আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।
প্রতিটি মানুষেরই কখনো না কখনো এই বিশ্বজগৎ সম্পর্কে জানার আগ্রহ কাজ করে। মানব মন জানতে চায় গ্রহ নক্ষত্র কেমন করে ঘুরছে, কোন গ্রহটি দেখতে কেমন ইত্যাদি। কিন্তু সেগুলো দেখতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা না থাকায় এক সময় এগুলো স্বপ্নই থেকে যায়।
টেলিস্কোপ কেনার সামর্থ্য আমাদের সবার না থাকলেও একটি স্মার্টফোন তো আছে? আপনার স্বপ্ন এবার বাস্তব হবে। এই টিউনে আমি চমৎকার কিছু অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে আপনি মহাশূন্যের গ্রহ নক্ষত্রের খোঁজ খবর রাখতে পারবেন। এই কাজে ব্যবহৃত অ্যাপ গুলোকে মূলত Planetarium অ্যাপ বলা হয়। তো চলুন দেখে নেয়া যাক সেরা ৭ টি Planetarium অ্যাপ।
Winstars 3 অ্যান্ড্রয়েড ফোনের চমৎকার একটি Planetarium অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করলে, প্রথমেই আপনি কিভাবে অ্যাপটি নেভিগেট করবে সেটার একটা ভিডিও পাবেন। Winstars 3 একই সাথে Windows, Linux, MacOS, এবং Android এর মত অপারেটিং সিস্টেম গুলোতে সাপোর্ট করে। 3D প্রযুক্তিতে আপনি পুরো ইউনিভার্স আপনি ডিসকাভার করতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনি ৩০, ০০০ এর বেশি গ্যালাক্সি, তারকারাজি দেখতে পারবেন৷ এই অ্যাপ এর মাধ্যমে আপনি সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন বিস্ময়কর গ্যালাক্সি ও তারাদের পথ। একই সাথে আপনি সেখানে পাবেন প্রতিটি বস্তুর বিস্তারিত বিবরণ।
অ্যাপটি মাল্টিপল ল্যাংগুয়েজ সাপোর্ট করে। অনেকে বলে অ্যাপটি নেভিগেট করা বেশ জটিল। তবে আপনি কয়েকবার চেষ্টা করলে কঠিন কিছু মনে হবে না।
প্লে-স্টোর লিংক @ Winstars 3
Planetarium দারুণ একটি অ্যাপ যা দিয়ে আপনি মহাজাগতিক বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখতে পারবেন। অ্যাপটি ওপেন করলে আপনার লোকেশন অনুযায়ী হোম পেজে নিয়ে যাওয়া হবে। অ্যাপটিতে আপনি সূর্যোদয় ও সূর্যাস্ত এর সময় দেখতে পারবেন। উপরে বাম পাশে অপশন ম্যানুতে ক্লিক করে, Astronomical clock, Day view, Sky view, Sky maps, এর মত অপশন গুলো দেখতে পারবেন।
আপনি গ্রহ গুলো সিলেক্ট করে তাদের সাথে সূর্যের দূরত্ব দেখতে পারবেন। সেটিংস থেকে চাইলে ডিসটেন্স ইউনিট, মাইল, কিলোমিটার, সহ আরও কিছু ইউনিটে চেঞ্জ করতে পারবেন। যেকোনো গ্রহে ক্লিক করে জানতে পারবেন বিস্তারিত। অ্যাপে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনি আসন্ন বিভিন্ন শীর্ষে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক আপনি মহাশূন্যে আসন্ন বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারবেন।
ডাউনলোড লিংক @ Planetarium
মহাবিশ্ব এক্সপ্লোর করার মজার একটি অ্যাপ হল Planetarium Zen Solar System। আপনি এই অ্যাপটির মাধ্যমে সৌরজগতের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন, গ্রহগুলো যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটা বাড়াতে বা কমাতে পারবেন। মোট কথা এই অ্যাপটি সৌরজগত এবং মহাবিশ্বের বাইরে অন্বেষণ করার দারুণ একটি অ্যাপ।
ইন্সট্রাকশন স্ক্রিন থেকে আপনি এটি নেভিগেট করার নিয়মকানুন দেখতে পারবেন। অ্যাপটিতে গ্রহগুলোকে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে দেখা যাবে, রয়েছে গতি বাড়ানো কমানোর সুযোগ। অ্যাপটিতে আপনি বিভিন্ন গ্রহের সিমুলেশন দেখতে পারবেন।
Planetarium Zen Solar System অ্যাপটি যেহেতু একটি ফ্রি অ্যাপ সেহেতু এটাতে মাঝে মাঝে এড আসতে পারে।
প্লে-স্টোর লিংক @ Planetarium Zen Solar System
আমাদের সৌরজগত এর 3D মডেলের উপর তৈরি একটি অ্যাপ হল Solar Walk Lite। শিশুরা এবং প্রাপ্তবয়স্করা এই অ্যাপ এর মাধ্যমে 3D মডেলে সৌরজগত এক্সপ্লোর করতে পারবে। শিক্ষকরা চাইলে এই অ্যাপ দিয়ে শিক্ষার্থীদের সৌরজগত সম্পর্কে ধারণা দিতে পারবে। আপনি চাইলে বিভিন্ন ডাইমেনশনে গ্রহ গুলো কাছ থেকে দেখতে পারবেন। এটি একটি ফ্রি অ্যাপ এবং দারুণ কাজ করে।
আপনি গ্রহ এবং সৌরজগতের অন্যান্য বস্তু গুলোতে ক্লিক করে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাছাড়া আপনি আপনি গ্রহের ব্যাসার্ধ, আয়তন, ভর, ঘনত্ব, পৃষ্ঠের ক্ষেত্রফল, মাধ্যাকর্ষণ, উপগ্রহ, দিনের দৈর্ঘ্য, বছরের দৈর্ঘ্য ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। স্ক্রিনের উপরে উইকিপিডিয়া আইকনে ক্লিক করে, উইকিপিডিয়া থেকে আরও বিস্তারিত তথ্য পড়তে পারবেন।
প্লে-স্টোর লিংক @ Solar Walk Lite
রাতের আকাশে রাতা দেখার দারুণ একটি অ্যাপ হচ্ছে Star Walk 2। এটির মাধ্যমে আপনি যেকোনো সময় রাতের আকাশ এক্সপ্লোর করতে পারবেন। অ্যাপটি ওপেন করলে এটি লোকেশন এক্সেস চাইবে, এক্সেস দেয়ার পর এটি আপনার লোকেশনের আকাশ দেখাবে এবং আপনি তারকারাজি দেখতে পারবেন।
অ্যাপটির সেটিংস থেকে আপনি নাইট মুড অফ অন করতে পারবেন, অবজেক্ট সাউন্ড, মিউজিক, ভিজ্যুয়াল ইফেক্ট অফ অন করতে পারবেন। Sky Live অপশনটির মাধ্যমে আপনি, গ্রহে তারিখ অনুযায়ী আপনার অবস্থান দেখতে পারবেন।
প্লে-স্টোর লিংক @ Star Walk 2
আপনার লোকেশন থেকে তারা দেখতে আরেকটি অ্যাপ হচ্ছে Sky Map। অ্যাপটিতে লোকেশন এক্সেস দিলে সেটা আপনার লোকেশনের তারা গুলো দেখাবে। যদিও এটা রাতের আকাশ শো করবে। অ্যাপটির মাধ্যমে আপনি আপনার আশেপাশের তারা গুলোর অবস্থান এবং তাদের নাম দেখতে পারবেন। এটি মূলত Google Sky Map হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি ওপেন সোর্স অ্যাপে পরিণত হয়েছে।
এই অ্যাপ এর গ্যালারি থেকে আপনি মহাশূন্যের চমৎকার চমৎকার ছবি দেখতে পারবেন। Calibrate অপশন থেকে আপনি যাচাই করে নিতে পারবেন কম্পাস ঠিক মত কাজ করছে কিনা।
অ্যাপটিতে টাইম ট্রাভেল নামে দারুণ একটি ফিচার আছে এটি ব্যবহার করে আপনি দেখতে পারবেন ভবিষ্যতে আকাশ বা গ্রহ গুলো কেমন দেখাবে৷
প্লে-স্টোর লিংক @ Sky Map
এন্ড্রয়েডের জন্য দারুণ আরেকটি Planetarium অ্যাপ হচ্ছে Celestial Equator। স্ক্রিনের নিচের দিকে এই অ্যাপ এর সকল অপশন গুলো শো করবে, আপনি চাইলে সেটা অফ বা অন করতে পারবেন। আপনি এই অ্যাপ এর মাধ্যমে আপনার আকাশের তারা এবং নক্ষত্রপুঞ্জ দেখতে পাবেন।
অ্যাপটি মাল্টি ল্যাংগুয়েজ সাপোর্ট করে, L আইকন ব্যবহার করে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে আপনি সৌরজগতের প্রাথমিক গ্রহ গুলোও দেখতে পারবেন।
প্লে-স্টোর লিংক @ Celestial Equator
Sky Safari আকাশের তারা, নক্ষত্রপুঞ্জ, উপগ্রহ এবং গ্রহ সনাক্ত করার দারুণ একটি অ্যাপ হচ্ছে SkySafari। অ্যাপটি ওপেন করার পর এটি লোকেশন পারমিশন চাইবে। এক্সেস দিলে আপনার লোকেশন অনুযায়ী রাতের আকাশের তারা এবং গ্রহ গুলো দেখাবে। স্ক্রিনের নিচের দিকে আপনি Search, Settings, Time, Compass, এর মত অপশন গুলো পাবেন।
অ্যাপটির ফ্রি ভার্সনে সব গুলো অপশন ব্যবহার করা যাবে না। আপনি যেকোনো অবজেক্ট এ ক্লিক করে বিভিন্ন অপশন পাবেন, একটি অপশন দিয়ে আপনি এটির বিস্তারিত বিবরণ দেখতে পারবেন এবং অন্য অপশন দিয়ে চাইলে লোকেশন, তারিখ, সময় পরিবর্তন করে, ভিন্ন ভিন্ন সময়ে এটি কেমন দেখাবে সেটা দেখতে পারবেন। Compass অপশনে ক্লিক করে ডিরেকশন দেখতে পারবেন।
Night অপশনটিতে ক্লিক করে আপনি অ্যাপ এর থিম চেঞ্জ করতে পারবেন। নাইট অপশন সিলেক্ট করলে স্ক্রিনের সব কিছু লাল দেখাবে৷ স্কাইউইক অপশন থেকে আপনি আসন্ন সমস্ত আসমানি ঘটনা তারিখ অনুসারে দেখতে পারবেন। Tonight অপশনে আপনি সকল গ্রহের অবস্থান দেখতে পারবেন। তাছাড়া আপনি যেকোনো একটি গ্রহের নামে ক্লিক করে এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।
প্লে-স্টোর লিংক @ Sky Safari
ইন্টারনেটে অনেক Planetarium অ্যাপ রয়েছে তবে আমি সেরা ৮ টি নিয়ে আলোচনা করলাম। এগুলো দিয়ে আপনি 3D ভিউয়ে সৌরজগত দেখার পাশাপাশি, নিজের লোকেশনের রাতের আকাশ দেখতে পাবেন।
জানতে পারবেন গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন ভবিষ্যতে কেমন দেখাবে সৌরজগত। তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।