সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। আজকে আমি দেখাব কিভাবে কোন ড্রাইভ/পেন ড্রাইভ/ফোল্ডার এর আইকন চেইঞ্জ করতে হয়। এর জন্য প্রথমে আপনি জেই ছবি দিতে চান সেইটি icon(*.ico) ফরম্যাট এর হতে হবে। এটা করার কিছু পদ্ধতি আছে। আমি এখানে তার মধ্যে ২ টি দেখাচ্ছি।
১) ইন্টারনেট বাবহারকারিরা খুব সহজে আপনার পছন্দের picture টা সরাসরি .ico এ convert করতে পারবেন। recommanded picture size 32*32 pixel. but এর চেয়ে বড় হলেও প্রবলেম নাই। আমি নিজেও 60×39pix এর ছবি ইউস করসি। এজন্য http://converticon.com/ এ গিয়ে আপনার ইমেজ টি কনভার্ট করুন।
২) এই পদ্ধতি টা photoshop 7 এর জন্য। photoshop সাধারণত .ico ফরম্যাট support করে না। এজন্য একটা plugin ইন্সটল করতে হবে। plugin টা এই সাইট এ পাবেন ।
Plug-in টি ডাউনলোড করে কপি করে photoshop এর ফোল্ডার এ ঢুকে Plug-Ins>Adobe Photoshop Only>File Formats এ paste করে দিন। এরপর আপনি আপনার পছন্দের ইমেজ টি ফটোশপ দিয়ে ওপেন করে resize করে সেভ করুন Windows Icon(*ico)
ফরম্যাট এ।
*icon file এ কনভার্ট করতে হলে ইমেজ টি 100px এর নিচে নিয়ে আসা ভাল।
তো হয়ে গেল আপনার ইমেজ রেডি। এখন যেই ড্রাইভ এর আইকন হিসেবে ইমেজ টি ইউস করতে চান সেই ড্রাইভ এ ইমেজ টি কপি করে নিন।
প্রাথমিক কাজ তো শেষ হল। এখন ইমেজ টি কে ইউস করতে হবে তা দেখাব। এজন্ন প্রথমে notepad খুলুন। সেখানে লিখুনঃ
[AUTORUN]
Icon=tech_no.ico
এই কোডটি। এক্ষেত্রে Icon=(এখানে আপনার *.ico ফাইল টির নাম লিখবেন) তারপর save করুন autorun.inf এই নামে।
*ফাইল টি default হিসেবে *.txt এ save হবে। তাই save as type এ all files সিলেক্ট করে দিতে হবে।
এবার যেই ড্রাইভ এ icon টা দিতে চান সেখানে autorun.inf ও *.ico (দুইটা ফাইল) কপি করে নিয়ে যান। হার্ড ড্রাইভ এর ক্ষেত্রে pc restart করুন। এবং পেন ড্রাইভ এর ক্ষেত্রে পেন ড্রাইভ টি খুলে আবার লাগান। দেখবেন আপনার ড্রাইভ এর আইকন পালটে গিয়েছে।
প্রয়জন মত autorun.inf & *.ico ফাইল টি hidden করে রাখতে পারেন। এই autorun.inf আপনাকে virus autorun হওয়া থেকে সুরক্ষা দেবে। পেন্ ড্রাইভ এ ক্লিক করলে virus কেন automatically run হয় জানেন? কারন এই autorun.inf ফাইলে code হিসেবে virus এর নাম দেয়া থাকে। তাই ড্রাইভ এ ক্লিক করলেই virus autorun হয়ে যায়। আপনি আগেই একটা autorun.inf বানিয়ে রাখলে আর virus automatically লাগবে না। SO THIS GIVES YOU LITTLE BIT PROTECTION ALSO!!!
প্লিজ আপনারা comment করুন। feedback দিন। কোন ভুল হলে ধরায় দিয়েন যেন নেক্সট টাইম ঠিক করে করতে পারি।
>>>tech_no<<<
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেই একটা autorun.inf বানিয়ে রাখলে আর virus automatically লাগবে না।
এটা সম্পুর্ন ঠিক না। নিজে একটা অটোরান বানিয়ে রাখলেই হয়না। এই কাজের জন্য অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে একটা ফাইল তৈরী করা হয় যেটা কোনোভাবেই মডিফাই করা সম্ভব না।
Tile ভিউ তে আইকন সাইজ ৪৮*৪৮। টাস্কবারে যেটা দেখায় সেটা ১৬*১৬। Small view তে ৩২*৩২। Large ভিউ তে ৯৬*৯৬ বা ১২৮*১২৮। তাই ico ফাইল এ সকল সাইজ এর আইকন ইন্টিগ্রেট করা নেওয়া দরকার নাতো খারাপ দেখাবে, আইকন ফেটে যাবে।
ভালো টিউন। ধন্যবাদ