উইন্ডোজ সিকিউরিটি নিয়ে এর আগে আমি আমার সল্প বিদ্যায় কিছু লিখার চেষ্টা করেছিলাম। জানিনা কার কতটুকু উপকার করতে পেরেছিলাম। কিন্তু ভাইজানেরা সিকিউরিটি ইউন্ডোজ সিকিউরিটি বিষয়টি যে কাজ করার জন্য একটি স্পর্শ কাতর বিসয় তা মনে রাখা দরকার । এখানে একটু ভুল হলে আপনাকে ঝামেলায় পরে যেতে হবে। আমার এবার এর টিউনট টি হলো যারা সিকিউরিটি দিয়ে ঝামেলায় পরে গেছেন তাদের জন্য । অর্থাৎ কিভাবে উইন্ডোজ সিকিউরিটি ভেঙ্গে ফেলা যায়।
কাজটি করতে হলে আপনাকে যে ড্রাইভ টি লক করে আর খুলতে পারছেননা সে ড্রাইভের Proparties অপশনে যেয়ে
Security ট্যাব এ যেতে হবে এবং সেখান থেকে Advance এ যেতে হবে । Advance এ যাওয়ার পর একটি উইন্ডো আসবে। সেখান থেকে Owner ট্যাব এ যেতে হবে। সেখান থেকে নির্দিষ্ট করে দেওয়া Administrator এ ক্লিক করতে হবে।
সেখান থেকে Replace Owners on Subcontainers of objects এ ক্লিক করতে হবে। তারপর Apply করে বেরিয়ে আসতে হবে। এবারে নিম্নোক্ত উইন্ডো আসবে এবং সব খানে এপ্লাই দিয়ে বের হয়ে আসতে হবে।
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
কেউকি বলতে পারবেন nokia সেটকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে (সেটটি কেনার সময় যে setting ছিল) কোন কোড ব্যবহার করা হয়।
দয়া করে কেউ জানালে খুবই উপকৃত হবে। বিশেষ করে nseries সেটগুলোর জন্য।