আনেকে কুকি বা আইডি/ পাসওয়ার্ড ব্যাবহার করার জন্য বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগ্রহ করেন। আবার কেউ কেউ txt ফাইল ডাউনলোড করেন। এই সকল কাজ করতে করতে আনেক সময় পার হয়ে যায়, এর চেয়ে ফ্রী মেম্বার হয়ে ডাউনলোড করাও ভাল। না না আমি এখানে Rapidshare,Megaupload,Hotfile,Fileserve,Filefactory.,Depositfiles,Filesonic,Netload,Easy-share এগুলো One click করেই High Speed এবং কোন কারনে ডাউনলোড বন্ধ হয়ে গেলে পুনরায় Resume করতে পারবেন। কারন বাংলাদেশের বিদ্যুতের যে আবস্থা তাতে Resume ছাড়া উপায় নাই। আরেকটা কথা এই সাইটটা কখন Invalid দেখায় না। আমি এই পর্যন্ত পাই নাই।
প্রথমে http://www.tamsudoitoi.net/10s/ লিঙ্কে যান। এবং আপনার নাম লিখে, ডানদিকের নিচে profile ক্লিক করুন।(শুধুমাত্র প্রথম বার, আর লাগবে না)
এবার আপনার password দিন (শুধুমাত্র প্রথম বার, আর লাগবে না)। কোন ই-মেইল চেক করবে না।
ব্যাস হয়ে গেল এখন আপনি মেম্বার। এখন যদি আপনি windows টি বন্ধ করে দেন তাহলেও আপনি সাইন ইন হয়ে থাকবেন। এবং আনেক দিন পরেও আপনি সাইন ইন হয়ে থাকবেন।
এবাই উল্লেখিত বা সাপোর্ট ওয়েব সাইটের লিঙ্ক কপি করে message এর ঘরে দিন এবং go চাপুন
কিছুক্ষন আপেক্ষা করুন(১০ সেকেন্ড বা আরও কম) । দেখবেন আপনার ডাউনলোড লিঙ্কটা চলে এসেছে। ওই লিঙ্কটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু এবং ইচ্ছা করে ডাউনলোড cancel করে আবার resume দিন দেখবেন আগের জায়গা থেকে ডাউনলোড হচ্ছে।
এবার পরের বার ডুকেই লিঙ্ক কপি-পেস্ট করে go চাপলেই ডাউনলোড লিঙ্ক চলে আসবে। এবং ডাউনলোড করুন Unlimited.
কেমন লাগল জানাবেন।
আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।
সিস্টেম ট্রেতে এত অ্যাপ্লিকেশান… আপনার পিসি বুট করতে কতক্ষণ লাগে ভাই?