আসসালামু আলাইকুম কেমন আছেন টেকটিউনস কমিউনিটি, আশা করছি ভাল আছেন সুস্থ আছেন৷ বরাবরের মতই আপনাদের সামনে হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন বেশি কথা না বলে শুরু করি।
আপনি হয়তো প্রতিনিয়ত ইউটিউব ব্যবহার করছেন কিন্তু এমন কিছু ট্রিকস বা শর্টকাট আছে যেগুলো সম্পর্কে আপনি জানেন না। সেই শর্টকাট গুলো আপনার সময় বাঁচিয়ে দেয়ার পাশাপাশির ইউটিউবে দিতে পারে নতুন অভিজ্ঞতা। তো আপনার অজানা এমন কিছু ট্রিকস নিয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি।
ইউটিউব এর সবচেয়ে কাজের এবং দরকারি শর্টকাটটি হল প্লে-ব্যাক কন্ট্রোল শর্টকাট। আমরা অনেকেই জানি যে কিবোর্ডের স্পেস বারে প্রেস করলে ভিডিও Play/Pause হয়। আপনি এই কাজটি কিন্তু K প্রেস করেও করতে পারেন। চলুন আরও কিছু শর্টকাট দেখা যাক।
আপনি ভিডিও চলা কালে যদি Left Arrow তে ক্লিক করেন তাহলে ভিডিওটি পাঁচ সেকেন্ড পিছিয়ে যাবে একই ভাবে Right Arrow তে ক্লিক করলে পাঁচ সেকেন্ড এগিয়ে যাবে। যদি ৫ সেকেন্ডে ১০ সেকেন্ডে পরিণত করতে চান তাহলে J এবং L এ প্রেস করুন।
আপনি যদি ভিডিও এর একবারে শুরুতে চলে যেতে চান তাহলে 0 অথবা Home এ প্রেস করতে পারেন। একই ভাবে 0 থেকে 9 পর্যন্ত সব গুলো বাটনকে কাজে লাগাতে পারেন। যেমন 1 এ প্রেস করলে একটু এগিয়ে যাবে, 2 প্রেস করলে আরেকটু এগিয়ে যাবে, এভাবে 9 প্রেস করলে ভিডিও এর শেষ দিকে চলে যাবে।
এতক্ষণ দেখলাম কিভাবে স্কিপ করবেন, এবার আপনি যদি চান প্লে-ব্যাক স্পিড বাড়িয়ে দেবেন, সেটাও করতে পারবেন। Shift + > অথবা Shift + < এ ক্লিক করে আপনার প্লে-ব্যাক স্পীড 0.25x থেকে 2x. রেঞ্জে বাড়াতে কমাতে পারবেন।
আপনি চাইলে ‘.’ অথবা ‘, ’ ব্যবহার করে ভিডিও Pause থাকা কালে এর ফ্রেম থেকে ফ্রেমে শিফট হতে পারবেন। ভিডিও এর প্রতিটি মুহূর্ত স্ক্রিনশট নিতে এই মেথডটি বেশ কার্যকরী।
তাছাড়া আপনি চাইলে Up এবং Down Arrow এর মাধ্যমে ভলিউম বাড়াতে কমাতে পারবেন। ৫% করে ভলিউম বাড়বে। Mute এবং Unmute করতে M ব্যবহার করতে পারেন।
যদি ফুল-স্ক্রিনে ভিডিও দেখতে চান তাহলে F এ প্রেস করুন এবং ESC তে ক্লিক করে আগের মুডে ফিরে আসতে পারবেন। ছোট প্লেয়ারে ভিডিও প্লে করতে I এ ক্লিক করুন এবং পুনরায় I ক্লিক করে ভিডিও পেজে ফিরে যান। Theater Mode এ ভিডিও প্লে করতে T তে প্রেস করুন।
এখানেই শেষ নয় আরও আছে, Caption অন অফ করতে C প্রেস করুন, ক্যাপশন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে Settings>Subtitles>options>Background Color এ চলে যান। প্লেলিস্ট এর পূর্ববর্তী ভিডিওতে যেতে SHIFT + p পরবর্তীতে ভিডিওতে যেতে SHIFT + n এ ক্লিক করুন।
চলুন আরও কিছু টিপস এন্ড ট্রিকস দেখে নেয়া যাক যার মাধ্যমে আরও চমৎকার ভাবে পুরো ইউটিউব ওয়েবসাইটটিকে ন্যাভিগেট করতে পারবেন। চলুন সার্চের ক্ষেত্রে কিছু কমান্ড দেখি।
আপনি যদি ইতিমধ্যে ইউটিউবে থাকেন তাহলে / প্রেস করুন দেখবেন সার্চ বারে চলে গেছে। ইউটিউব নেই? URL এ YouTube.com লিখে TAB এ প্রেস করুন, দেখবেন সরাসরি সার্চ এর অপশন চলে এসেছে।
আপনি চাইলে ডেক্সটপ থেকেও সার্চ দিতে পারেন, Windows Key+R এ প্রেস করুন এবং chrome youtube.com/results?search_query=SEARCH কমান্ডটি লিখুন। Search এর জায়গায় আপনার পছন্দের কিওয়ার্ড লিখুন এবং Enter দিন। দেখবেন সরাসরি ক্রোমে ইউটিউব ওপেন হয়ে আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড সার্চ হয়ে গেছে।
আপনি যদি ক্রোম ছাড়া অন্য ব্রাউজার ব্যবহার করেন তাহলে Chrome এর জায়গায় 'firefox’, ‘iexplore’, or ‘microsoft-edge’ রিপ্লেস করে দিন।
আপনি সার্চের ক্ষেত্রে '+’ অথবা ‘-‘ দিয়ে সার্চ রেজাল্ট ফিল্টারও করতে পারেন। যেমন আপনি Smart Phone লিখে সার্চ করবেন, আপনি চান না Samsung বিষয়ে কিছু আসুক। তাহলে এভাবে লিখবেন,
Smart Phone -samsung
দেখুন দুইভাবেই সার্চ দিলাম এবং ফলাফল গুলো আলাদা ভাবে দেখাচ্ছে৷
আবার চাইলে কোন ভিডিও এর নির্দিষ্ট সময় ও বিষয়ও নির্দিষ্ট করে দিতে পারেন। যেমন আপনি কোথাও বেড়াতে যাবেন এবং নির্দিষ্ট সময়ের ভিডিও দেখবেন সেক্ষেত্রে লিখতে পারেন।
sajek valley drone view "april" এর মানে যে ভিডিও গুলো আসবে সব গুলোই এপ্রিল মাসের।
এবার আমরা ইউটিউবের ম্যানুতে থাকা বিভিন্ন ফিচার সম্পর্কে জানব। ধরুন আপনি একটি ভিডিও দেখার সকালে হটাৎ করে ট্যাবটা ক্লোজ হয়ে গেল কিন্তু ভিডিওটি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে History অপশনটি।
আপনি হোমপেজ এর বামপাশ থেকে History তে ক্লিক করে আগের ভিডিও গুলো দেখে ফেলতে পারেন। আবার বিভিন্ন ডিভাইসে মুভ করলেও এই ফিচারটি আপনার কাজে আসতে পারে।
তবে এই ফিচারটি ব্যবহার করতে আগে নিশ্চিত হোন Turn on watch history অপশনটি এনেভল করা আছে কিনা। অপশনটি ডিজেবল থাকলে আপনার কোন ভিডিও হিস্ট্রি কিন্তু রেকর্ড হবে না।
আরেকটি টিপস ফলো করতে পারেন, আপনি যদি দীর্ঘ সময় কোন ভিডিও সেভ রাখতে চান তাহলে সে সব ভিডিও তে Comment করে রাখতে পারেন পরবর্তী টিউমেন্ট হিস্ট্রিতে গিয়ে সেগুলো সহজেই খুঁজে বের করতে পারেন।
দীর্ঘ সময় ভিডিও দেখে আপনার চোখের ক্ষতি করছেন না তো? চোখের উপর থেকে চাপ কমাতে ব্যবহার করুন ইউটিউব এর ডার্কমুড। হোমপেজের উপরের আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন ড্রপ ডাউন ম্যানু থেকে Appearance > Dark Theme সিলেক্ট করুন।
আমরা ইউটিউব সব সময় ব্যবহার করলেও হয়তো এই টিপস গুলো জানি না। এই টিপস গুলো একই সাথে যেমন আপনার সময় বাঁচিয়ে দেবে তেমনি ইউটিউব ভিডিও দেখায় নতুন অভিজ্ঞতা পাবেন।
আশা করছি এই টিউনটি আপনার কাছে ভাল লেগেছে, টিউমেন্টের মাধ্যমে জানান কোন শর্টকাটটি আপনার বেশি ভাল লেগেছে। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।