এবার আপনার নকিয়া ফোনটি ফ্ল্যাশ করুন আপনি নিজেই তাও আবার কম্পিউটার ছাড়া

বিসমিল্লাহির রাহমানির রাহীম
নকিয়ার স্মার্টফোনে অনেক সময় ভাইরাসের আক্রমণ হয়। আবার ভাইরাস আক্রমণ ছাড়াও এগুলো অনেক সময় ধীরগতির হয়ে যায়। অধিকাংশ ব্যবহারকরীই তখন উপায়ান্তর না দেখে সার্ভিস সেন্টারে গিয়ে ফোনটি ফ্ল্যাশ করান। এ সমস্যা কিন্তু নিজেও সমাধান করা যেতে পারে।

প্রথমে সেটটি বন্ধ করে সিম এবং মেমোরি কার্ড খুলে নিন। এবার *, ৩, Send বাটন তিনটি একত্রে চেপে ধরে মোবাইলের পাওয়ার বাটন চেপে মোবাইল চালু করুন। সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটনগুলো চেপে ধরে রাখতে হবে। সেটটি অন হয়ে গেলে দেখবেন এটি একেবারেই নতুনের মতো হয়ে গেছে। ভাইরাস এবং ধীরগতিতে কাজ করার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে।
তবে আপনার সেট যদি হয় নকিয়ার বর্তমান মডেলের কোনো হ্যান্ডসেট, যেগুলোতে কিবোর্ড নেই (যেমন ৫৮০০) সে ক্ষেত্রে send, menu এবং camera বাটনগুলো একসঙ্গে চাপুন এবং তারপর পাওয়ার বাটন চেপে মোবাইল চালু করুন। সেট পুরোপুরি on না হওয়া পর্যন্ত বাটনগুলো ছাড়বেন না।
নকিয়ার নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট যেমন_১২০০, ১৬৫০ ইত্যাদি সেটে কল এলে অনেক সময় রিংটোন বাজে না, আবার ম্যনুয়ালি টোন অপশন থেকে রিংটোন বাজাতে গেলে মোবাইল রিস্টার্ট হয়। এ ক্ষেত্রে প্রথমে Phone setting- এ গিয়ে Restore Factory Setting দিয়ে দেখুন। কাজ না হলে তারপর কম্পিউটারে ফ্ল্যাশ দিন।

বিঃ দ্রঃ ফ্ল্যাশ দেয়ার আগে অবশ্যই আপনার সেটে সংগৃহীত নম্বার ও মেসেজের ব্যকআপ নিয়ে নিন।

সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সেটগুলোতে সফটওয়্যার ইনস্টল করার সময় প্রায়ই একটি সমস্যা দেখা যায়। ইনস্টলের সময় এটি Certificate Error, Unsigned Application বার্তা প্রদর্শন করে এবং ইনস্টল ফেইলড দেখায়। এ ক্ষেত্রে যে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে না সেটিকে http://cer.opda.cn/en/থেকে Sign করে নিন। আপনাকে এখানে প্রথমে সাইন ইন করে সেটের মডেল, আইএমই দিয়ে ১২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর আপনি যে সফটওয়্যার দেবেন প্রায় সঙ্গে সঙ্গেই পাবেন।

Level 0

আমি SM Nahid Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্লাশ করার উপায়টি জানা ছিল যারা না জানে তাদের খুব কাজে লাগবে। খুব ভাল টিউন ধন্যবাদ !

Level 0

বোকা নাহিদ: এইটা ফ্লাশ না। এইটা এক ধরনের ফরম্যাট।

এটা তো মনে হয় না ফ্লাশ। নোকিয়ার অনেক সেটে সাধারনত ফোন মেমোরি ফরম্যাট করা যায় না, তখন এই ভাবে ফরম্যাট করতে হয়। তার মানে এই না যে এটা ফ্লাশ।

    এটাকে ফ্ল্যাশ বলা না গেলেও ফ্ল্যাশের ৮০ভাগ কাজ এটার মাধ্যমে হয়ে যায়। ধন্যবাদ

    মোটেই না। আপনার ফোন এর ফার্মওয়্যারে সমস্যা থাকলে এটা কাজ করবেনা। এটা শুধু ডিপ ফ্যাক্টরি রিসেট। সত্যি ফ্ল্যাশ করতে চাইলে দেখুন এই টিউন

    https://www.techtunes.io/mobileo/tune-id/59217/

নতুন জানলাম। আপনাকে ধন্যবাদ

Level 0

আমি নকিয়া ৫১৩০ ইউজ করি আমারটাও কি নকিয়া ৫৮০০ মত ক্র্যাশ করতে হবে ?

এটা সকল মোবাইল এ কাজ করেনা। শুধুমাত্র সিম্বিয়ানে কাজ করে। আর এটা ফ্ল্যাশ না। ফ্ল্যাশ করতে চাইলে এই টিউন দেখুন

https://www.techtunes.io/mobileo/tune-id/59217/

এটাকে হার্ড রিসেট বলে, তবে আমার N73 ফোনে (আপনি যেই ফোনের স্ক্রিণশট দিয়েছেন) সেখানে এটা কাজ করেনা। *#7370# প্রেস করে হার্ড রিসেট দিতে হয়। আপনার দেয়া ট্রিকসটি সিমবিয়ান সেকেন্ড এডিশনের ফোনগুলোতে কাজ করে। 🙂

ভাই আমার রিস্টারফ্যাষ্টর করলে পাসওয়ার্ড চায় কিন্তু আমি সেটা ভুলে গিয়েছি 12345 password দিয়েও কাজ হয় না। আমার সেটের মডেল NOKIA 3110c.plz এটার সমাধান দিয়ে কেউ সাহায্য করেন

Level 0

যেহেতু এটাকে ফ্ল্যশ বরে না তাই শিরোনাম পরিবর্তন করা উচিত্‍ ।

ধন্যবাদ

    সাইদুল ভাই আপনি নাকি মডারেটর? নিচের কমেন্টে একটা খারাপ লিঙ্ক আছে, মুছে ফেলুন দয়া করে

এটা কে format করা বলে। flash বলেনা।

Level 0

আমার ওপরের মন্তব্য নিলোয়ের জন্য

Nahid vai sonyericsson er jonno kono tune korte parben?????????

amar n82 te eta kaj korese.

আমার নকিয়া X2 তে এই রকম ৮০% ফ্লাশ হচ্ছে না । ৮০ শতাংশ ফ্লাশ পেতে রিস্টোর দিলেই হয়ে যায় ।

নিলোয় ভাই কিসের মধ্যে কিসের লিংক দিলেন ? কাজটা ঠিক হয়নাই ।

Level 0

আপনার মত বিকৃত মনের ও বিকৃত মস্তিস্কের মানুষ আমি আর দেখিনি । টিটিতে অপ্রাপ্ত বয়স্ক ভিজিটরওত আসে তাদের কেন ক্ষতি করছেন ?