অনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।

আনেক দিন পর আবার সময় পেলাম টিউন করার। কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজকে যে প্রোগ্রামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তা শুধুই শিক্ষার উদ্দেশ্যে।এটি আসলে একটি ছোট সি প্রোগ্রাম। এটি রান করলে আপনার পিসি এর ইউ এস বি পোর্ট আকেজো হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই, আপনি চাইলেই আবার এক্টিভ করে নিতে পারবেন আপনার ইউ এস বি পোর্ট। আকেজো অবস্থায় কোনো পেন্ড্রাইভ আর ডিটেক্ট করবে না আপনার পিসি। তাই, এটি আপনি আপনার পিসি এর নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পিসিতে কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবে না।

এজন্য আপনার লাগবে শুধু সি কম্পাইলার

ধাপ সমূহঃ
১. সি কম্পাইলার ইন্সটল করুন।
২. নিচের কোড ২টি কম্পাইল করে রান করুন।
Block: (without " ")

#include<stdio.h>
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
}"

Unblock:(without " ")

#include<stdio.h>
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
}"

৩. ব্যস, আপনার পিসি এখন নিরাপদ।

আরো কিছু টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মুনির ভাই ‌আপনার এ টিউনটি টেকটিউনের নিতি বিরুদ্ধে । আপনি যদি টেকটিউনের নিতি মালা না জানেন তাহলে এটি দেখেন https://www.techtunes.io/terms/

১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।

    ধন্যবাদ। জানতাম না !

    ঠিক করে দিয়েছি।

ভালো টিউন। আপনি প্লিজ কোড দুইটা আলাদা করে বক্সে লিখে দিন। <code> </code> এই ট্যাগ যোগ করলেই হবে। আরো ভালো হয় যদি ভ্যালু দুইটা দিয়ে *.reg ফাইল বানিয়ে কোথাও আপলোড দিতেন।
ধন্যবাদ

    আরো একটা উপায় আছে।

    [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
    "WriteProtect"=dword:00000000

    এটুকু রেজিস্ট্রিতে মার্জ করলে কেউ ইউএসবি তে কিছু পাঠাতে পারবেনা। আপনার টিউনটা সুন্দর হয়েছে। সি তে কিভাবে রেজিস্ট্রি ভ্যালু অ্যাড করা হয় তা জানলাম।

    একটা ভুল করে ফেলেছেন। #include এর পর হেডার ফাইল টা কি? ওটা দেখাচ্ছেনা। 🙁

#include<stdlib.h> missing …………

    #include<stdio.h> হবে

    না ভাই ভালো কইরা দেখেন ।

    #include<cstdlib>
    #include<iostream>
    #include<cstdio>
    using namespace std;
    int main()
    {
    int ch;
    while(1)
    {

    system("cls");
    cout<<"\nSelect an Option"<<endl<<"1.Disble pen Drive \n2.Enable pen Drive \n3.Exit"<<endl<<":";
    cin>>ch;
    if(ch==1)
    system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
    else if(ch==2)
    system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
    else if(ch==3)
    break;
    else
    cout<<"Wrong choice\n\n" ;
    cout<<"Press any key to continoue…………";
    getchar();
    getchar();
    }
    return 0;
    }

ভালো এবং কাজের টিউন। আপনাকে ধন্যবাদ।

Level 2

Onek din dhore eirokom ekta jinish khujchilam. Tuner ke onek dhnnobad.

Thank's munir vai kajer tune. apner ki jana ache computer a kivabe software setup dowa bondo kora jai? jate onno kau computer a software setup na dita pare.

header নাই তো ভাই, কেম্নে হবে?

Level 0

মাউস আর কিবোর্ড ছাড়া অন্য কিছু উ এস বি পোর্টে কাজ করবেনা, এইটা কিভাবে করা যায়, কেও কি জানেন?

    বায়োসে অ্যাডমিন পাসওয়ার্ড দিন আর ইউএসবি ডিজাবল করে দিন।

    Level 0

    ইউ এস বি মাউস আর ইউ এস বি কিবোর্ড ছাড়া অন্য কোন ইউ এস বি ডিভাইস ইউ এস বি পোর্টে কাজ করবেনা, সেটা কিভাবে করা যায়?

Level 0

এটা সম্ভবত যাবে না কারণ আমি একবার আমার অফিসের কম্পউটার ইউএসবি ডিসেবল করে রেখেছিলাম পরে দেখি আমার ইউএসবি মাউস ও কিবোর্ড চলে না পরে বাধ্য হয়ে ইউএসবি এনাবল করতে হয়েছিলো। আর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গা কোন বড় বিষয় না। কারণ মাদারবোর্ড এর সিওএমএস ব্যাটারি খুলে পুনরায় লাগালে ডিফল্ট হয়ে যাই। ধন্যবাদ

সেই কারণেই আমি প্রোগ্রাম ব্যবহার করছি, মাদারবোর্ডে কিছু করি নাই।