টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনটি মূলত বিভিন্ন সার্চ ইঞ্জিন এর উপর।
গুগল বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এতে সন্দেহ নেই তবে গুগল আপনাকে সব কিছু সার্চ দিয়ে দেখাতে পারে বিষয়টি এমন নয়। নির্দিষ্ট কিছু বিষয় সার্চ দিতে এবং উপযুক্ত রেজাল্ট পেতে গুগলের বিকল্প কিছু সার্চ ইঞ্জিন দারুণ কাজ করে৷
গুগল ছাড়া আমরা ইন্টারনেটে এক মুহূর্তে কল্পনা করতে পারি না। কখনো যদি গুগল কোন কারণে কিছু মুহূর্তের জন্য অফ থাকে তাহলে কতটা অস্বস্তিতে পড়তে হয়, এটা যাদের অভিজ্ঞতা আছে তারাই কেবল জানেন। তবে বিভিন্ন প্রাইভেসি ইস্যুতে গুগল প্রায়ই আলোচনায় আসে, ইউজাররা বিকল্প সার্চ ইঞ্জিন খুঁজে। গুগল ব্যবহার একবারে অফ না করে দিলেও বিভিন্ন কাজে বিকল্প সার্চ ইঞ্জিন গুলো মানুষ ব্যবহার করে। তো চলুন দেখে নেয়া যাক বিকল্প ১১ টি সার্চ ইঞ্জিন যেগুলো আলাদা আলাদা কাজে আপনাকে বেশ ভালো রেজাল্ট দিতে পারে। ১১ টি সার্চ ইঞ্জিনের মধ্যে কিছু আছে আন-ফিল্টার সার্চ ইঞ্জিন যেগুলো কোন ফিল্টারিং ছাড়া আপনাকে সার্চ রেজাল্ট দেবে।
গুগল তার নিজের জায়গায় যেমন সেরা তেমনি, Ecosia তার জায়গাতে সেরা। তবে এটি ভিন্ন দিক থেকে সেরা। এই সার্চ ইঞ্জিনটি Bing এর সার্চ রেজাল্ট ব্যবহার করে। এর মানে হল Bing থেকে সার্চ রেজাল্ট কিনে নিজেরা মডিফাই করে ইউজারদের কাছে প্রদর্শন করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সার্চ ইঞ্জিন থেকে প্রাপ্ত লভ্যাংশের ৮০% ব্যবহার করা হয় পরিবেশ রক্ষায়। ইউজারদের এড দেখার ফলে যে অর্থ আয় হয় সেটা Burkina Faso, Madagascar, Indonesia, এবং Peru এর মত দেশ গুলোতে বৃক্ষরোপণের কাজে ব্যবহৃত হয়। এটার FAQs গিয়ে তাদের সম্পর্কে এবং তাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Ecosia একটি আন-ফিল্টার সার্চ ইঞ্জিন তবে যেহেতু এটি প্রাকৃতিক ভারসাম্য নিয়ে কাজ করে তাই, পরিবেশ সংক্রান্ত বা সবুজ বিপ্লবে অংশ নেয়া ওয়েবসাইট গুলোকে মানুষ বেশি গুরুত্ব দেয়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Ecosia
আপনি যদি প্রাইভেট সার্চ ইঞ্জিন বা প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন এর কথা চিন্তা করেন তাহলে Qwant কে আপনার প্রথম দিকে রাখতে হবে। Qwant দেখতে অনেকটাই গুগলের মত ভিজ্যুয়াল সার্চ ইঞ্জিন, তবে এক দুইটা কারণে এটা গুগল থেকে বেশি আকর্ষণীয়।
এই সার্চ ইঞ্জিনটি আপনার সকল সেটিংস এবং ডেটা আপনার ডিভাইসের লোকাল স্টোরেজে সেভ রাখবে। চাইলে রেজিস্ট্রেশন করে, নির্দিষ্ট সার্চ গুলো আপনি বুকমার্ক করেও রাখতে পারেন। আগেই বলেছি এটি একটি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন, সুতরাং প্রাইভেসি সম্পর্কে তদের বক্তব্য, আপনি যদি একটি আইডির মাধ্যমেও আমাদের সাথে কানেক্ট থাকেন তারপরেও আমরা কোন Cookie বা ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করব না।
তার মানে হল আইডির সাথে কানেক্ট করা যেকোনো ইনফো আইডি ডিলিট করলে রিমুভ হয়ে যাবে। এই সার্চ ইঞ্জিনও Bing এর সার্চ রেজাল্ট ব্যবহার করে। তার মানে প্রাইভেসিকে মেইনটেইন করেও আপনি দারুণ সার্চ রেজাল্ট পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Qwant
কোন আনসেন্সরড সার্চ ইঞ্জিন যা পারসোনাল ডাটা শেয়ার করে না, সব সময় ইউজারদের কাছে লোভনীয়। আপনি এমন সার্চ ইঞ্জিন গুলোর সাথে ইতিমধ্যে পরিচিত থাকলে, নতুন আরেকটা আপনার লিস্টে যোগ করতে পারেন। আমরা কথা বলব Peekier নিয়ে। Peekier নতুন একটা প্রাইভেসি ফোকাস ওয়েবসাইট যা জনপ্রিয় সার্চ ইঞ্জিন DuckDuckGo এর মত কাজ করে। এটিও Bing এর সার্চ রেজাল্ট ব্যবহার করে আনফিল্টার সার্চ রেজাল্ট দেয়।
Peekier এর প্রাইভেসি বৈশিষ্ট্যের কথা যদি বলি, এটি আপনার কোন পারসোনাল ইনফরমেশন সেভ রাখবে না এবং ট্র্যাক করবে। ছোট একটি প্রিভিউ কার্ড সহ এটি আপনাকে পরিষ্কার একটি ইউজার ইন্টারফেসে দ্রুত, আনফিল্ডারড সার্চ রেজাল্ট দেবে।
আপনি উপরে ডান পাশ থেকে Hamburger আইকনে ক্লিক করে আপনার সেটিংস ঠিক করে দিতে পারবেন। Peekier আপনাকে সার্চ কিওয়ার্ডের অটো সাজেশন দেবে চাইলে রেজাল্ট আসার পরেও আপনি সেগুলোকে রিফাইন করতে পারেন। এই সার্চ ইঞ্জিন কখনো আপনার রেজাল্ট ফিল্টার করবে না, তবে Region এর ভিত্তিতে কিছু রেজাল্ট ফিল্টার হতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Peekier
গুগল কখনো হয়তো Collaborate সার্চের কথা ভাবে নি আর ভেবে থাকলে সেটা আমরা পাই নি। এই দিক থেকে আমি এগিয়ে রাখতে পারি SearchTeam কে। SearchTeam নিজেদের, “collaborative search engine” হিসেবে দাবি করে। কনসেপ্টটা ভিন্ন হলেও দারুণ। এই মাধ্যমে আপনি টিম ভিত্তিতে ইন্টারনেটে সার্চ করতে পারেন এতে যা হবে, যারা এখানে Collaborate থাকবে সবাইকে একই ইনফরমেশন দেখানো হবে। দল ভুক্ত হয়ে কোন প্রজেক্ট করলে এই ধারনাটি দারুণ হতে পারে।
আপনি চাইলে কোন ভেকেশন প্ল্যান অথবা কোন প্রজেক্টে কাজ কয়েকজন বন্ধু বা পরিবারের সদস্যরা মিলে SearchTeam এর মাধ্যমে করতে পারেন। এই সার্চ ইঞ্জিনের বলতে গেলে একটাই অসুবিধা, সেটা হল এটি সাবস্ক্রিপশন ভিত্তিক সার্চ ইঞ্জিন। আপনি এই সার্চ ইঞ্জিনে একই সাথে কাজ করতে ইমেইলের মাধ্যমে বন্ধুদের ইনভাইট করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ SearchTeam
নাম দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন এই সার্চ ইঞ্জিন কি ধরনের সার্ভিস দেবে। এটি এমন একটি সার্চ ইঞ্জিন যা আপনাকে সকল সার্চ রেজাল্ট দেখাবে না। এটি একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন। শিশুদের জন্য ব্যবহার উপযোগী এই Kiddle সার্চ ইঞ্জিন গুগলের একটা কাস্টমাইজড ভার্সন। বড় থাম্বনেইল, ইমেজ, ফন্টের সমন্বয়ে তৈরি এই সার্চ ইঞ্জিন সব সময় শিশুদের জন্য উপযুক্ত ওয়েব, ইমেজ এবং ভিডিও সার্চ রেজাল্ট দেখাবে।
আন-ফিল্টার সার্চ ইঞ্জিন কখনোই শিশুদের জন্য উপযুক্ত নয় এমনকি গুগলও উপযুক্ত নয় যদিও গুগলে SafeSearch অপশন রয়েছে। শিশুদের এডাল্ট, ব্ল্যাক মার্কেট সহ আরও অনেক ক্ষতিকর ওয়েবসাইট থেকে দূরে রাখতে এই সার্চ ইঞ্জিনটি কাজ করে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Kiddle
আমরা যদি বর্তমানে টিভি বা অন্যান্য বিনোদন মাধ্যম গুলো থেকে অনলাইন স্ট্রিমিং কতটা জনপ্রিয়। আর এই বিষয়টি ভেবেই JustWatch এর উৎপত্তি, বর্তমানে কোন প্ল্যাটফর্মে কোন মুভি সিরিজ স্ট্রিম হচ্ছে সব জানতে পারবেন এটার মাধ্যমে।
আপনি চাইলে আপনার সার্চ রেজাল্ট Genres, IMDb বা Rotten Tomatoes র্যাটিং, প্রাইজ, কোয়ালিটি, এবং রিলিজ ইয়ার দিয়ে ফিল্টার করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ JustWatch
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া তথা চ্যাটিং প্ল্যাটফর্ম গুলোতে emoji এবং GIF বেশ জনপ্রিয়। আশা করা যায় ভবিষ্যতে এটির জনপ্রিয়তা আরও বাড়বে অথবা চ্যাটিং এর ধারনাও পরিবর্তন হতে পারে। তো GIF এবং পেতে আপনাকে সাহায্য করতে পারে Giphy সার্চ ইঞ্জিন।
Giphy এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে কোন ধরনের রেস্ট্রিকশন নেই সেখানে ইচ্ছে মত ইমুজি সার্চ দিতে পারেন। আমি সাজেস্ট করছি না তবে আপনি সেখানে NSFW সার্চ রেজাল্টও পেতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Giphy
Google সার্চ এখনো 3D প্রিন্টিং মডেল সার্চের জন্য উপযুক্ত নয়। শুধু মাত্র 3D প্রিন্টিং জন্য সেরা হতে পারে Thangs সার্চ ইঞ্জিনটি। এটি মূলত একটি যারা 3D প্রিন্ট ডিজাইন করে তাদের অনলাইন কমিউনিটি। নিজেদের কাজ অন্যদের সাথে শেয়ার করতে এই সার্চ ইঞ্জিনটি দুর্দান্ত।
Thangs নিজেদের “geometric search engine” হিসেবে দাবি করে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি ওয়েবসাইট। এটি 3D মডেল চিনতে পারে এবং কিভাবে বিভিন্ন পার্ট যুক্ত করা হয়েছে সেটা বুঝতে পারে তারপর এটি নির্দিষ্ট অবজেক্টের কাজ, খরচ, ম্যাটারিয়াল, পারফরম্যান্স এবং যন্ত্রাংশের ভিত্তিতে সঠিক প্রিডিকশন দিতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Thangs
