কম্পিউটারে কোনো কাজ করার সময় উঠে কোথায় গেলে আমরা সাধারণত মনিটর ছেড়েই যাই।কিন্তু আমরা যদি এই সময়টা মনিটর বন্ধ রাখি তাহলে কিন্তু মূল্যবান বিদ্যুতের সাশ্রয় সম্ভব।আর তাই আজ আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে কিবোর্ড দিয়ে মনিটর বন্ধ করা যায় এই উপায়।আশা করি এর সদ্বব্যবহার আপনারা করবেন।
*প্রথমেই Download সাইটটি থেকে nircmd নামক টুলটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে নিন।
*এবার উইন্ডোজের ডেস্কটপে রাইট ক্লিক করে Shortcut সিলেক্ট করুন।এরপর টুলটি যেখানে ইন্সটল করেছেন সেটি দেখিয়ে দিন এভাবে-"C:\path\to\nircmd.exe" cmdwait 1000 monitor off
এখানে “ ” চিহ্নের মধ্যে লোকেশন উল্লেখ করতে হবে এবং পরের অংশটুকু মনিটর বন্ধ করার কমান্ড,যাতে বুঝানো হয়েছে ক্লিক করার ১ সেকেন্ড পর মনিটর বন্ধ হবে।
*এরপর আপনাকে এই শর্টকাটটির জন্য একটি নির্দিষ্ট কি জানিয়ে দিতে হবে যেটি প্রেস করলে শর্টকাটটি কাজ করবে।
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
This system is better. Thanks for this tunes.