Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৪)।
Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-৩)।
Windows 7-এর কিছু গুরুত্বপূর্ণ কনফিগার (পর্ব-২)।
##. Windows 7 এ Default ভাবে কিছু কনফিগার করা থাকেনা। সেগুলো নিজে থেকে করে নিতে হয়। এগুলো যারা জানেন তরাতো জানেনই। আর যারা জানেন না তারা আমার এই টউনগুলো দেখে দেখে করে নিতে পারেন। তাতে বরং অনেক সুবিধাই হবে।
১. Start Menu তে Run Command আনতে Taskbar এর খালি জায়গায় ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২. Taskbar ছোট করার জন্য use small icon এর check box এ টিক দিন। তারপর Start Menu Tab এ ক্লিক করে Customise এ ক্লিক করুন।
৩. নিচের দিকে Run command এর check box এ টিক দিয়ে ok করুন এবং আবার apply করে ok করুন।
৪. এবার Run এ গিয়ে নিচের Command গুলো লিখুন এবং Enter চাপুন। Enter চাপার পর এর ভিতরকার file গুলো মুছে ফেলুন। মাঝে মাঝে এই কাজটা করবেন তা না হলে PC Slow হয়ে যাবে।
prefetch, recent, %temp%, temp, tree
১. Start এ গিয় Search box এ লিখুন update তারপর Windows Update লেখাতে ক্লিক করুন।
২. বাম দিকে Change setting এ ক্লিক করুন।
৩. এখান থেকে never check for update সিলেক্ট করে ok করুন।
আমি এলোমেলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working at Freelancer.com for 2 years as a WordPress theme developer and also have 6 years experience on blogger. html, css, jQuery, bootstrap, responsive design expert.
ধরা খাওয়া মানে বুঝলাম না।