আর ভুলবেন না কোনো পাসওয়ার্ড! (নতুনদের জন্য)

এখন থেকে আপনি আপনার কম্পিউটার এ সেভ করা করা কোনো পাসওয়ার্ড আর ভুলবেন না। কেন জানেন? কারন, এই ৪৭ কিলোবাইট সাইজ এর সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর Winrar দিয়ে extract করলে password নামের একটা ফাইল পাবেন।

২। ফাইলটিকে double click করলে নিচের মত একটি উইন্ডো আসবে।

৩। এখানে File name ঘরে আপনার একটি নাম দিন এবং Save as type ঘরে Password Store সিলেক্ট করে Save বাটন এ ক্লিক করুন (নিচের ছবিটা দেখুন)

৪। Save বাটন এ ক্লিক করলে Select New Password for Store নামের একটি উইন্ডো আসবে।

৫। এখানে Password ও Confirm ঘরে পরপর একই পাসওয়ার্ড দিন এবং OK করুন।

৬। এরপর Roadkill's Password Store v1.01 (c) 2005 নামের একটি উইন্ডো আসবে।

৭। সেখানে Description, Password Type, User Name, Password (server address, port number and comments লিখতে হবে না।) দিয়ে Ok করুন।

৮। এরপর Store File টি যেখানে সেভ করেছিলেন, সেখানে গিয়ে ফাইল টি Double click করুন।

৯। Show Password এ ক্লিক করুন এবং আপনার সেভ করা পাসওয়ার্ড দেখুন।

ধন্যবাদ সবাইকে। 😉

ঘুরে আশ্তে পারেন আমার Lyric সাইটে...

Lyricsdemon.wordpress.com

Level 2

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলোজি + ❤ = আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই keepass থাকেত এইটা কেন?? keepas অনেক ভাল।

    ধন্যবাদ শুভ ভাই। হ্যাঁ, keypass(http://keepass.info/) থাকতে Password Store দরকার নেই। তারপরেও, নতুন পেলাম ত, তাই সবার সাথে শেয়ার করার জন্য লিখা।

    আপ্নাকেও ধন্যবাদ ভাই…

    ওয়েল্কাম 😉

    আপ্নাকেও ওয়েল আশুন

Level New

mobile no,web site name,address kibabe save kora jiai?kono soft aca?

    থাকার ত কথা। আমি পেলে অবশ্যই সেয়ার করব… 😉