Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৪)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৩)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-২)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-১)

 

আপনার কম্পিউটারের মাউসের গতি বাড়িয়ে নিন ।

--> Start এ লিখুন mouse এবং mouse লেখার উপর ক্লিক করুন ।

--> চিত্রের মত করে Double-click speed বাড়িয়ে নিন । ফুল করার দরকার নেই দু’ দাগ মত বাড়ান । তারপর Pointers tab এ ক্লিক করুন ।

--> এখান থেকে আপনি আপনার নিজের মন মত Mouse Pointers গুলো পরিবর্তন করতে পারবেন । যেটা পরিবর্তন করবেন সেটা select করে Browse এ ক্লিক করে আপনার পছন্দের Pointer টি select করে Apply করুন । এভাবে আপনি প্রতিটাই পরিবর্তন করতে পারবেন । যদি Busy পরিবর্তন করতে চান তাহলে Busy select করে Browse এ ক্লিক করে একই নিয়মে পরিবর্তন করুন । এবার Pointer Options tab এ ক্লিক করুন ।

--> Select a pointer speed দু’ দাগ বাড়িয়ে দিন । Automatically move pointer to the default button in a dialog এর ঘরে টিক দিতে পারেন তাহলে Automatically কার্সর সম্ভাব্য স্থানে চলে যাবে । সবশেষে Apply করে ok করুন ।

--> এবার Thumbnail এর গতি বাড়ান । Thumbnail বলতে কোন Program চালু থাকা অবস্থায় Taskbar-এ সেই Program এর উপর মাউস রাখলে যে ছবি ভেসে ওঠে । Start এ গিয়ে লিখুন regedit তারপর Enter চাপুন । তারপর ডাবল ক্লিক করতে থাকুন HKEY_CURRENT_USER > Control Panel > Mouse ডানদিকে MouseHoverTime এর উপর ডাবল ক্লিক করে Value data এর ঘরে মান দিন 100 অথবা 90 ।  ok করে Registry Editor Exit করুন । আপনার কাজ শেষ ।

Level 0

আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস