যেভাবে বুঝবেন আপনার কম্পিউটার ৩২-বিট না ৬৪-বিট এর?

আসুন দেখেনেই কিভাবে দেখব কম্পিউটার কতো বিট এরঃ-
এখানে Win 7 / Win Vista / Win xp এর জন্য উল্লেখ করা হলো;

Win 7 এর জন্য দেখা খুবই সহজঃ-
"My Computer" এ রাইট ক্লিক করে "Properties" এ ক্লিক করেন "System Type" এ আপনি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছেন তা দেওয়া আছে।

Win Vista এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এ
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।

Win xp এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এ
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।

আপনার কম্পিউটার ৩২-বিট না ৬৪-বিট এর? জানাতে ভুলবেন না।

(টিউন টি নতুনদের জন্য, আর ভুল হলে সমাধান দিতে ভুলবেন না।)

Level 0

আমি Joti360। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

আমার x64-based PC দেখাচ্ছে , তাহলে আমার টা কত বিটের……..

sorry আমার x86-based PC দেখাচ্ছে , তাহলে আমার টা কত বিটের……..

    আপনার পিসিতে কোন OS দেওয়া আছে Win 7 / Win Vista / Win xp ???

    x86 হলে 32bit আর x64 হলে 64bit। ভাই জ্যোতি প্রকাশ সব windows এর একই নিয়ম My Computer এর Properties-এ গেলে তা দেখাবে windows কত বিটের।

Level 0

৩২-বিট এবং ৬৪-বিট এর ভিতর পার্থক্য কী। ব্যাপার টা যদি বলতেন।

    ৬৪বিট পিসি তে ডাটা (ইনটেজার) ৩২বিট পিসি এর তুলনায় দ্বিগুণ হারে কাজ করে। সিস্টেম এর সর্বোচ্চ ক্ষমতা পেতে ৬৪ বিট সিস্টেম দরকার। ৬৪বিট সফটওয়্যার বেশ শক্তিশালী হয় এবং বেশি পারফরমেন্স পাওয়া যায়।

    Level 0

    ধন্যবাদ শাওন ভাই।

32-বিট ও 64-বিট এর মধ্যে তুলনা মূলক পার্থক্য টা কী ? একটু বুঝিয়ে বলবেন কি?

আমার ৩২ 🙁

আমার চৌষট্টিইইইইইইইইইইইই 😀

আমারটা ৬৪ বিট।

Level 0

৩২বিট পিসিতে কি ৬৪বিট সফটওয়্যার ব্যবহার যাবে।

    Level 0

    তা হয়ত যাবে না।

Level 0

32

Level 0

আমার ৩২- বিট

আপনার সিস্টেম ৬৪ বিটের হলেও আপনি যদি ৩২ বিটের ওএস ইন্সটল করেন তাহলে ৩২ বিটই দেখাবে।

কাজের টিউন করেছেন 🙂

Level 0

ভাই এটা কোন টিউন হল? শুধু শুধু সময় নষ্ট। আপনি যদি 32বিট-86x setup দেন তবে আপণার কম্পিউটার system 32বিট দেখাবে, আর যদি 64বিট-64x setup দেন তবে আপণার কম্পিউটার system 64বিট দেখাবে। অধিকাংশ কম্পিউটার 32বিট সার্পোট করে। বর্তমান সময়ের computer গুলো hi configaration দিয়ে তৈরি করা হচ্ছে তাই 64বিট-64x software সার্পোট করে।আর 32বিট-86x এর software, 64বিট-64x software সার্পোট করে না।

    zashid ভাই, ধরুন আপনি সিস্টেম এক্সপার্ট, আমার বন্ধুর ১০ পিসির ল্যাব আছে সে জানে না কেন পিসিতে কতো বিট (৩২-বিট না ৬৪-বিট) এর OS দেওয়া আছে এবং তা দেখতে দেওয়া হলো। তখন আপনার উত্তর টি কি হবে জানতে পারি ?

    এবং আপনার কমেন্টের প্রথম লাইনের উত্তর আমার টিউনের শেষ লাইনটিতে দেওয়া আছে। 🙂

Level 0

নতুন একটা কমান্ড শিখলাম । ধন্যবাদ

Not possible to install 64 bit OS on (32 bit based system) @ zashid says:

Level 0

আমারটা 32 বিট। নতুন কমান্ড শিখানোর জন্য ধন্যবাদ।

হুম কাজে লাগার মত টিউন করছেন জ্যোতি ভাই। 🙂

আজকে নিয়ে জানলাম আমার ৩২ বিট………so sad…………..64 bit keno holo na……..amr pc to alpo din age kena hoicilo :((((((

১২৮ বিট

32

32।অনেক ধন্যবাদ।

🙁 🙁 🙁 মনে কষ্ট পাইলাম মাত্র ৩২ বিট। কানমু নাকি চিন্তা করতাছি। 🙁 🙁 🙁

Level 0

shundor ekta info share korar jonno thnx bro