অ্যান্ড্রয়েড ফোনে “আপনার কলটি রেকর্ড হচ্ছে” এলার্ট ডিজেবল করবেন যেভাবে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

এখন আপনি যদি নতুন কোন অ্যান্ড্রয়েড ফোন কিনুন তাহলে, Google Phone এ ডিফল্ট ডায়ালার হিসেবে পাবেন। কারণ গুগল সকল অ্যান্ড্রয়েড ফোনে Google Phone কে বাধ্যতামূলক করেছে৷

যদিও Google Phone বেশ উপকারী একটি অ্যাপ এবং এতে চমৎকার সব ফিচার রয়েছে তারপরেও অনেক ইউজাররা এটি নিয়ে সন্তুষ্ট না। অসন্তোষের অন্যতম কারণ এখানে কল রেকর্ড করা হলে অপর প্রান্তের ব্যক্তিও সেটা বুঝতে পারে।

আপনি যদি Google Phone ব্যবহার করে কল রেকর্ড করেন তাহলে রেকর্ড এলার্ট বাজবেই, তা না হলে আপনি কল রেকর্ড করতে পারবেন না। রেকর্ড শুরু করার সাথে উভয় পাশে শুনতে পারবেন, আপনার কলটি রেকর্ড হচ্ছে।

এটা গুগলের একটা পলিসি যেটা নির্দেশ করে কারো অজ্ঞাতে কারো কথা রেকর্ড করা যাবে না। কাউকে না জানিয়ে কল রেকর্ড করা প্রাইভেসির লঙ্ঘন বলেই মনে করে গুগল।

তবে আমরা এই কল রেকর্ডের মর্ম বুঝি। কোন বিশেষ প্রয়োজনেই কল রেকর্ড করি এবং সেটা যদি অপর পক্ষ জেনে যায় তাহলে সমস্যা তৈরি করতে পারে। আর দীর্ঘদিন ধরে কল রেকর্ড অপশন ব্যবহার করে আসা আমরা কখনই এটা মেনে নিতে পারব না, তা যে কারণই থাকুক। হতাশা জনক বিষয় হচ্ছে গুগল এটি ডিজেবল কররা কোন অপশন রাখে নি। তো আজকে এই টিউনে আমরা জানব কিভাবে এই কল রেকর্ড এলার্ট বন্ধ করা যায়।

কিভাবে Google Phone এর রেকর্ড এলার্ট ডিজেবল করবেন

Google Phone এর কল রেকর্ড এলার্ট বন্ধ করতে আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করতে হবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি করবেন,

ধাপ ১

প্রথমে Google Play Store এ যান এবং TTSLexx অ্যাপটি ইন্সটল করুন।

ধাপ ২

ইন্সটল করার পর, ফোনের সেটিংস এ যান এবং সার্চ করুন Text to Speech।

ধাপ ৩

Text to Speech (TTS) ওপেন করে Preferred engine অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ৪

Preferred Engine হিসেবে এখানে TTSLexx সিলেক্ট করে দিন।

ধাপ ৫

Ok তে ক্লিক করুন

এবার সেটিংস থেকে Google Phone এ যান এবং Clear data তে ক্লিক করে আগের সব ডেটা ক্লিয়ার করে দিন।

আপনার কাজ শেষ! এখন কল কানেক্ট হবার আগেই রেকর্ড এলার্ট বাজবে সুতরাং অপর ব্যক্তি এটা শুনবে না।

শেষ কথা

আমরা জরুরি কাজে কোন কিছুর প্রমাণ রাখতেই সাধারণত কল রেকর্ড করি এখন অপর ব্যক্তি যদি আগেই বুঝে ফেলে যে তার কল রেকর্ড হচ্ছে তাহলে আমাদের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।

আশা করছি এই টিউনের মাধ্যমে আপনি Google Phone এর কল রেকর্ড সংক্রান্ত সমস্যাটির সমাধান পেয়েছেন। মতামত জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস