আমার মত অলস হলে মাত্র ৮kb এর সফটটি ব্যবহার করে দেখতে পারেন!!!

আসসালামুয়ালাইকুম,আশা করি সকলেই ভালো আছেন।এই টিউন যদি আগে কেউ করে থাকে তাহলে তার কাছে ক্ষমাপ্রাথি।আজ আমি আপনাদের জন্য CD Drive এর ১টা ছোট সফট শেয়ার করবো।আমি একটু অলস প্রকৃতির ছেলে,তাই কিভাবে চেয়ারে বসে পিসি এর কাজ করবো তাই চেষ্টা করি।আমার টেবিল থেকে CPU টা ১টু দূরে,তাই CD Drive open করতে আমাকে বারবার উঠতে হত,তাই খুজতে লাগলাম কিভাবে বসে এই কাজ টা করা যাই।খুঁজতে খুঁজতে একদিন এমন ১টা পোর্টেবল সফট পেয়ে গেলাম,যা দিয়ে বসে বসে CD Drive open & eject করা যাবে।আপনি শুধু ডাবল ক্লিক করে CD Drive open&eject করতে পারবেন।সফটটির সাইজ মাত্র ৩২kb(download size 8kb)।আমার মতো আপনি ও যদি অলস হোন তাহলে try করে দেখতে পারেন।
ডাউনলোড এর জন্য এইখানে ক্লিক করুন

Level 0

আমি সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবসময় সকলকে সাহায্য করতে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অলস না তবুও ব্যবহার করবো। ভাল থাকবেন।

    কর্মঠ হওয়া ভালো,ধন্যবাদ comment এর জন্য

ধন্যবাদ ভাই, আমার কাছে আগেই ছিল।

Level 0

ধন্যবাদ ! তবে দূর থেকে CD পরিবর্তন করার একটা সফটওয়ার দিলে ভালো হতো না !

    চেস্টা করবো,তবে আপনাকে ও ধন্যবাদ comment এর জন্য.

ভাই,এটি অপ্রয়োজনীয় সফট।কারন সুবিধাটি কম্পিউটারেই আছে।

    Level 2

    eject করা যায় জানতাম। close করা যায় নাকি soft ছাড়া? জানলে প্লিজ জানাবেন।

    আমি যতদূর জানি পিসি থেকে eject করা যায়,open করা যায় না,আপনি যদি জেনে থাকেন তাহলে শেয়ার করতে পারেন,ধন্যবাদ

Level 2

আমার একটু সন্দেহ ছিল এটা windows 7 এ কাজ করে কিনা। কারন আমি আগেও যত eject & close software দেখছি তা windows 7 এ কাজ করে না। but এটা করল। thnx

    কাজ করতেই হবে।ধন্যবাদ কমেন্ট এর জন্য।

CD rom open hoy but close hoy na. rar password recovery kora jay kibabe jodi janen please shara din.

    সবার তো হল।আপনার কেন হলনা তা বুঝতেছিনা। :O :O

ভাই এটা কি Computer Source Ltd. এর তৈরি.

    আমি তো নেট থেকে পাইসি,তাই বলতে পারছিনা। 🙁 🙁

Level 0

অলসের খাতায় আমিও নাম লিখালাম। 😀

    আমি ছাড়া ও দেখি অলস আছে,ধন্যবাদ। 😀 😀

ভাল! মোবাইল দিয়ে মন্তব্য করলাম।

    ভালোই করলেন,এইভাবে সবাই যদি মোবাইল দিয়ে মন্তব্য করার চেষ্টা করে তাহলে মন্তব্য ও বেশি পরবে,টিউনার ও উৎসাহিত হবে।ধন্যবাদ।

somadhan vi kaj hoi che amar cd rom ta jam chilo. Thank's

    আপনার কাজ হওয়াই আমার কাছে ও ভালো লাগসে।ধন্যবাদ।

Level New

Nero থাকলে exit এবং close দুটুই কাজ এক সাথে করতে পারবেন। এ জন্য আপনাকে nero ওপেন করে Extras > Cortrol Drives's Speed অপশনটি ব্যবহার করতে হবে।

যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের Nero থাকার কথা।

আপনি এক বার Nero ওপেন করে ওপরের কাজটা একবার করলেই হবে। তারপর Nero আর ওপেন করার ধরকার হবে না। তারপর দেখেন taskbar এর মধ্যে চলে এসেছে। এখন Nero close করে দেন। এখন taskbar থেকে আপনি সব সময় ব্যবহার করতে পারবেন যতক্ষণ না আপনি কম্পিউটার Shutdown না ক্রবেন।

ধন্যবাদ সকলকে মন্তব্যটি পরার জন্য।

    ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য।আমি কিন্তু Nero ইউস করি না। 😀

Level New

অলস মস্তিষ্কে শয়তানের কারখান, দুঃখিত আবার এ কথাটা মনে করে দেওয়ার জন্য।

    তা জানি 😀 , তবে আমি যেহেতু বাঙালি তাই "বাঙালি জাতি আরামপ্রিয়" এই তথ্যে বিশ্বাসী।

nice

CD rom open hoy but close hoy na ?