আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
ওয়েবসাইটকে মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় শুধু মাত্র Google Adsense কে বিবেচনা করি, কিন্তু Google Adsense ছাড়াও মনিটাইজেশনের অনেক অপশন রয়েছে। তাছাড়া বর্তমান সময়ে গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া বেশ কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকে আছে ছয় মাস, এক বছর ওয়েবসাইটের পেছনে সময় ব্যয় করে এডসেন্স এপ্রুভ না পেলে কাজ ছেড়ে দেয়। এটা একদমই হওয়া উচিৎ নয়।
এডসেন্সে কখনো কখনো রিভিনিউ শেয়ার কমও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য ভাল হতে পারে বিকল্প অপশন গুলো। তো আজকের এই আর্টিকেলে আমরা Adsense এর পাঁচটি বিকল্প নিয়ে আলোচনা করব।
Media.net কে অধিকাংশ মানুষ Google adsense এর সেরা বিকল্প হিসেবে বিবেচনা করে। এবং এর পেছনে যথেষ্ট কারণও আছে। এটিও একটি Contextual Advertising প্লাটফর্ম। এর মানে হল আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী এটি এড শো করাবে।
আমরা জানি AdSense গুগলের প্রোডাক্ট এবং এটাও জেনে নিন Media.net, Bing এবং Yahoo দ্বারা পরিচালিত হয়। Bing এবং Yahoo নেটওয়ার্কে কোন কিছু সার্চ দিলে Media.net এড এর এক্সেস পাওয়া যায়।
আপনি এড কিভাবে শো করাবেন এর একাধিক অপশন রয়েছে এই এড সার্ভিসে। রয়েছে মোবাইল এবং ডেক্সটপ এর জন্য আলাদা ভাবে এড অপটিমাইজ করার সুযোগ।
Media.net এর এপ্রুভ পাওয়া কখনো কখনো এডসেন্স থেকেও কঠিন। এখানে এপ্রুভ পেতে আপনার ওয়েবসাইটের মাসিক নির্দিষ্ট একটি ট্রাফিক থাকতে হয়, সেটা ১০০০০ এর কাছাকাছি। একই সাথে হাই কোয়ালিটি কন্টেন্ট, ওয়েবসাইট দেখতে ইউজার ফ্রেন্ডলি এবং প্রফেশনাল ডিজাইনের হতে হয়।
তাছাড়া Media.net এ এপ্রুভ পাওয়ার অন্যতম একটি ক্রাইটেরিয়া হল অধিকাংশ ট্রাফিক US, Canada, এবং UK এর মত দেশ গুলোর হতে হয়। এর মিনিমাম পে-আউট ১০০ ডলার৷ এর একটি সুবিধা হচ্ছে এখানে সরাসরি Payoneer থেকে পেমেন্ট নেয়া যায়৷ Media.net হচ্ছে Adsense এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং CNN, WebMD, Reuters, Forbes, এর মত পোর্টাল গুলো এটি ব্যবহার করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Media.net
Monumetric এড নেটওয়ার্ককে বলা হয় ব্লগার এড নেটওয়ার্ক। এটি অন্যতম সেরা একটি এড পার্টনার এবং এডসেন্স এর বিকল্প। এটি CPC এর পরিবর্তে CPM মেথড ব্যবহার করে৷
আপনি যদি এই নেটওয়ার্ক ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি ১ হাজার ক্লিকের জন্য পেমেন্ট করা হবে। যারা ইতিমধ্যে নির্দিষ্ট ব্লগের জন্য বিশাল একটা ট্রাফিক তৈরি করতে পেরেছে তাদের জন্য এটি ভাল হবে।
