুব আমি সেটা না বুঝে সবগুলো একসাথে কপি করে ফেলেছিলাম। এখন অবশ্য ভাইয়া আমার সবচেয়ে একটিভ সহব্লগারদের একজন। আমাদের ব্লগীয় সম্পর্কও অনেক ভাল।

এভাবে একটার পর একটা হোঁচট খেতে খেতে অনেক কিছু শিখলাম। নিজেরও একটু উন্নতি হলো। নজর পড়লো টেকি পোস্টগুলোর দিকে। অন্যের লেখা টেকি পোস্টগুলোকে একটু ঘুরিয়ে নিজের মতো করে লিখে পোস্ট করতে লাগলাম। এটা বেশ ভাল একটা টেকনিক। কারণ ট্রিপস ট্রিকসের কোন কপিরাইট থাকেনা, সেটাকে নিজের মতো করে লিখলেই পোস্টটা নিজের হয়ে গেল।

পরবর্তীতে আরও উন্নতি হলো। ইংরেজী সাইট থেকে অনুবাদ করে পোস্টানো আরম্ভ করলাম। ততদিনে সম্ভবত পুরোপুরি ম্যাচিউর্ড হয়ে গেছি। নিজের আইডিয়াকেই মোটামুটি গুছিয়ে লিখতে পারি। অনেকগুলো সীমাবদ্ধতা মোটামুটি কাটিয়ে উঠেছি। যাদের পোস্টগুলো কপি পেস্ট করেছিলাম তাদের শুধু সরিই বলে এসেছি এতদিন, ধন্যবাদ দেওয়া হয়নি। আজ এই পোস্টের মাধ্যমে তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অগোচরেই আপনাদের পোস্ট কপি করে আজ নিজের থেকে লেখতে পারছি। অনেক অনেক সশ্রদ্ধ কৃতজ্ঞতা আপনাদের প্রতি।

আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল। ব্লগিং শুরুর একদম প্রথম দিকের ঘটনা। আমার ব্লগের (ওয়ার্ডপ্রেস ) সব ছাইপাশ লেখাও যে কেউ পড়ে সেটা সম্পর্কে আমার আইডিয়াই ছিলনা। "সুফিয়ান ডট কম" নিকের এক ব্লগার সামহোয়্যারইনে তার বিড়াল বিসিএস পরীক্ষা দিতে চায় এরকম শিরোনামে বিড়ালের বই পড়ার ছবি নিয়ে একটা পোস্ট দেন। পোস্টটা আমার ভাল লাগে। হুট করে নিজের ওয়ার্ডপ্রেস ব্লগে কপি করে ফেলি। এরপর এক আজব ঘটনা ঘটে। কোন এক ব্লগার যেন সুফিয়ান ভাইরে চোর বলে আমার ব্লগের পোস্টের লিংক দিয়ে বসেন। সুফিয়ান ভাই নিজেকে নির্দোষ দাবী করে আরও কিছু ছবি দেন এবং তিনিই যে পোস্টের আসল লেখক প্রমান করেন। পাবলিকের সব রাগ এসে পড়ে আমার উপর। ভয়ে পোস্ট ড্রাফট করে ফেলি আর সেখানে মন্তব্য করার সাহসও পাইনি। পরে অবশ্য সুফিয়ান ভাইয়ের কাছে মেইল করে ক্ষমা চেয়েছি আমি। তিনি আমাকে ক্ষমাও করেছেন। তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি।

এই ঘটনা থেকে একটা জিনিস শিখেছি কারও পোস্ট খুব ভাল লাগলে যদি কপি করি তাহলে তার অনুমতি নেওয়া উচিত, এবং অবশ্যই অবশ্যই ক্রেডিটের ঘরে তার নাম উল্লেখ করা উচিত। নাহলে হয়তো অনেক সুফিয়ান ভাইকে চোরের অপবাদ শুনতে হবে, পোস্টের মূল লেখক হিসবে অবশ্যই সেটা তার প্রাপ্য নয়।

যাহোক, যে কারণে এই পোস্ট লেখা সেই প্রসঙ্গে আসি। আজ হঠাৎ এক ফোরামে দেখলাম ২০০৯ সালে লেখা আমার এক পোস্ট একজন কপি করেছেন। শুধু তাই নয়, পোস্টে যে ছবি ছিল সেটায় তার নাম এবং তার সাইটের নাম লিখে দিয়েছেন। যেনতেন সাইট না, রীতিমতো টাকা দিয়ে ডোমেইন কেনা সাইট। খুব ভাল বুদ্ধি। নিজে অন্যের থেকে কপি করবে, কিন্তু এরপর আর কাউরে কপি করতে দেবে না। সাথে নিজের সাইটের একটু প্রচারণাও হয়ে গেল। হা... হা... হা... । উনাকে ছোট করা আমার উদ্দেশ্য না। সে কারণেই উনার নাম উল্লেখ করছি না। তবে উনার এবং আমার মতো আরও যারা এরকম কপি করতেন বা করেন তাদের প্রতি অনুরোধ প্লিজ কোন কিছু কপি করলে মূল লেখকের নাম উল্লেখ করুন। নাহলে হিরো হতে যেয়ে জিরো হয়ে যাবেন।

