Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৩)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৪)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-২)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-১)

কাজ নং-১:

Windows Explorer / Computer Open করার জন্য বারবার Start এ যেতে হয় । আপনি এটি Desktop এর উপর রাখতে পারেন । Start এ গিয়ে Computer এর উপর ডান বাটন ক্লিক করে Show on Desktop এ ক্লিক করুন ।

কাজ নং- ২:

মাঝে মাঝে Disk Cleanup করবেন নতুবা File জমা হয়ে হয়ে অনর্থক Hard Disk এর জায়গা দখল করে রাখবে তাতে করে আপনার PC স্লো হয়ে যেতে পারে । এজন্য Start এ গিয়ে disk লিখে Disk Cleanup এর উপর ক্লিক করুন । পরের বক্সে আপনাকে Drive Select করতে বলবে । আপনি যে Drive এ Windows Setup দিয়েছেন সেটি করুন এটি ডিফল্টভাবে Select করাই থাকে । ok করুন তারপর যে বক্স আসবে সেখানে আপনি কতটুকু ফাইল জমা হয়েছে তার স্ট্যাটাস দেখতে পারবেন । যেগুলো Delete করবেন তার বক্সে টিক দিয়ে ok করুন ।

--> Delete Files এ ক্লিক করুন ।

কাজ নং- ৩:

Windows 7 এ Default ভাবে Menu bar সিলেক্ট করা থাকেনা । Computer open করুন বামদিকে Organize > Layout > Menu bar সিলেক্ট করুন ।

কাজ নং- ৪:

প্রত্যেক Folder এবং File এর পাসে টিক মার্ক করতে পারবেন । এটা করলে আপনাকে আর Ctrl ধরে সিলেক্ট করার দরকার হবেনা । এজন্য Menu bar থেকে Tools > Folder options > View tab ক্লিক করে নিচের দিকে Use check boxes to select items এর ঘরে টিক দিয়ে Apply করে ok করুন ।

Level 0

আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভালো হচ্ছে।
http://www.aptctg.com

Level 0

জটিল হইছে ভাই…।

Level 0

ভাই খুব ভাল হচ্ছে……চালিয়ে যান

Norton ghost boot cd diya ki babe windows setup deya jai akto bolben pls?