NASA এর এই পর্যন্ত যত অর্জন রয়েছে সেই সংক্রান্ত সকল ছবি এবং তথ্য পাবেন NASA Images নামক আনফিল্টার সার্চ ইঞ্জিনে। NASA Images এ এখন পর্যন্ত ১৪০, ০০০ এর বেশি নাসার ইমেজ, ভিডিও, এবং অডিও ফাইল আপনি খুঁজে পাবেন, রয়েছে বিভিন্ন মিশনের বিস্তারিত ইতিহাস।
যেকোনো সাইন্স লাভার নিঃসন্দেহে এটিকে পছন্দ করতে পারেন। বৃহৎ এই তথ্য ভাণ্ডার আপনি ৬০ টির বেশি লোকেশন থেক এক্সপ্লোর করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ NASA Images
যারা ইন্টারনেটে ওপেন সোর্স কোড সার্চ দিতে চান তাদের জন্য রয়েছে SearchCode। SearchCode কোন সার্চ রেজাল্ট ফিল্টার করে না এবং এটি পুরো ইন্টারনেট থেকে ১০ টিরও সোর্স থেকে ৯০ টির বেশি ল্যাংগুয়েজ এর কোড আপনাকে কালেক্ট করে দিতে পারে।
আপনি এই সাইটের মাধ্যমে নির্দিষ্ট Source, Repository, অথবা Language এর অধীনে কোড সার্চ করতে পারেন। আপনার সার্চ দেয়া রিলেভ্যান্ট লাইন গুলো হাইলাইট করে দেখাবে এই দারুণ সার্চ ইঞ্জিনটি।
অফিসিয়াল ওয়েবসাইট @ SearchCode
গুগল ট্রান্সলেট এর বিকল্প হিসেবে ধরতে পারেন Ludwig কে। ট্রান্সলেশন এ সঠিক বাক্য পেতে টি সাহায্য করবে। এর মাধ্যমে ইংরেজি গ্রামার সংক্রান্ত সমস্যাও সমাধান করতে পারেন। ধরুন আপনি ইংরেজিতে একটি বাক্য লিখলেন, এটি সঠিক কিনা জনতে আপনাকে সাহায্য করবে Ludwig। আপনি নির্দিষ্ট বাক্য লিখলে এটি বিভিন্ন সোর্স থেকে সামঞ্জস্যপূর্ণ বাক্য খুঁজে দেবে।
Ludwig তার বিশাল ডাটাবেস থেকে The New York Times, PLOS ONE, BBC, এর মত সাইট গুলো থেকে বাক্য তুলে আনবে। আপনি পাবেন নির্ভুল ভাবে ইংরেজি লিখার সুযোগ।
অফিসিয়াল ওয়েবসাইট @ Ludwig
আমি উপরে বিভিন্ন সার্চ ইঞ্জিন সম্পর্কে বলতে গিয়ে বলেছি, এটি Bing এর সার্চ রেজাল্ট ব্যবহার করে। চলুন এর মানে নিয়ে কথা বলা যাক৷ আমরা জানি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুটি সার্চ ইঞ্জিন Google এবং Bing। এই দুইটি সার্চ ইঞ্জিন প্রতিদিন কোটি কোটি সার্চ রেজাল্ট তৈরি করে। এই কাজ টি করতে তাদের যে টেকনিক্যাল সক্ষমতা রয়েছে সেটা, Ecosia, Qwant, এর মত ছোট ছোট সার্চ ইঞ্জিন গুলোর নেই। তাই তারা বড় সার্চ ইঞ্জিন গুলো থেকে সার্চ রেজাল্ট কিনে নেয়। গুগল বা Bing উভয় সার্চ ইঞ্জিন থেকে তারা রেজাল্ট কিনতে চায় তবে যেখানে কম খরচে পায় সেখান থেকেই সার্চ রেজাল্ট নেয়।
গুগলের সাথে রিপ্লেস হতে এই সার্চ গুলো কাজ করছে না, নির্দিষ্ট বিষয়ে গুগল থেকে ভাল রেজাল্ট দেয়াই তাদের উদ্দেশ্য।
গুগল অধিকাংশ সময় সার্চ রেজাল্ট ফিন্টার করে সুতরাং আন-ফিল্টার সার্চ পেতে এই সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করতে পারেন।
আশা করছি নির্দিষ্ট কাজের জন্য উপরে আলোচনা করা সার্চ ইঞ্জিন গুলো আপনার ভাল লাগবে। কেমন হল টিউনটি জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।