কীভাবে ফোন চুরি হওয়া রোধ করবেন?

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

ফোন আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এক্সিডেন্টলি ফোনটি হারিয়ে গেলে আমরা বুঝতে পারি কতটা ঝামেলায় পড়তে হয়েছে। তো যাদের প্রায়ই ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাদের জন্যই আজকের এই টিউন৷ আমরা আলোচনা করব কিভাবে আপনি ফোন হারিয়ে যাওয়া রোধ করতে পারবেন তবে এর আগে আপনাকে কতগুলো পদক্ষেপ অবশ্যই নেয়া উচিৎ,

  • ফোনে অবশ্যই স্ট্রং একটি লক স্ক্রিন সেট করুন এটা হতে পারে প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড অথবা ফেসলক
  • Find My Device ফিচারটি এনেভল করুন। এর মাধ্যমে আপনি রিমোটলি ফোন রিসেট দিতে পারবেন অথবা হারিয়ে যাওয়া ফোনটি লোকেট করতে পারবেন। এনেভল করতে Settings > Device admin apps > Find My Device এ চলে যান।
  • আপনি স্মার্ট-ওয়াচ ব্যবহার করতে পারেন। এতে করে ফোনটি রেঞ্জের বাইরে গেলেই আপনি এলার্ম পেতে থাকবেন

উপরের পদক্ষেপ গুলো নিলে আপনি ফোনটি কারো হাতে যাবার আগে আপনি খোঁজ পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু পকেটমাররা ফোন নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আরও সতর্ক হতে হবে৷ চলুন ফোন চুরি রোধের কিছু উপায় দেখে নেয়া যাক।

আমরা এই টিউনে ফোন চুরি রোধের কিছু কার্যকরী মেথড সম্পর্কে আলোচনা করব।

কীভাবে ফোন চুরি হয়?

ফোন চুরি রোধ করার আগে আমাদের জানতে হবে পকেটমাররা আসলে কী কী উপায়ঃ ফোন চুরি করে থাকে। চলুন দেখে নেয়া যাক তাদের টেকনিক গুলো।

ডিসট্রাকশন মেথড

ফোন চুরি করার কমন একটি টেকনিক এটি। নামের মতই এটিতে আপনাকে অন্যকে ডিসট্রাক্ট করা হবে। দলবদ্ধ হয়ে কাজটি কারা হয়। তাদের মধ্যে একজন আপনার সামনে কোন কিছু ফেলে দিতে পারে, আপনি তাকে সাহায্য করতে গিয়ে সেগুলো উঠাতে যাবেন অন্যজন পকেট থেকে ফোনটি নিয়ে যাবে। তারা কাজটি এমন ভাবে করবে আপনি বুঝতেই পারবেন না।

বিভ্রান্ত পদ্ধতি

এই টেকনিকটিও আগের মতই। দলের একজন আপনাকে কোন সাহায্যের বলবে অথবা, আপনার জামায় ময়লা আছে দেখাবে, আপনি যখনই সেদিকে মনোযোগ দেবেন সাথে সাথে পাশ থেকে একজন ফোন নিয়ে যাবে। এই কাজটি বেশির ভাগ সময় করা হয় যখন মানুষ তারাহুরোর মধ্যে থাক।

গোপন হাত

খুবই জনপ্রিয় একটি টেকনিক। চোর নিউজপেপার অথবা ম্যাগাজিন দিয়ে নিজের হাত লুকিয়ে রাখবে। চেয়ারে বসে থাকা পাশের জনের পকেট থেকে ফোন হাতিয়ে নেবে। এটি বেশি দেখা যায় বিভিন্ন স্টেশনে। গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করা হয়। নিউজপেপার দিয়ে হাত লুকানো থাকায় হাতের মুভমেন্ট কেউ ধরতে পারে না।

রানিং মেথড

এই টেকনিকে তারা আপনার কাছে বিপদে পড়ে ফোন চাইবে। বলবে খুব দরকার এখনি কোথাও ফোন করতে হবে। আপনি তাদের হাতে ফোন দেয়ার সাথে সাথে ভীরের মধ্যে হারিয়ে যাবে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে জনবহুল এলাকা গুলোতে এই ধরনের ঘটনা ঘটে।

