বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। অনেক সাহস নিয়ে প্রথম টিউন করতে বসলাম। আমরা পিসিতে দেখি যে অবাঞ্চিত ফোল্ডার তৈরি হয়ে যায় অনেক কারন বসত এই রকম
হতে পারে। যাই হোক এই ফোল্ডার গুলু ডিলিট করা যায়না, তখন আমাদের মাথা খারাপ হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার দেওয়া এই সফটওয়্যার দারা আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন http://www.mediafire.com/?dv2apgkv1kwl72c। সফটওয়্যার টি ডিউনলড করার পর ইন্সটল করুন। তারপর যেই ফোল্ডার ডিলিট হয়না সেই ফোল্ডার এর উপর মাউস এর রাইট বোটম টিপুন তখন আপনি আনলকার নামে একটি ফোল্ডার দেকবেন ওইটাতে কিল্লিক করে ফোল্ডার ডিলিট করবেন। আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন, আশা করি কমেন্ট করবেন। এর আমাকে একটু সাহায্য করবেন আমি কিভাবে প্রোফাইল পিকচার এড করবো। আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন, সুস্তু থাকবেন, ভালবাসা সহ আপনাদের সাব্বির।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
রুচির চরম অবনতি। বাজে।