আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।
আমরা অনেকে আছি যারা প্রতিনিয়ত নতুনত্ব খুঁজি। নতুন মডেলের গেজেট আসলে আগের মডেল এর আগ্রহ হারিয়ে ফেলি। ফলে আগের মডেলের জিনিস পত্র রুমে পড়ে থাকে। আর কখনো কখনো গেজেট তথা বিভিন্ন অব্যবহৃত জিনিস পত্র আমাদের বোঝায় পরিণত হয়। তো আজকের টিউনে আমি দেখাব কিভাবে দারুণ পাঁচটি অ্যাপ এর সাহায্য অব্যবহৃত জিনিস পত্রের সঠিক ব্যবস্থা করতে পারবেন।
আপনার রুমে অব্যবহৃত CD, DVD, গেম কনসোল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন পড়ে থাকলে তাৎক্ষনিক সেগুলো বিক্রি করে দিতে পারেন Decluttr অ্যাপ এর মাধ্যমে। এই অ্যাপে বিক্রি করা খুবই সহজ! ডিভাইস গুলোর বারকোড স্ক্যান করুন Decluttr আপনাকে একটি দাম অফার করবে। আপনি রাজি থাকলে এবং অফার একসেপ্ট করলে তারাই পণ্যটি নিয়ে যাবে এবং আপনার ঠিকানায় পেমেন্ট পাঠিয়ে দেবে।
বলা যায় এই অ্যাপটির মাধ্যমে আপনি কোন ধরনের ঝামেলা ছাড়াই নিরাপদে দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট একটি ডিভাইস বিক্রি করে দিতে পারবেন। অব্যবহৃত গেজেট বা ডিভাইস বিক্রি করে আপনি আপনার রুমকেও ফ্রি করতে পারবেন সাথে সাথে কিছু টাকাও পাবেন।
নতুন নতুন গেজেট কিনে আপনার রুম যদি কাগজ পত্রে ভরে যায় তাহলে আপনার জন্য রয়েছে Centriq অ্যাপ। প্রতিটা ডিভাইসের সাথে আমরা কিছু কাগজ পত্র পাই সব সময় এগুলাকে আমরা ইগ্নুর করলেও, কখনো কখনো কাজে লেগে যেতেও পারে এই ভেবে গুছিয়ে রাখি। কখনো কখনো এসব ম্যানুয়াল বা পেপার এত বেশি হয়ে যায় যে সেগুলো জায়গার অপচয় করে।
আর চিন্তা নয় আপনার কাছে Centriq অ্যাপটি থাকলে আর কোন হার্ড-কপি পেপারের দরকার হবে না, যেকোনো ডিভাইস স্ক্যান করলেই এর প্রয়োজনীয় সব কাগজ পেয়ে যাবেন। হতে পারে আপনার ফ্রিজ, সাইকেল, ক্যামেরা, আয়রন, অথবা অন্য যেকোনো সরঞ্জাম বা ডিভাইস যেগুলোর মডেল স্ক্যান করা। মডেল নাম্বার স্ক্যান করবেন Centriq আপনাকে সেটার ম্যানুয়াল, ওয়ারেন্টি, টিউটোরিয়াল এবং পেপার ওয়ার্ড খুঁজে দেবে।
Centriq অ্যাপটি আপনার ঘরের বিভিন্ন জিনিস পত্রের বিশাল ডাটাবেজ রেখে আপনার ড্রয়ার বা ডেস্কের লোড কমাতে পারে।
Adobe Scan অ্যাপটি সম্পর্কে আমরা সবাই পরিচিত এবং এর কাজও হয়তো জানি। আপনি এই অ্যাপটি দিয়ে আপনার ঘরের সকল কাগজ পত্রের সফট কপি রেখে দিতে পারবেন। কখনো কখনো ঘরে পুরনো কাগজ পত্র এত বেশি হয় যে নতুন কোন কাগজ রাখা যায় না। এই সমস্যার সমাধান করতে পারে Adobe Scan অ্যাপটি।
প্রয়োজনীয় কাগজ পত্র Adobe Scan দিয়ে স্ক্যান করুন এবং PDF করে ফোনে রেখে দিন। Adobe Scan অ্যাপটি ডকুমেন্ট স্ক্যান করার জন্য চমৎকার। এটি কাগজের শ্যাডু, ভাজ দূরে রেখে চমৎকার স্ক্যান রেজাল্ট দেবে। এটি ইমেইল এড্রেস এবং ফোন নাম্বারও ডিটেক্ট করতে পারে, যা আপনাকে সহজে কল দিতে বা ইমেইল করতে সাহায্য করবে।
আপনার ঘর যদি মাত্রাতিরিক্ত জিনিস পত্রে ভরে যায় এবং সেগুলো পরিষ্কার করতেও ভয় পান তাহলে Toss অ্যাপটি আপনাকে সাহায্য করতে পারে। আমরা স্বাভাবিক ভাবেই এক সাথে অনেক কাজ করতে অনীহা প্রকাশ করি। যখন দেখবেন অনেক কিছু জমে গেছে এবং সেগুলো পরিষ্কার করা বা সরানো উচিৎ তখন অলসতা আপনার উপর চেপে বসতে পারে৷
কোন চিন্তা নেই! Toss অ্যাপটি ইন্সটল করুন। এবং প্রতিদিন কাজ গুলো ভাগ করে নিন। একদিনে সব না করে প্রতিদিন কিছু কিছু আইটেম সরান। হয়তো কিছু আইটেম রিসাইকেল করতে পারেন, বিক্রি করে দিতে পারেন অথবা ঘরের অন্য কোথায় গুছিয়ে রাখতে পারেন। অ্যাপ এর মাধ্যমেও আপনি পরামর্শ পাবেন।
অ্যাপটির ডেইলি টাস্ক গুলো আপনার কাছে ভাল লাগতে বাধ্য, হয়তো একদিন ড্রয়ার পরিষ্কার করবেন, পুরনো কাগজের ঝামেলা থেকে মুক্ত হবেন, অথবা ফ্রিজের নষ্ট খাবার ফেলে দেবেন। তাছাড়া অ্যাপ এর মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন কি পরিমাণ আইটেম আপনি সরিয়েছেন।
ঘরের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসে সংস্থাপনের মত সময় যদি আপনার হাতে একান্তই না থাকে তাহলে আপনার জন্য রয়েছে Thumbtack অ্যাপ। এই অ্যাপে আপনি লোকাল প্রফেশনাল খুঁজে পাবেন যারা আপনাকে এই কাজে সাহায্য করতে পারে।
হতে পারে পারসোনাল অর্গানাইজার, হাউজকিপার, হোম অর্গানাইজার, Thumbtack অ্যাপটি মুহূর্তের মধ্যে সঠিক লোকটিকে খুঁজে দেবে।
যারা একটু ছিমছাম লাইফ-স্টাইল পছন্দ করেন তাদের কাছে বাড়তে জিনিস পত্র আসলেই বিরক্তিকর হতে পারে। যদি ঘরের জিনিস পত্রে পরিমাণ কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে ফোনটি হাতে নিন এবং টিউনে আলোচনা করা অ্যাপ গুলো দিয়ে এর সঠিক সমাধান করুন।
এই অ্যাপ গুলো আপনার ঘরকে যেমনি সাজাতে সাহায্য করতে পারে তেমনি বাড়তি কিছু অর্থেরও ব্যবস্থা করতে পারে। তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।