আস-স্লামুআলাইকুম
কেমন আছেন সবাই? আমি আপনাদের দোওয়ায় আর আল্লাহর রহমতে ভাল আছি। আজকে যে টিউনটা করছি এটা টেকটিউনস এর কোন পাতায় আছে কিনা তা আমার জানা নাই। যদি থাকে তাহলে মাফ করবেন। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসলাম।
অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে টেক্সট টু ভয়েস কনভার্টারের দরকার হয়। কিন্তু তখন তা আমরা পাইনা। আর পেলেও তার দাম দেখে আমরা কিনতে পারিনা। আবার আমাদের সবার বাসায় ইন্টারনেট কানেকশানও থাকেনা। এজন্য আপনি নোটপ্যাড দিয়েই একটা টেক্সট টু ভয়েস কনভার্টার তৈরী করে নিতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে তা নিচে উল্লেখ করলাম:
প্রথমে নোটপ্যাড চালু করুন।
এবার নিচের কোড গুলো লিখুন:
Dim msg, sapi
Set sapi=CreateObject(“sapi.spvoice”)
msg=InputBox (“Right anything in this box and click OK.”,”Text to Voice Converter”)
sapi.Speak msg
এবার ফাইলটিকে Text to Voice Converter.vbs নামে সেভ করুন।
এবার কোন টেক্সট কনভার্ট করতে হলে Text to Voice Converter.vbs চালু করুন। এবার টেক্সট বক্সে টেক্সট লিখে OK তে ক্লিক করুন।
পোস্টটি এখানে প্রথম প্রকাশিত। আর ভাল লাগলে আমার ফেসবুক পেজে একটা লাইক ভোট দিয়েন। পোস্টটি ভাল লাগুক আর নাই বা লাগুক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ছিল। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।