ব্লগে আমার একেবারেই অল্প কয়েকটা লেখা আছে। এগুলোও মাঝে মাঝে কপি হয়। সত্যি কথা বলি, লেখা কপি হতে দেখলে আমার বেশ ভালোই লাগে। মনে হয়, যাক আমার লেখাটা কারো ভাল লেগেছে তাহলে। ব্লগে আমার লেখার উপর কোন কপিরাইট বসাতে চাইনা আমি। আমার পোস্ট হোক ওপেনসোর্স, ঠিক অভ্রের মতো। তবে এই লেখার লেখক হবার অপরাধে (!) চোর সাজতে চাইনা আমি। আমার লেখা (ব্যক্তিগত ডায়েরী বাদে) ইচ্ছামতো কপি পেস্ট করুন, আমার কোন আপত্তি নাই। অনুরোধ একটাই কোন লেখা কপি করলে প্লিজ মূল লেখকের নামটা উল্লেখ করুন। মূল লেখককে তার প্রাপ্য সম্মান দিলে আপনার বা আমার সম্মান কমবেনা, বরং বাড়বে।

লেখাটা অনেক বড় করে ফেললাম বোধয়, মাফ করে দিয়েন। আসলে অনেকদিন পর লিখছি তো, কথা ধরে রাখতে পারিনি। হড়হড় করে সব কথা বলে ফেলেছি।

ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রনি ভাই অনেক দিন পর টিউন করলেন।
বাস্তব ধর্মি লেখা। আমি ও আমার ব্লগ কে উন্মুক্ত করে দিয়েছি।
আপনার সাথে কয়েকটা জায়গায় মিল আছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ

অনুরোধ একটাই- কোনও লেখা Copy করলে, Plz, মূল লেখকের নামটা উল্লেখ করুন…

রনি ভাই আপনার প্রোফাইল পিকচার নতুনটা আপলোড করা উচিত… আপনার বর্তমান চেহারার সাথে তেমন একটা মিলে না এটা… আর হ্যা ছোট-বড় সব লেখকই কিন্তু প্রথমে অন্যের লেখা কপি বা কাট-ছাট করে মোডিফাই করেই লেখা শুরু করেন… আমি-আপনি এবং টপটিউনার তথা বিশ্বের নামী-দামী ব্লগাররাও এর ঊর্ধ্বে নন… 😉

    ঠিকই বলেছেন আরিফ ভাই। ২-১ দিনের ভেতরই চেঞ্জ করবো।

    কথা ঠিক। 🙂

আমার পোস্ট হোক ওপেনসোর্স, ঠিক অভ্রের মতো
হা হা হা আমারও। শুভ হোক আপনার এই পথ চলা। 😀

Level New

শুধু কমেন্ট করার জন্যই লগইন করলাম।
ধন্যবাদ ভাই।
এই টিউনটির প্রয়োজন ছিল আগেই।
ভালো থাকবেন।

    অনেক অনেক ধন্যবাদ মেহেদী ভাই। দোয়া করবেন। 🙂

এই দিক নির্দেশনাটি নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ রনি ভাই।

    স্বাগতম অদৃশ্য ভাই। আমি কিন্তু আপনার লেখার ভকঃ)। 🙂

    "টেকটিউনস গুরু রনি পারভেজ আমার লেখার ভক্ত" – এটা কি করলেন রনি ভাই…এই অনুপ্রেরণায় তো আমার ঘুম হারাম হয়ে যাবার কথা…

    লজ্জা দিয়েন না ভাই। সত্যিই আপনার লেখা ভাল লাগে। ইদানিং লগ-ইন কম করি বলে তেমন একটা কমেন্ট করা হয়না।

ভাল লাগল ।

Level 0

আমার প্রথম কমেন্টস টি মুছে ফেলার জন্য ধন্যবাদ ।

    প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মন্তব্যটি মুছে ফেলা হয়েছে বলে। তবে মন্তব্যটি আমি মুছিনি, সম্ভবত টেকটিউনস থেকেই মুছে দেওয়া হয়েছে।

