আপনার হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পান সহজেই

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

ফোন হারানোর কষ্টটা কেমন এটা যারা না হারিয়েছে তারা বুঝবে না। ফোনটি হারিয়ে যাওয়াতে কখনো কখনো যে ক্ষতি হয় তা টাকা দিয়েও পূরণ করা যায় না। কারণ অনেক সময় আমাদের ফোনের সাথে সাথে হারিয়ে ফেলি গুরুত্বপূর্ণ ডেটা। বেশিভাগ ক্ষেত্রেই ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটা পাবার সম্ভাবনা খুবই কম থাকে, তারপরেও আমরা গুগলে পাগলের মত সার্চ করি কিভাবে ফোনটি ফেরতে পাওয়া যায়। তো এই বিষয় নিয়েই আজকের টিউন।

সর্বপ্রথম আপনাকে ফোনটি হারিয়ে যাওয়ার আগের ব্যবস্থা গুলো নিশ্চিত করতে হবে৷ হ্যাঁ, এটা অবশ্যই আপনি চাইবেন না ফোনটি হারিয়ে যাক তারপরেও মাথায় রাখতে হবে প্রতি ঘণ্টায় ১০০০ এর বেশি চুরি হয়। আর তাই চুরি হবার আগে এমন ব্যবস্থা গুলো করে রাখাই ভাল যাতে করে পরবর্তীতে আমরা ডিভাইসটা ট্র‍্যাক করতে পারি।

স্মার্টফোনে Finds My Phone এনেভল করা

বিভিন্ন ব্র‍্যান্ডের ফোনে Finds My Phone অপশনটি আছে, চলুন দেখে নেয়া যাক কিভাবে এটা এনেভল করবেন,

Samsung এর ক্ষেত্রে,

  • Settings ওপেন করুন
  • Biometrics & Security এ ক্লিক করুনFind My Device, অপশনটিতে ট্যাপ করে এটা এনেভল করে দিন
  • লোকেশন সঠিক ভাবে পেতে, Settings > Location এ যান, Location services সিলেক্ট করুন এবং Google Location Accuracy. ট্যাপ করুন। নিশ্চিত হোন এটা এনেভল আছে কিনা।

Google Pixel এর ক্ষেত্রে,

  • Settings ওপেন করুন
  • Security > Find My Device এ যান
  • অপশনটি এনেভল করে দিন

লক-স্ক্রিনে বিকল্প কন্টাক্ট ইনফরমেশন সেভ করা

কখনো কখনো ফোনটি আপনি ভুল করে কোথাও ফেলে আসতে পারেন সেক্ষেত্রে এই পদক্ষেপটি উপকারী হবে। লক স্ক্রিনে প্রয়োজনীয় ইনফো দেয়া থাকলে ভাল কেউ ফোনটি পেলে অবশ্যই সেটা ফিরিয়ে দেবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে বিকল্প কন্টাক্ট ইনফরমেশন যোগ করবেন,

  • প্রথমে Settings এ যান
  • Lock Screen এ ক্লিক করুন
  • এবার Contact Information এ ট্যাপ করুন
  • এবার এখানে অন্যকোন ফোন নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে রাখুন যাতে
  • চাইলেই কেউ যোগাযোগ করতে পারে

হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক করা

আমরা জেনে নিলাম ফোন হারিয়ে যাবার আগে কোন ব্যবস্থা গুলো নিয়ে রাখা উচিৎ এবার জানব ফোন হারিয়ে গেলে আপনি কি কি করবেন বা করতে পারেন,

গুগল ম্যাপের মাধ্যমে ট্র‍্যাক করুন

  • প্রথমে Android.com/find এ যান
  • জিমেইল দিয়ে সাইন-আপ করুন
  • আপনি ম্যাপে ফোনের লোকেশন দেখতে পাবেন। ফোন না পাওয়া গেলেও সর্বশেষ লোকেশনটি দেখাবে

এখানে আপনি আরও তিনটা অপশন পাবেন। যেমন

Play sound: এখানে ক্লিক করলে ফোন সাইলেন্স বা ভাইব্রেট যাই থাকুক না কেন সাউন্ড হবে।

Secure device: এখানে আপনি নতুন পিন সেট করতে পারেন বা আগের টাও রাখতে পারেন। এর মাধ্যমে যে আপনার ফোনটি পাবে তার জন্য একটি মেসেজ লিখে রাখতে পারবেন।

Erase device: আপনার ফোনে ব্যক্তিগত তথ্য চাইলে এই অপশনের মাধ্যমে মুছে দিতে পারেন।

যদি আপনার ফোন এই মেথডে খুঁজে না পাওয়া যায় তাহলে ভাববেন ফোনটিতে ডাটা কানেকশন বা ওয়াই-ফাই নেই। তবে আপনি চেষ্টা করতে থাকুন নেটওয়ার্ক কানেকশন পাবার সাথে ম্যাপে ফোনটি দেখাবে।

স্মার্ট হোম স্পিকার ব্যবহার করুন

ফোনটি যদি ঘরের কোথাও পড়ে থাকে এবং খুঁজে না পাওয়া যায় তাহলে আপনি স্মার্ট স্পিকারের সাহায্য নিতে পারেন। তবে আপনাকে নিশ্চিত করতে হবে স্পিকারে আর ফোনে যেন একই গুগল একাউন্ট সাইন ইন থাকে।

আপনার যদি Google Home Hub থাকে তাহলে শুধু বলুন, “Okay Google, find my phone.”। এর পরেই স্পিকার কাজ শুরু করে দেবে৷ দারুণ ব্যাপার হল আপনার ফোন সাইলেন্ট থাকলেও এটার রিং শুনতে পাবেন।

ব্লুটুথ ট্র‍্যাকারের সাহায্য নিন

হোম স্পিকারের মতই Bluetooth Tracker এর মাধ্যমে আপনি ফোন খুঁজে পেতে পারেন৷ তবে সেটা অবশ্য ঘরের মধ্যে হারানো ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। বাজারে অনেক ব্লুটুথ ট্র‍্যাকার পাওয়া যায়৷ আপনাকে ফোনকে ব্লুটুথ ট্র‍্যাকারের সাথে Sync করতে হবে, ব্যাস কাজ শেষ। এর পর ফোনটি খুঁজে না পেলে ব্লুটুথ ট্র‍্যাকারের সাহায্য নিন, এলার্মের মাধ্যমে এটি আপনার ফোনকে খুঁজে দেবে।

শেষ কথা

ফোন হারিয়ে যাওয়া মানে সব সময় যে চুরিই হয় এমনটি নয় কখনো কখনো আমরা নিজেদের ভুলে ফোন এখানে সেখানে রেখে আসতে পারি। আমরা এখানে সেখানে ফোন রেখে আসলে আশা করা যায় উপরের মেথড গুলো কাজে লাগতে পারে।

আবার ভাগ্য ভাল থাকলে চোরের হাত থেকেও ফোন ফিরিয়ে আনতে পারি, যেমন ধরুন বাসে ফোনটি চুরি হয়েছে এবং এখনো সেই ব্যক্তি বাস থেকে নামে নি আপনি যদি এই সময়ের মধ্যে এলার্ম বাজাতে পারেন তাহলে ফোনটি ফিরে পাবার একটি সম্ভাবনা কিন্তু থাকে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস