আসসালামু আলাইকুম! আশাকরি সকলে ভালোই আছেন! অনলাইন থেকে ইনকাম সবাই করতে চায়।
আজকে মূলত আমি আপনাদের একটি এড নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। এই এড নেটওয়ার্ক ব্যবহার করে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন।
এই এড নেটওয়ার্ক সব ধরনের ওয়েবসাইটেই আপ্প্রুভাল দেয়। তবে আপনাকে মিনিমাম ৩ টা টিউন করে রাখতে হবে।
অন্যা ক্যাটাগরির সাইট হলে কোনো ঝামেলা ছাড়াই আপ্প্রুভাল পাবেন।
এটি মুলত আমাদের কোম্পানীর এড নেটওয়ার্ক।
আমাদের কোম্পানী ২০২০ সাল থেকে পুরো বিশ্বে সার্ভিস দিয়ে আসছে।
আপনি টেলিগ্রামেই দেখতে পারেন। @gvo_community
এখানে মাত্র ১০ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন।
ওয়েবসাইট থেকে শুধু পেপালে পেমেন্ট নেয়া যাবে।
তবে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, জিক্যাশ (ফিলিপাইন), পেয়ার, বিটকয়েন সহ যেকোনো মেথডেই পেমেন্ট নিতে পারবেন।
তবে পেপাল ছাড়া অন্য মেথডে পেমেন্ট নিতে অবশ্যই সাপোর্ট টিকেট বা টেলিগ্রামে আমাদের টিমকে জানাতে হবে।
প্রথমে এখানে যান: Visit AdzTune
এবার মেনু বারে ক্লিক করে Register এ ক্লিক করুন।
এবার ইউজারনেম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
এবার মেনুবারে ক্লিক করে Sites এ ক্লিক করুন।
এবার Add Site এ ক্লিক করুন
এবার আপনার সাইটের লিংক দিন। থিম/ক্যাটাগরি সিলেক্ট করুন। তারপর Save এ ক্লিক করুন।
আপনার সাইট আপ্প্রুভাল এর জন্য অপেক্ষা করুন। (১০ মিনিট থেকে ২৪ ঘন্টার ভিতরেই আপ্প্রুভ হয়ে যাবে)
অপেক্ষা না হয় করলেন। তবে আগে থেকে এড কোড লাগিয়ে রাখুন। আপ্প্রুভাল পাওয়ার সাথে সাথেই এড দেখানো শুরু হবে। ডানদিকে স্ক্রল করে Ad Units এ ক্লিক করুন।
এবার Add An Unit এ ক্লিক করুন।
ব্যানার বা টেক্সট সিলেক্ট করুন।
সেভ এ ক্লিক করুন তবে আপনি চাইলে নিজের মত করে এড কাস্টমাইজ করতে পারেন। যেমন: CPM/CPC নিজের মত সিলেক্ট করতে পারেন। (তবে বেশি বাড়ালে এড দেখানো বন্ধ হতে পারে)
Ad Unit খোলা হয়ে গেছে।
ডান দিকে স্ক্রল করে Ad Unit Code এ ক্লিক করুন। এবার কোডটি কপি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিন।
Notice: নিজের Ads এ নিজে ১ বার এর বেশি ক্লিক করবেন না। তাহলে অটোমেটিক ব্যালেন্স কমে যাবে। আর CTR (Click Though Rate) ৫০ বার এর কম রাখার চেষ্টা করবেন।
তো আজকের পোস্টটি ছিল এই পর্যন্তই।
একবার জয়েন করে দেখুন আগে থেকে বেশি ইনকাম হবেই।
আরো কিছু জানার থাকলে টেলিগ্রামে জয়েন করুন: @gvo_community
ধন্যবাদ।
আমি রেদওয়ান রিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।