Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-২)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৪)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৩)

Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-১)

##. Windows 7 এ Default ভাবে কিছু কনফিগার করা থাকেনা । সেগুলো নিজে থেকে করে নিতে হয় । এগুলো যারা জানেন তরাতো জানেনই । আর যারা জানেন না তারা আমার এই টউনগুলো দেখে দেখে করে নিতে পারেন । তাতে বরং অনেক সুবিধাই হবে ।

কাজ নং-১:

Desktop এর উপর Programe এর Shortcut Icon গুলো থাকে তাতে করে Desktop এর সৌন্দর্য নষ্ট হয় । আপনি চাইলে যেকোন Program এর Shortcut Icon গুলো Taskbar এর উপর রাখতে পারেন ।

কাজ নং-২:

কোন Software Install করতে গেলে মনিটর ঝাপসা হয়ে যায় এবং Yes করতে বলে যদি এটা না চান তাহলে Start এ গিয়ে লিখুন uac এবং উপর থেকে Change User Account Control setting এ ক্লিক করুন ।

--> লেভেল এর উপর বাম বাটন চেপে ধরে নিচে নামিয়ে নিয়ে আসুন তারপর ok করুন Restart চাইলে Restart দিন।

কাজ নং-৩:

আপনার মনিটরের সাইজ যতটুকু সে তুলনায় Text Size যদি ছোট হয় তাহলে আপনি বড় করে নিতে পারেন । Start এ লিখুন getting । তারপর Getting Started এর উপর ক্লিক করুন । যে বক্সটি আসবে তার ডান দিকে নিচে
Change the size of the text on your screen এর উপর ডাবল ক্লিক করুন এবং পরের বক্সে Medium অথবা Larger যেটা খাপ খায় সেটাতে ফুটা দিয়ে Apply করুন ।

কাজ নং-৪:

আপনি যদি Windows এর কোন Program Uninstall করতে চান । যেমন: Game, Internet Explorer তাহলে Control Panel / Uninstall a program অথবা Start এ uninstall a program লিখে ক্লিক করুন । তারপর বামদিকে Turn Windows features on or off এ ক্লিক করুন । যে বক্স আসবে তার বামদিকে যে Program টি Uninstall করতে চান সেটির টিক চিহ্ন তুলে দিন । Restart দিন । আপনি program টি পুনরায় চালু করতে চাইলে একই নিয়মে আবার টিক দিয়ে Restart দেবেন ।
আপনি যদি Windows এর কোন Program Uninstall করতে চান । যেমন: Game, Internet Explorer তাহলে Control Panel / Uninstall a program অথবা Start এ uninstall a program লিখে ক্লিক করুন । তারপর বামদিকে Turn Windows features on or off এ ক্লিক করুন । যে বক্স আসবে তার বামদিকে যে Program টি Uninstall করতে চান সেটির টিক চিহ্ন তুলে দিন । Restart দিন । আপনি program টি পুনরায় চালু করতে চাইলে একই নিয়মে আবার টিক দিয়ে Restart দেবেন ।

Level 0

আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন হচ্ছে। প্লিজ চালিয়ে যাবেন।
http://www.aptctg.com

Level 0

চরম…