নির্ণয় করুন ল্যাপটপ-ব্যাটারীর চার্জিং দক্ষতা নিজের হাতে

ব্যাটারী সমস্যা ল্যাপটপের একটি অন্যতম আসুবিধা ।ব্যাটারীর ভাল চার্জিং পরিস্হিতি অবশ্যই একটি ভাল ল্যাপটপের গুন ।প্রথম অবস্হায় ল্যাপটপের ব্যাটারী গুলি ভাল ব্যাকআপ দিলেও ,কিছুদিন পর থেকেই তার পরিমান প্রথমের মত আর পাওয়া যায় না ।এর প্রধান কারন হল ব্যাটারীর চার্জিং দক্ষতা কমে যাওয়া ফলসরূপ ব্যাটারী সম্পূর্ণরূপে চার্জ হয় না ।খুব অল্প সময়ের মধ্যেই ব্যাটারী বারে সম্পূর্ণ চার্জ প্রদশিত হয় ।আর ব্যাটারীর অবস্হা ক্রমশ খারাপ হতে থাকে ।প্রথম দিক থেকেই যদি এ-ব্যাপারটা খেয়াল রাখা সম্ভব হয় তবে অবশ্য এই পরিস্হিতি এড়ানো যায় ।ব্যাটারীর পরিস্হিতি নির্ধায়ক হিসেবে অনেকেই অনেক তৃতীয় পক্ষের সফটওয়ার ব্যবহার করে থাকে ,বেশীর ভাগ ক্ষেত্রেই সেগুলি কিন্তু ভার্চুয়াল স্ট্যাটাস প্রদর্শন করে। আসুন দেখে নেই কি করে কোন সফটওয়ার ছাড়াই ল্যাপটপ ব্যাটারীর চার্জিং দক্ষতা নির্ণয় করা যায় ।

এক্ষেত্রে আমাদের সাহায্য করবে একটি Command যা হল powercfg ।

আপনাকে যা করতে হবে
১.উন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখুন CMD , cmd শীর্ষক প্রোগ্রামটি খুললে সেটিতে ডান ক্লিক করে "Run As Administrator"-তে গিয়ে বাম ক্লিক করুন ।

২.CMD প্রোগ্রামটি Administrator হিসেবে চালানোর পর তাতে লিখুন powercfg -energy আর Enter বটনটি চাপুন ।remi
remi৩.ষাট সেকেন্ড পরে কম্পিউটারের হার্ডড্রাইভের windows/system32-তে Energy-report.html বলে যে ফাইলটি তৈরি হয়েছে সেটি খুলুন ।
৪.এরপর Browser-এ Scrolling-এর মাধ্যমে নিচের দিকে নামুন দেখুন একস্হানে দেখতে পাবেন Battery:Battery Information তার নিচে লক্ষ্য করুন ।remi

৫.চার্জিং দক্ষতা নির্ণয়ের জন্য Last Full Charge-কে Design Capacity দিয়ে ভাগ করুন আর প্রাপ্ত মানকে 100 দিয়ে গুন করুন তাহলেই শতকরা আকারে ব্যাটারীর চার্জিং দক্ষতা পেয়ে যাবেন ।অর্থাত্‍ চিত্রানুযায়ি 45340/47520=0.9541*100=95.41%

Techtune-এ এটি আমার প্রথম পোস্ট ।মন্তব্য করতে ভূলবেন না ,আপনাদের ভাল লাগলে চেষ্টা করব আরও পোস্ট দেবার ।

ধন্যবাদন্তেremi
ভাল থাকুন নিজে আর ভাল রাখুন অপরকে ...।

Level 0

আমি কাকতাড়ুয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময় চলে আপন মনে । তার সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের । আমাদের তালের সঙ্গে সময়ের তাল মেলানোর মধ্যে একটা সামনজস্য থাকা জরুরী । তাল মেলাতে গিয়ে কিছু কাজ অসমাস্ত থেকে যায় যা নিজেকে থমকে রাখে কাকতাড়ুয়ার মত.................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

montobbo korte vuli nai!! =p

Level 0

ধন্যবাদ ভাই 🙂

Level 0

ধন্যবাদ গুরুত্বপূর্ণ tune

Level 0

Good Tunes 🙂

Level New

কাকতাড়ুয়া ভাই আপনার কমান্ড অনুযায়ী কাজ করেছি কাজ হয় না।

    আমি এটি কেবল win 7 য়েই টেস্ট করছি ।xp,vista -এর ক্ষেত্রে কি হয় তা বলতে পারি না ।আপনি কি xp বা vista ব্যবহার করছেন ?
    জানাবেন….
    ধন্যবাদ

প্রিয়তে রাখলাম ল্যাপটপ কেনার পর ট্রাই করবো।

Level New

আমার ল্যাপটপ এটা দেখাই

C:\Windows\system32>powercfg -energy
Invalid Parameters — try "/?" for help

    Level New

    আমার টাও একই ম্যাসেজ আসে।

    অনেক সময় energy efficiency error -এর পরিমান বেশি হওয়ায় এটি প্রখমে কাজ করে না ।দু-এক বার try করুন আশা করি হবে ।…
    ধন্যবাদ

ভাই আমি এই রকম পেলাম কিন্তু পরে কি করব পারতেছি না ?
Battery ID 3658QTOSHIBA
Manufacturer TOSHIBA
Serial Number 3658Q
Chemistry Li-I
Long Term 1
Design Capacity 59200
Last Full Charge 59200

    আপনি কি নতুন ল্যাপটপ বা ব্যাটারী ব্যবহার করছেন ? সাংঘাতিক আপনার ব্যাটারী খুবই ভাল অবস্হায় আছে ..
    ধন্যবাদ

    আমি ল্যাপটপ কিনেছি প্রায় ১ বছর সবসময় পাওয়ার কেবল লাগানো থাকে ।

Level 0

CMD proggram টি খুলে right click করলে তো run as administrator এর কোনো option দেখাছছেনা।

vai amar 90% .Tahole kemon obostha?

ভাই আপনি তো আগে বলেলনি যে, এটা XP-তে কাজ করবে না। হুদায় সময় নষ্ট….ধুর।

    দুঃখিত।আমি এটি কেবল win 7 য়েই টেস্ট করছি ।xp,vista -এর ক্ষেত্রে কি হয় তা বলতে পারি না।তবে সময় নষ্ট বললে আপনি ভুল করবেন ,নিজের বর্তমানে যে p.c সেটিই কি সব ?
    "জ্ঞান এমন জিনিষ যার ভান্ডার কখনই ফুরায় না —- পৃথিবীতে পরিপূর্ণ জ্ঞানি কেউ নেই"
    আজ কাজে লাগছে না ,কাল লাগবে …

    ধন্যবাদ আপনার অতি মূল্যবান সময় দেবার জন্য ।

Level 0

ভাই, XP তে কিভাবে চেক করবো কারো জানা আছে?

Apnake onek thanks but apni ki bolte paren kivabe abar 100% a recover kora shombov?beshi laptop charge dile naki battery charge capacity kome jay?

    আমার ৮মাস থেকে এই ল্যাপটপ ব্যবহার করছি ।চার্জিং দক্ষতা 95.41%
    যে বিষয় আমি মেনে চলি
    ১.কখন বৈদুত্ ছাড়া ব্যবহার করি না ,
    ২.মাঝে Battery খুলে রোদে শুকোতে দি
    ৩.বেশি গরম হতে দি না

    keno current chara laptop chalan na?
    Keno battery shukate den?
    Beshi gorom hole ki koren?cooler gula ki kajer?
    apnar 95.41% ki recover kore 100 % jay jabe na?
    THANKS

    আপনার প্রশ্নের উত্তরগুলি এখানে পেয়ে যাবেন

    http://mobileoffice.about.com/od/usingyourlaptop/f/laptopbattery.htm
    http://www.ehow.com/how_5646359_care-laptop-battery.html

    ধন্যবাদ

    thanks for websites which has help very much.but shekhane bola hoyce je:Once a month, allow the battery to drain completely. Make sure you have saved all your work and leave no programs open while draining the battery.
    kivabe battery charge shes korbo?

আমি উইন্ডোজ এর আইকন এও দেখলাম ৮৯% এবং আপনার প্রক্রিয়া তেও দেখলাম ৮৯%, তাহলে খামাখা এত কষ্ট কেন করছি ?

    উন্ডোজের আইকন বলতে কি আপনি টুলবারের energy management বোঝাচ্ছেন ?
    তাহলে একটু অপেক্ষা করুন দেখুন এটি ১০০% হয়ে যাবে । powercfg দিয়ে তখনও কিন্তু ৮৯% দেখাবে ।
    energy management যে স্ট্যাটাস দেখা্চ্ছে সেটি বর্তমান ব্যাটারীর চার্জ(প্রকৃতপক্ষে এটি ব্যাটারীর ভোল্টেজ দ্বারা নির্ধারিত হয় ।)আর powercfg দিয়ে যা পাবেন সেটা চার্জিং দক্ষতা ।
    ধন্যবাদ

উপকার পেলাম ।
http://friendsearner.blogspot.com/

বুঝলাম, কিন্তু আমার ব্যাটারি মাত্র ১ মাস পুরান, এতেই এর দক্ষতা কমে ৮৯% হয়ে গেল কেন ?? ধন্যবাদ উত্তর দেবার জন্য

amar babodhan pray 7 hazar er moto. how is it?what can i do now?plz tell me

    বুঝলাম না কিসের পার্খক্যের কথা বলছেন একটু বিস্তারিত জানান ।

    ধন্যবাদ

কাজ হয়েছে।ধন্যবাদ

ভাই ব্যাটারী দক্ষতা বৃদ্ধির উপায় জানা থাকলে বলুন। আমার ব্যাটারী দক্ষতা 22% । কিভাবে মেইনটেইনেন্স করবো? টিউনের জন্য ধন্যবাদ।

Level New

ভাই ব্যাটারী দক্ষতা পরিমাপের কনো software সম্পর্কে জানা থাকলে বলবেন please.টিউনের জন্য ধন্যবাদ।উত্তরের অপেক্ষায় রইলাম।

Level 0

অনেক পুরান post , but তবুও জানতে চাচ্ছি আমার টা 39%
আগে 1.5 to 2 ঘন্টা যেত , কিন্তু হঠৎ করে ৪৫ মিনিট যাচ্ছে।
এটা কিসের সমস্যা ?
ব্যাটারী না চাজ‍‌ চার্জারের ?

Battary এর দক্ষতা বা বাড়াতে হলে কি করতে হবে?

Level 0

Nice Tips. Keep it up!!! 🙂

Level 0

Bhai amer battery charg hote somoi nai 4-5 second, charg ses hoy 4-5 sec. Aim a jonno new battery kinsi. New battery ta 90% charg hoy, Ami battery change korsi 2-3 ta, but potita 100% charge hoi na. Last j battery ta anse ata 76% chacge hoi, er pore r hoi na. Battery power a shoe kore 76% (available plugged in, not charging). akhane ki battery problem, na leptop power ic te problem. pleace janaben.