এই নেটওয়ার্ক এর মিনিমাম রিকুয়ারমেন্ট হচ্ছে প্রতিমাসে আপনার ১০০০০ ভিউ থাকতে হবে। যদি প্রতিমাসে আপনি ৮০০০০ ভিউ পান তাহলে আপনার জন্য এড সেটআপ ফ্রি তবে এর কম হলে আপনাকে এড সেট আপ বাবদ ৯৯ ডলার পে করতে হবে।
তবে তাদের পে রেট চমৎকার আর এজন্যই এটিকে এডসেন্স এর বিকল্প হিসেবে ধরা হয়। এখানে আপনি এড ইউনিটে বৈচিত্র্যতা পাবেন। এই নেটওয়ার্কে আপনি Inline video ad, native ads, desktop display ads, এবং মোবাইল অপটিমাইজ এড ইউনিট পাবেন।
এই নেটওয়ার্কের দারুণ একটি সুবিধা হল তারা পার্টনারদের পারসোনাল সাপোর্ট দেয়। তারা আপনাকে এড প্লেসিং তথা বিভিন্ন সমস্যায় সাহায্য করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Monumetric
BuySellAds ভিন্ন এবং ইউনিক একটি এড নেটওয়ার্ক। এটি ওয়েবসাইট এর মালিক এবং বিজ্ঞাপনটি দাতাদের মধ্যে মিডল-ম্যান হিসেবে কাজ করে। ওয়েবসাইটের জন্য সব সময় সরাসরি বিজ্ঞাপণ দাতা খুঁজে পাওয়া যায় না, তবে BuySellAds এটিকে বেশ সহজ করে দিয়েছে।
BuySellAds আপনার ওয়েবসাইটের লিস্ট তৈরি করবে এবং সেখানে সকল পরিসংখ্যান দিয়ে দেবে, বিজ্ঞাপণ দাতারা নিজেদের পছন্দ মত স্পেস ভাড়া নেবে।
তারা পেমেন্ট করবে এবং আপনিও সেটা রিভিউ করে দেখতে পারেন। আপনি যদি ২৪ ঘণ্টার মধ্যে কোন রিয়েক্ট না করেন তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে এপ্রুভ হয়ে যাবে।
এই নেটওয়ার্ক তাদের কাস্টমারদের, এড নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। এখানে অতিরিক্ত এড রিজেক্টও করা যায় না আবার সব কিছু একসেপ্টও করা যায় না, মোট কথা দুয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকে৷
আপনি যখন একটি এড একসেপ্ট করবেন BuySellAds স্বয়ংক্রিয়ভাবে এটি ওয়েবসাইটে শো করা শুরু করবে এবং একাউন্টে সকল রিভিনিউ জমা হবে।
এই এড সার্ভিসটি পেতে আপনার প্রতিমাসে ১০০০০০ ভিজিটরের প্রয়োজন পড়বে। এটি ফিল-আপ না হলে আপনার কন্টেন্টকে বিবেচনা করা হবে। এখানে হাই কোয়ালিটি কন্টেন্ট হওয়া আবশ্যক। যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেহেতু আপনার কন্টেন্ট ইংরেজিতে হতে হবে৷
অফিসয়াল ওয়েবসাইট @ BuySellAds
Ezoic বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যা ওয়েবসাইটের মালিক, ব্লগার, এবং যেকোনো ধরনের পাবলিশারদের কন্টেন্টকে মনিটাইজেশনের ব্যবস্থা করে দেয়। এটি গুগলের একটি সার্টিফাইড পার্টনার যা আপনার ওয়েবসাইটে অধিক এড নিয়ে আসতে সাহায্য করবে।
