অনেক দিন পর টিউন করতে বসলাম। পড়াশুনা আর কাজের চাপে নেটে সময় দিতে পারি না পারলেও টিউন করার সময় হয় না। যাই হোক টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে লিখতে বসেছি।
কাজে চলে গেলাম :
প্রথমে ফেসবুকের Home Page এর বাম পাশের অপশন গুলো লক্ষ্য করুন। তারপর Notes অপশনে ক্লিক করুন।
নতুন পেজের বামপাশের অপশনের মধ্যে Pages’ Notes অপশনে ক্লিক করুন।
তারপর Edit Import Settings অপশনে ক্লিক করুন।
নতুন একটি পেজ আসবে।
(উপরের ছবি) পেজটি ভাল করে লক্ষ্য করুন। Web URL এর জায়গায় আপনার নিজের ব্লগের সাইট ইউআরএল টি বসিয়ে দিন। site feed url তৈরী না করে থাকলে এখানে গিয়ে আমার পোষ্টটি দেখতে পারেন। অথবা default হিসেবে site feed url বসাতে পারেন।
default site feed url :
http://আমারব্লগেরনাম.blogspot.com/feeds/posts/default
বসানোর পর By entering a URL, you………… তে টিক চিহ্ন বসিয়ে দিন। সবশেষে Start Importing বাটনে ক্লিক করুন।
(উপরের ছবি) তারপর আপনার confirm বার্তা নিয়ে একটি পেজ আসবে। যেখানে আপনি দেখতে পারবেন আপনার পোষ্টগুলি নিচের দিকে ক্রমান্বয়ে সজ্জিত আছে। দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। এখন আপনি Confirm বাটনে ক্লিক করলেই ব্যস কাজ শেষ।
পরবর্তীতে আপনি যা আপনার ব্লগে পোষ্ট করবেন তা ফেসবুকে Note র মাধ্যমে redirect হয়ে যাবে।
তাছাড়া আপনার ব্লগের জন্য facebook fan page তৈরী করেও এই সুবিধা পেতে পারেন।
আশা করি সবার ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
প্রথম প্রকাশিত আমার ব্লগস্পটে
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
বেশি কিছু বলতে চাইনা ভাল