আনেক দিন পর আবার সময় পেলাম টিউন করার। কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজকে যে প্রোগ্রামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তা শুধুই শিক্ষার উদ্দেশ্যে।এটি আসলে একটি ছোট সি প্রোগ্রাম। এটি রান করলে আপনার পিসি এর ইউ এস বি পোর্ট আকেজো হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই, আপনি চাইলেই আবার এক্টিভ করে নিতে পারবেন আপনার ইউ এস বি পোর্ট। আকেজো অবস্থায় কোনো পেন্ড্রাইভ আর ডিটেক্ট করবে না আপনার পিসি। তাই, এটি আপনি আপনার পিসি এর নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পিসিতে কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবে না।
এজন্য আপনার লাগবে শুধু সি কম্পাইলার।
ধাপ সমূহঃ
১. সি কম্পাইলার ইন্সটল করুন।
২. নিচের কোড ২টি কম্পাইল করে রান করুন।
Block: (without " ")
#include<stdio.h>
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
}"
Unblock:(without " ")
#include<stdio.h>
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
}"
৩. ব্যস, আপনার পিসি এখন নিরাপদ।
আরো কিছু টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুনির ভাই আপনার এ টিউনটি টেকটিউনের নিতি বিরুদ্ধে । আপনি যদি টেকটিউনের নিতি মালা না জানেন তাহলে এটি দেখেন https://www.techtunes.io/terms/
১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।