ফাইল ডিলিট করতে সমস্যা ? সমাধানটি দেখেনিন (No Download)

আস-সালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আসা করি ভাল। আজাকে আমি, আমাদের একটি সাধারণ সমস্যার সমাধান দিব। আর সমস্যা টি হল আমরা অনেক সময় কম্পিউটার এর কিছু ফাইল ডিলিট করতে পারিনা, কাহিনি করে আর আজকে আমি তার The End করব। তোসুরু করা জাক।

আমাদের কম্পিউটার এর কিছু ফাইল ডিলিট করতে গেলে এরকম দেখায়

এখন আমরা এইরকম ফাইল কি ভাবে ডিলিট করতে হয় তাই জানবো।
এরকম ফাইল ডিলিট করার জন্য প্রথমে আমার Start>run>cmd যাব

এখন আমার cmd window তে টাইপ করবোঃ cd Desktop

তারপর আমরা CMD কে বলবো আমাদের ডেক্সটপ এ কাজ করার জন্য। আর এই জন্য আমরা cmd window তে টাইপ করবোঃ dir

আমারা আবার cmd window তে টাইপ করবোঃ taskmgr । এর ফলে আমাদের টাস্ক ম্যানেজার অন হবে। এরপর Processes বার থেকে explorer.exe ফাইল টি ক্লোজ করে দিব,এর জন্য আমারা explorer.exe ফাইল টিতে ক্লিক করে End Process ক্লিক করবো।

জেই ফাইল টির জন্য আমার এত কিছু করলাম এখন তার সমাপ্তি ঘটাবো এর জন্য আবার আমার CMD window তে যাব অ্যান্ড টাইপ করবোঃ del "ফাইল নামে" এবং এন্টার চাপবো

সর্বশেষ কাজ=> এখন আমার explorer.exe ফাইল টি অন করবো আর এর জন্য টাস্ক ম্যানেজার ফিরে যাব Applicatios বারে ক্লিক করবো তারপর নিচের New Task... এ ক্লিক করবো এর পর জেই বক্স টি আসবে তাতে আনারা explorer.exe টাইপ করে OK ক্লিক করবো ।

সবাই ভাল থাকবেন এবং কন সমস্যা হলে জানাবেন আর ভাল লাগলে কমেন্ট করবেন 😀

Level 0

আমি Samrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন। পরে অনেক কাজে আসবে। ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ মন্তব্য করারা জন্য

মাঝে মাঝে এই সমস্যায় পড়ি।ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য করারা জন্য

ধন্যবাদ

ধন্যবাদ দিতেই হয় 😉

কাজের টিওন কিন্তু একটু জটিল…মনে রাখতে কস্ট হবে। ধন্যবাদ

ভালো টিউন, ধন্যবাদ

Level 0

ধন্যবাদ দিতেই হয় 😉

ধন্যবাদ বহুত দরকারী টিউন অনেক সমস্যায় পড়তাম এখন আশা করি আরামে কাজ করতে পারব।
ভবিষ্যতেও আশা করি এরকম অনেক কিছু পাব।

    Level 0

    পাবেন না কেন? আমার জন্য দোআ করবেন

কাজের।

    Level 0

    ধন্যবাদ মন্তব্য করারা জন্য।

Level New

চমৎকার টিপস।

চপল ভাই……এই ধরনের নোংরামো বাদ দেন…….