ব্যাটারী সমস্যা ল্যাপটপের একটি অন্যতম আসুবিধা ।ব্যাটারীর ভাল চার্জিং পরিস্হিতি অবশ্যই একটি ভাল ল্যাপটপের গুন ।প্রথম অবস্হায় ল্যাপটপের ব্যাটারী গুলি ভাল ব্যাকআপ দিলেও ,কিছুদিন পর থেকেই তার পরিমান প্রথমের মত আর পাওয়া যায় না ।এর প্রধান কারন হল ব্যাটারীর চার্জিং দক্ষতা কমে যাওয়া ফলসরূপ ব্যাটারী সম্পূর্ণরূপে চার্জ হয় না ।খুব অল্প সময়ের মধ্যেই ব্যাটারী বারে সম্পূর্ণ চার্জ প্রদশিত হয় ।আর ব্যাটারীর অবস্হা ক্রমশ খারাপ হতে থাকে ।প্রথম দিক থেকেই যদি এ-ব্যাপারটা খেয়াল রাখা সম্ভব হয় তবে অবশ্য এই পরিস্হিতি এড়ানো যায় ।ব্যাটারীর পরিস্হিতি নির্ধায়ক হিসেবে অনেকেই অনেক তৃতীয় পক্ষের সফটওয়ার ব্যবহার করে থাকে ,বেশীর ভাগ ক্ষেত্রেই সেগুলি কিন্তু ভার্চুয়াল স্ট্যাটাস প্রদর্শন করে। আসুন দেখে নেই কি করে কোন সফটওয়ার ছাড়াই ল্যাপটপ ব্যাটারীর চার্জিং দক্ষতা নির্ণয় করা যায় ।
এক্ষেত্রে আমাদের সাহায্য করবে একটি Command যা হল powercfg ।
আপনাকে যা করতে হবে
১.উন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখুন CMD , cmd শীর্ষক প্রোগ্রামটি খুললে সেটিতে ডান ক্লিক করে "Run As Administrator"-তে গিয়ে বাম ক্লিক করুন ।
২.CMD প্রোগ্রামটি Administrator হিসেবে চালানোর পর তাতে লিখুন powercfg -energy আর Enter বটনটি চাপুন । |
৩.ষাট সেকেন্ড পরে কম্পিউটারের হার্ডড্রাইভের windows/system32-তে Energy-report.html বলে যে ফাইলটি তৈরি হয়েছে সেটি খুলুন । |
৪.এরপর Browser-এ Scrolling-এর মাধ্যমে নিচের দিকে নামুন দেখুন একস্হানে দেখতে পাবেন Battery:Battery Information তার নিচে লক্ষ্য করুন । |
৫.চার্জিং দক্ষতা নির্ণয়ের জন্য Last Full Charge-কে Design Capacity দিয়ে ভাগ করুন আর প্রাপ্ত মানকে 100 দিয়ে গুন করুন তাহলেই শতকরা আকারে ব্যাটারীর চার্জিং দক্ষতা পেয়ে যাবেন ।অর্থাত্ চিত্রানুযায়ি 45340/47520=0.9541*100=95.41%
Techtune-এ এটি আমার প্রথম পোস্ট ।মন্তব্য করতে ভূলবেন না ,আপনাদের ভাল লাগলে চেষ্টা করব আরও পোস্ট দেবার ।
ধন্যবাদন্তে
ভাল থাকুন নিজে আর ভাল রাখুন অপরকে ...।
আমি কাকতাড়ুয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সময় চলে আপন মনে । তার সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের । আমাদের তালের সঙ্গে সময়ের তাল মেলানোর মধ্যে একটা সামনজস্য থাকা জরুরী । তাল মেলাতে গিয়ে কিছু কাজ অসমাস্ত থেকে যায় যা নিজেকে থমকে রাখে কাকতাড়ুয়ার মত.................
montobbo korte vuli nai!! =p