চমত্‍কার একটি পিটিসি সাইট যেখান থেকে সঙ্গে সঙ্গে পেআউট করতে পারবেন

আমি একটি সাইট পেয়েছি, অনলাইনে পিটিসি থেকে নাকি অনেকেই আয় করছে, আবার অনেক ব্লগারকে বলতে শুনি এগুলোতে কাজ করা সময় নষ্ট৷

মুলত পিটিসি সাইটগুলো থেকে আয় করতে হলে প্রয়োজন প্রচুর ধৈর্য, এবং প্রয়োজন রেফারেল লিংক অনলাইনে প্রমোট করা, অনলাইনে প্রমোট করার জন্য জানা জরুরী অনলাইন মার্কেটিং, সে যাই হোক কেহ যদি পিটিসি থেকে ভাল টাকা আয় করতে চায় তাহলে তার উচিত্‍ হবে একই সঙ্গে অনেকগুলো পিটিসি সাইট নিয়ে কাজ করা, একজন লোক যদি মাত্র নির্ভরযোগ্য ৩০ টি সাইট নিয়ে কাজ করতে পারে ধের্য নিয়ে তাহলে প্রতিদিন যদি প্রত্যেকটি সাইট থেকে সাতটি করে এ্যডও আশাকরি তাহলে প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা নেই৷ তারপরও কিছু সাইট হয়ত নতুন আশাকরি সঠিক গাইডলাইন দেওয়ার৷ যাই হোক আজকে একটি নির্ভরযোগ্য পিটিসি সাইট নিয়ে আমি উপস্থিত হয়েছি, সাইটটি থেকে আমি টাকা পাচ্ছি এবং আমার স্টুডেন্ট যারা তারাও টাকা পাচ্ছে তাই এই ইনফরমেশনটি দেয়া আমার নিকট নৈতিক দায়িত্ব মনে হল, সাইটটিতে ফ্রি সাইনআপ করলে প্রতিদিন ১০/১৫টি এ্যড আসবে, প্রতি ক্লিকের ভিত্তিতে তারা দিচ্ছে এক সেন্ট, রেফারেল ক্লিক থেকে আয় করার সুযোগ রয়েছে, আপগ্রেট হলে তারা প্রতিদিন এ্যড দিবে ৫০টিরও উর্ধে, প্রতি ক্লিকে দিচ্ছে দুই সেন্ট, এলার্টপেতে দুই ডলার হলে কেসআউট দেওয়ার সঙ্গে সঙ্গেই এলার্টপেতে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে আসার সুযোগ রয়েছে, পেপালে মাত্র ৫ সেন্ট হলেই তারা পেআউট করে৷ নিচে লিংক দিয়েছি, এই লিংক ব্যবহার করে সাইনআপ করতে পারেন, আমার লিংক ব্যবহার করে সাইনআপ করতে ইচ্ছুক না হলে আমার লিংক কেটে দিয়ে সাইন আপ করুন কারন আমি রেফারেল লিংক প্রচার কিছু টাকা ইনকামের উদ্দেশ্য নিয়ে অনলাইনে আসি না, আমার উদ্দেশ্য মানুষকে সঠিক গাইডলাইন দেয়া, যদি বেচে থাকি খুব শিঘ্রই আমি টেকটিউনসে ধারাবাহিক আলোচনা শুরু করব আউটসোর্সিং এর উপর, এ্যডসেন্স, ফ্রিল্যান্সিং, এসইও, লিংক বিল্ডিং ও এ্যফেলিয়েট মার্কেটিং এর উপর মোট ৫০ টি আর্টিক্যল পেশ করার সম্ভবনা রয়েছে, আপনারা উপকৃত হলে আমার প্রচেষ্টা সার্থক

Payment Proof Here

http://bdcareer.blogspot.com/p/ready-blog-with-adsense.html


Level 2

আমি এমডি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Live in Dhaka. Profession Laptop & Computer Business, Domain Hosting Provider, Web Design House


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, লিংক ত নাই, ডেট!