    তবে মোবাইল থেকে মন্তব্যটি পড়েছি আমি। এ ব্যাপারে আমার মন্তব্য আমি আন্তঃব্লগীয় রাজনীতিকে ঘৃণা করি। অনেক বড় একটা সাইট চালাতে গিয়ে মাঝে মাঝে দু-একটা সমস্যা হয়ই। এক্ষেত্রে টেকটিউনস একেবারেই দোষমুক্ত না। তবে কেউ যদি কুৎসা রটিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায় তখন ব্যাপারটা বেশ খারাপ আকার ধারণ করে। এই "Attention Seeking" কে ইগনোর করাটাই বেটার। অভিযোগ আর কুৎসার ভেতরও পার্থক্য আছে। কেউ অভিযোগ করলে সেটা সংশোধনের চেষ্টা করা উচিত আর কুৎসা রটাতে চাইলে তাকে ইগনোর করাই বেটার।

    আবার মন্তব্য করার জন্য ধন্যবাদ champs ভাই।

ভালো লাগলো ধন্যবাদ

    আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো রাসেল ভাই। শুভকামনা রইলো। 🙂

নতুন টিউনার হিসেবে ভালই লিখেছেন। চালিয়ে যান । আমরা আছি আপনার সাথে ।

    মালেক ভাই এইটা কি কইলেন!!! 😕 রনি ভাইরে চিনেন না না? উনার টিটিতে ৭৭ টিউন হয়ে গেসে… 8)

    আব্দুল মালেক ভাই আপনার টিউন টা কাকে মিন করা !!!
    এটা রনি ভাইয়ের টিউন। যার টেকটিউন প্রফাইল অনেক ভারি (77 টিউন / 994 মন্তব্য)
    আর রনি ভাই টেকটিউন'স এর Tune Roundup Manager।
    আপনি হয়ত ভুল করছেন। বুঝে শুনে কমেন্ট দিবেন আশা করি।

    নতুন টিউনার কেডা গো??????????? 😀 মাঞ্জা মাইরা হাসতে মঞ্চাইতেছে 😆

    সহমত ফেসবুক গুরু ।আব্দুল মালেক সাহেবের কমেন্ট দেইখা একেতো রাগ লাগে আবার হাসি ও পায়…

    সাথে থাকার জন্য ধন্যবাদ আব্দুল মালেক ভাই। 🙂
    আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।

    @নিশাচর নাইম ,
    উনি হয়তো খেয়াল করেননি। যাহোক, ব্যাপারনা। 🙂

    @Taher Chowdhury Sumon ,
    আরে নাহ। বাদ দেন। ভুল হতেই পারে। আর এই বছরে হিসাব করতে গেলে আমি নতুনই। মাত্র কয়েকটা টিউন লিখেছি।

    @ফেসবুক গুরু , 😀

    হ্যা সেটাই হবে, উনি হয়তো খেয়াল করেন নি…

    "রনি ভাই বলে নতুন" হেক হেক মালেক ভাইয়ের কথা শুইনা ৩২ দাঁত বের হয়ে গেল

আমারো কিছু পোস্ট কপি-পেষ্ট হচ্ছে…লেখা কপি করতে পারেন যে কেউ তবে লেখকের নাম দিলে কোন কিছুই মনে করার কথা না…

কি বলবো ভাই? কয়েকদিন আগে এখানে "ডিজিটাল হৈমন্তী" নামে একটা লেখা প্রকাশ করেছে "পথের পথিক"। তা আমার ভাল লেগেছে। আমি আমার ফেসবুক গ্রুপে (https://www.facebook.com/home.php?sk=group_156781311047707&ap=1) তার নাম সহ লেখাটি দেই। সেটা এখানেও কমেন্টে জানাই। কিন্তু তারপর দিন মুরাদুল ইসলাম নামে (http://muradulislam.blogspot.com) একজন আমাকে মেসেজ করে লেখাটি নিয়ে। প্রথমে দুইজনেই দুইজনকে ভুল বুঝি। পরে জানতে পারি তিনি লেখাটির মালিক। আর পথের পথিক কপি করে প্রকাশ করেছে।

    মুরাদ ভাইয়ের লেখাটাও আমি পড়েছি। পথের পথিকেরটাও পড়েছি। পথের পথিকের ফিনিশিংটা বোধয় একটু অন্যরকম ছিল। আসলেই যদি তিনি সেটা অনুমতি ছাড়া কপি করে থাকেন, তাহলে বোধয় সেটা ঠিক করেননি।

এ ব্যাপারে আমারও একটা টিউন আছে বইলা মনে পড়লো>>

আমি কপি পেষ্ট কইরা দিমু। কি করবি কর!!
https://www.techtunes.io/reports/tune-id/24214/

*****************************************************************************
তবে রনি ভাই, আপনার লেখাটা বিশেষ সুবিধার লাগলো না 🙁 এখানে আপনি নতুন টিউনার দের মাঝে কি ধরনের শিক্ষা দিলেন? আমার তো মনে হইলো আপনি বলতে চাইতেছেন, "নে বাবারা, তোরা পোষ্ট কর, কপি/ পেষ্ট মাইরা পোষ্টা ইচ্ছা মত ! আগে চুরি কইরা হাত পাকাই নে। এরপর কপি করা পোষ্ট রে এদিক সেদিক কইরা পোষ্ট কর…."

কিছু মনে লইয়েন না। আমার তো এরকম ই লাগলো…

    না ভাই। প্রথমেই কপি পেস্ট করতে চাইলে আমি মূল লেখকের অনুমতি নিতে বলেছি। শুধু আমার লেখা কেউ কপি পেস্ট করলে সেক্ষেত্রে শুধু নাম উল্লেখ করলেই চলবে এটাই আমার বক্তব্য। লেখকের অনুমতি ছাড়া কখনোই কপি পেস্ট করা উচিত নয়।

    আর টিপস ট্রিকস নিজের মত করে লেখা যেতেই পারে। যেমন ধরুন অমুক সাইটে অমুক পাওয়া যায়। এই তথ্য নিয়ে যদি হাজার জন হাজার রকম করে পোস্ট লেখে তাহলে অসুবিধা কি? অথবা ওমুক সফটওয়্যার ইন্সটলের পদ্ধতি। কোন সফটওয়্যার ইন্সটলের হাজারটা পদ্ধতি নেই নিশ্চয়ই। এক্ষেত্রে একটা পদ্ধতিকেই নিজের মতো করে লেখতে হয়। আর আপনার পোস্ট পড়ে এই পদ্ধতি শেখার পর যদি আমি সেটা নিজের মতো করে লেখি তাহলে সমস্যা কি?

    ওভাবে ধরতে গেলে অনেক সমস্যা। কেউ মায়ের পেট থেকে কিছু শিখে আসেনা। অন্যের কাছ থেকেই অনেক কিছু শিখতে হয়, সে আবার আরেকজনকে শেখায়। ধরুন, কোন ইংরেজী সাইট থেকে কিছু শিখে বাংলায় সেটা লিখলাম। এটা কিন্তু কপি পেস্ট না। অনুরুপ কারও কাছ থেকে বাংলায় কিছু শিখে নিজের মতো করে লেখাটাও নিশ্চয়ই কপি পেস্ট না।

    এতবড় মন্তব্যের জন্য ধন্যবাদ ফেসবুক গুরু।

    Level 0

    ফেসবুক গুরু আপনার লেখা গুলো পড়ে খুব ভাল লাগে আপনার লেখা অনেক দিন ধরে দেখিনা । আশা করি শিঘ্রই আপনার টিউন পড়তে পারব । @ রনি ভাই দুঃখিত ওপরের কমেন্টস এর জন্য । দয়া করে ক্ষমা করে দিবেন ।

    আরে ঠিক আছে। 😀 এত দুঃখ পেলে চলে নাকি! 😀

অনেক ভাল লাগল ।
এখন থেকেই আপনার টিউন কপি পেষ্ট করা শুরু করে দেই কি বলেন ? তবে টিউন না আপনার চমৎকার লেখনী স্টাইল 😀
ধন্যবাদ ।

♥ ♥ ♥ 😀 😀 😀 হেক হেক খুভ ভালো লাগলো।

আমাদের মনটা অনেক বড় করতে হবে। কেউ যদি যার ব্লগ তার নাম ঠিক রেখে কপি পেষ্ট করে তাহলে দোষের কি?? তবে নাম পরিবর্তন করাটা অন্যায়।

আল্লাহ রে! এতক্ষন ধইর‍্যা কি বকবক করলাম আমি! http://bograexpress.blogspot.com/2011/05/blog-post_5367.html

    আরে ! এইটাই তো আমি দেখাতে চেয়েছিলাম !
    (অফটপিকঃ ফেসবুকের অটোমেটিক আপডেট করা ধর্মগ্রন্থের বাণীগুলো পারলে আবার চালু কইরেন। প্রতিটি জীবিত প্রাণীর জন্য অপেক্ষা করছে ভয়ংকর মৃত্যুর কষ্ট।")

    Level 0

    ভাই link টাতে ঢুকতেছেনা।কি করলে ঢুকবে?জানলে জানাবেন প্লীজ!!!

    হা হা হা হা, হাসতে হাসতে মইরা গেলাম

    @মাসপি,
    আবার চালু করে দিলাম।
    @mahmud006,
    লিংকের উপর ক্লিক করলেই তো হবার কথা।

      আরেকটা জিনিস খেয়াল করেছেন কি?
      ১ জুন, ২০১১
      Tuesday, May 31, 2011

      আমারেই চোর বানায়ে দিলেন উনি।

    Level 0

    allah shobaike hedaet daan korun , amin khub e moja pailam

এখন আমারও ইচ্ছে করতেছে কপি পেস্ট শুরু করি এবং আপনার লেখা দিয়েই। কি বলেন রনি ভাই। 😀