এই এড সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনার ইনকামকে ৫০% পর্যন্ত বুস্ট করতে পারে৷ মেশিন লার্নিং এর মাধ্যমে এটি এমন এড গুলো শো করাবে সেগুলো অধিক রিভিনিউ জেনারেট করবে। তবে এটার সম্পূর্ণ কন্ট্রোল থাকবে আপনার নিজের কাছে, আপনি যেকোনো সময় Ezoic এনেভল বা ডিজেবল করতে পারবেন।
এটা ব্যবহার করা বেশ সহজ এবং ব্লগাররা এটি ফ্রিতেই ব্যবহার করতে পারে তবে একটি শর্ত অবশ্যই ফুলফিল করতে হয়। ফ্রিতে Ezoic ব্যবহার করতে ওয়েবসাইটের নিচের দিকে তাদের একটি বিজ্ঞাপণ দেখাতে হবে তবে এটি না চাইলে আপনাকে প্রতিমাসে ৪৯ ডলার পে করতে হবে এবং আপনার ব্লগে মাসে ১০০০ ডলার ইনকাম থাকতে হবে৷
অফিসিয়াল ওয়েবসাইট @ Ezoic
এডসেন্স এর বিকল্প হিসেবে সম্প্রতি বাজারে এসেছে Mediavine। Mediavine এড নেটওয়ার্কে আবেদন করা কঠিন কিছু না তবে তাদের স্পেসিফিক কিছু রিকুয়ারমেন্ট রয়েছে।
আপনার ওয়েবসাইটের প্রতিমাসে কম করে হলেও ৫০০০০ ভিজিটর থাকতে হবে। সুতরাং বলাই যায় এটি নতুন ওয়েবসাইট গুলোর জন্য উপযুক্ত নয়। আপনি আবেদন করলে তারা গুগল এনালাইটিক্স এর মাধ্যমে যাচাই বাচাই করে দেখবে৷
তারা সব সময় হাই কোয়ালিটি, অরিজিনাল এবং এনগেজিং কন্টেন্ট বিবেচনা করে। এই এড সার্ভিস বিজ্ঞাপণ দাতাদের সুনামের ব্যাপারে বেশ সচেতন, তারা এমন কোন কন্টেন্টে তাদের বিজ্ঞাপণ দেখাবে না যেখানে নির্দিষ্ট বিজ্ঞাপণ দাতাদের সুনাম নষ্ট হবে।
সুতরাং বিতর্কিত কোন বিষয়ে আবেদন পেলে তা তারা সরাসরি রিজেক্ট করে দেয়। তারা একই সাথে চমৎকার কাস্টমার সার্ভিস প্রোভাইড করে৷
এই এড সার্ভিসটি বিশেষ করে ব্লগারদের জন্য সেরা হতে পারে। কারণ তারা ব্লগে কাস্টমাইজ এড প্লেস করার সুযোগ দেয়। Mediavine আপনাকে যেকোনো পেজের এড ডিজেবল করার সুযোগ দেবে।
এই এড নেটওয়ার্কে রিভিনিউ এর ৭৫% পাবে পাবলিশাররা এবং বাকি ২৫% পাবে কোম্পানি। সব মিলিয়ে বলা যায় Mediavine এডসেন্স এর চমৎকার এক বিকল্প।
অফিসিয়াল ওয়েবসাইট @ Mediavine
তো আমরা দেখে নিলাম এডসেন্স এর বিকল্প গুলো। এই এড নেটওয়ার্ক গুলো এডসেন্স এর বিকল্প হতে পারে তবে কখনোই এগুলো গুগলের আবেদন কমাতে পারবে না। এর সবচেয়ে বড় কারণ একমাত্র গুগল মিনিমাম ট্রাফিক ছাড়া এপ্রুভ দেয়।
তারপরেও যদি আপনার ওয়েবসাইটে মাসে ১০০, ০০০ এর বেশি ভিজিটর থাকে তাহলে BuySellAds কে বিবেচনা করতে পারেন তবে আপনার বিজনেস ও ব্লগিং এর ক্ষেত্রে Media.net নিরাপদ হতে পারে৷
আপনি যদি পাওয়ার ফুল এড টেস্টিং টুল চান তাহলে আপনার জন্য ভাল হবে Ezoic কারণ এটি গুগলের সার্টিফাইড পার্টনার। তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।