ধাক্কা পদ্ধতি

এই টেকনিক টাও বেশ ব্যবহৃত হয়। জনবহুল এলাকায় হেটে গেলে আপনি হটাৎ করেই অন্যজনের সাথে ধাক্কা খেতে পারেন অথবা পেছন থেকে ধাক্কা অনুভব করতে পারেন। এটা আসলে পরিকল্পনা করেই করা হয়। একজন আপনাকে ধাক্কা দেবে অন্যজন এই সুযোগে পকেট থেকে ফোন অথবা গুরুত্বপূর্ণ জিনিস হাতিয়ে নেবে।

ট্রেনে চুরি

ট্রেনের জানালার পাশে সুযোগ বুঝে দাঁড়িয়ে থাকবে, ট্রেন ছাড়ার সাথে সাথে জানার পাশে কারো হাতে ফোন পেলে নিয়ে দৌড় দেবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে আপনি চাইলেও গিয়ে চোর ধরতে পারবেন না। আবার কখনো নির্দিষ্ট কিছু জায়গাতে তারা উৎ পেতে থাকতে পারে। জানালার পাশে দামি ঘড়ি বা ফোন পেলেই টান দেবে।

অজ্ঞান পার্টি

গণ-পরিবহন গুলোতে এটি বেশি হয়। চোর আপনার ঘুমানোর অপেক্ষায় থাকে। আপনি ঘুমিয়ে গেলে আপনার প্রয়োজনীয় সব নিয়ে যাবে। যাদের কে অজ্ঞান-পার্টি বলা হয়। নাকের কাছে রুমাল বা কোন কিছু নিয়ে আপনাকে অজ্ঞান করা হতে পারে৷

কিভাবে প্রতিরোধ করবেন

আমরা এতক্ষণ জানলাম কিভাবে পকেটমাররা ফোন চুরি করে এবার আলোচনা করব কিভাবে এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন৷

আপনার কাছে যা নেই তা পকেটমার চুরি করতে পারবে না

কী পরিমাণ জিনিস পত্র নিয়ে বাইরে যাবেন সেটা নির্দিষ্ট করুন। অপ্রয়োজনীয় জিনিস পত্র বহন না করাই ভাল।

পরিবেশ বিবেচনায় সচেতন থাকুন

আমরা জানলাম জনবহুল এরিয়াতে কিভাবে চুরি হয়, সুতরাং ওই সকল জায়গায় বেশি সতর্ক থাকুন।

টার্গেট না হবার চেষ্টা করুন

আপনি স্বাভাবিক ভাবে চলুন, সন্দেহজনক ভাবে চলাচল করলে আপনি টার্গেট হতে পারেন যেমন ব্যাগ কাছেকাছে রাখা, অস্বাভাবিক ভাবে এইদিকে ওদিকে তাকানো।

সর্তক থাকুন

কেউ কোন সাহায্য চাইলে নিজের পকেট বা ব্যাগের দিকে নজর দিন। প্রয়োজনে ফোনটি হাতে নিন। কেউ ফোন নিতে চাইলে নিজে কল দিয়ে ওই নাম্বারে কথা বলুন।

গুরুত্বপূর্ণ জিনিস সামনের পকেটে রাখুন

এর মাধ্যমে আপনি যথেষ্ট নিরাপদ থাকতে পারবেন।

চেইন ব্যবহার করুন

চুরি রোধে আপনি পকেটের সাথে চেইন ব্যবহার করতে পারেন এতে করে ফোন চোরে নিতে চাইলেও পারবে না কারণ চেইনে আটকে থাকবে।

শেষ কথা

বিভিন্ন ভাবেই আমাদের ফোন চুরি হতে পারে তাই আমাদের উচিৎ সব সময় সচেতন থাকা। আশা করছি উপরের দিক নির্দেশনা ফলো করে আপনি আপনার ফোনটিকে নিরাপদ রাখতে পারেন।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো ছিল টিউনটি। ধন্যবাদ।