আসুন দেখেনেই কিভাবে দেখব কম্পিউটার কতো বিট এরঃ-
এখানে Win 7 / Win Vista / Win xp এর জন্য উল্লেখ করা হলো;
Win 7 এর জন্য দেখা খুবই সহজঃ-
"My Computer" এ রাইট ক্লিক করে "Properties" এ ক্লিক করেন "System Type" এ আপনি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছেন তা দেওয়া আছে।
Win Vista এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এ
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
Win xp এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এ
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
আপনার কম্পিউটার ৩২-বিট না ৬৪-বিট এর? জানাতে ভুলবেন না।
(টিউন টি নতুনদের জন্য, আর ভুল হলে সমাধান দিতে ভুলবেন না।)
আমি Joti360। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
32