উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফাইল ডিফ্রাগ করতে

উইন্ডোজ সেটআপের অনেকদিন পরেও পিসির পারফরম্যান্স ধরে রাখতে হলে আপনাকে স্ক্যানডিস্ক বা ডিফ্রাগমেন্টের মতো কাজগুলা নিয়মিত করতে হয়।এটি প্রায় সবারই জানা।কিন্তু সমস্যা হচ্ছে উইন্ডো নিজে তার সিস্টেম ফাইল যেমন পেজ ফাইল বা রেজিস্ট্রি ডিফ্রাগ করতে পারে না।এজন্য সাধারণত আমরা অন্য কোনো ইউটিলিটি সফটওয়ারের সাহায্য নেই।তবে চাইলে আপনি উইন্ডোজের সহায়তা নিয়েই এই কাজ সেরে নিতে পারেন।
*এজন্য প্রথমে Download সাইটটি থেকে পেজডিফ্রাগ টুলটি ডাউনলোড করে নিন।এটি সিসইন্টারনাল কর্তৃক বানানো মাইক্রোসফটেরই একটি ইউটিলিটি টুল।এটি মূলত কম্পিউটার বুট হবার সময়ই আপনার সিস্টেম ফাইল ডিফ্রাগ করার কাজটি সেরে নেয়।
*ইন্সটল করার পর এপ্লিকেশনটি চালু করলে আপনি সিস্টেম ফাইলগুলোর একটি তালিকা দেখতে পাবেন।ডিফ্রাগমেন্ট কন্ট্রোল মেনু থেকে Defragment at next boot অপশনটি সিলেক্ট করুন।এখানে আরেকটি অপশন Defragment every boot থাকলেও তা নির্বাচন না করাটাই হবে বুদ্ধিমানের কাজ।

221.png

*এরপর পিসি রিস্টার্ট দিলে উইন্ডোজ চালু হবার সময়ই ডিফ্রাগমেন্ট প্রসেস শুরু হবে।আপনি চাইলে যেকোনো কী প্রেস করে ডিফ্রাগমেন্ট নাও করতে পারেন।

 231.png

*আর চাইলে এপ্লিকেশনটি ওপেন করে Don’t defragment(uninstall) সিলেক্ট করলেই এটি মুছে যাবে আপনার পিসি থেকে।

241.png
তবে মনে রাখবেন এটি কিন্তু পূর্ণাংগ ডিফ্রাগমেন্ট ইউটিলিটি নয়।শুধু সিস্টেম ফাইলের জন্যই এটি কার্যকরী।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস