আসসলামুআলাইকুম।
আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে multiple folders(অনেক গুলো ফোল্ডারস) কে একসাথে ZIP বা RAR আর্কাইভ ক্রিয়েট করতে পারবেন, এই জন্য আমি আপনাদেরকে দুটি উপায় দেখাব।
০১- স্ক্রিপ্ট ব্যবহার করে 7zip এর সাহায্যে এই কাজটি করতে পারবেন।
০২- WinRAR ব্যবহার করে একই কাজটি করতে পারবেন।
তো চলুন শুরু করা যাকঃ
আপনি চাইলে এই আর্টিক্যালের ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
এই জন্য অবশ্যই আপনাদের পিসিতে 7ZIP ইনস্টল করা থাকতে হবে, যাদের পিসিতে এখনো 7ZIP ইনস্টল নেই তারা খুব সহজেই এখান থেকে 7ZIP ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন।
7ZIP ডাউনলোড করার সময় একটু খেয়াল রাখবেন আপনার পিসি কি ৩২বিট নাকি ৪৬বিট,
আপনি আপনার পিসির বিট অনুজায়ি ডাউনলোড করে নিবেন।
তারপর আমাদের একটি ব্যাট (bat) ফাইলের প্রয়োজন হবে, যেই ফাইলটির ভেতরে আমাদের স্ক্রিপ্ট লিখা থাকবে, আর এই জন্য্য আপনি আপনার পিসি থেকে নোটপ্যাড সফটওয়্যারটি অন করে স্ক্রিপটি পেস্ট করবেন,
for /d %X in (*) do "c:\Program Files\7-Zip\7z.exe" a "%X.zip" "%X\"
স্ক্রিপ্ট পেস্ট করা হয়ে গেলে আপনি আপনার ফাইলটিকে ব্যাট.bat এক্সটেনশনে সেভ করবেন, file>save as>your-file-name.bat
আমি আমার ফাইলটি Documents ফোল্ডারে সেভ করেছি, আপনি আপনার শুবিধা মতো সেভ করে নিবেন। আমাদের ব্যাট ফাইল বানানোর কাজ শেষ, multiple folders(অনেক গুলো ফোল্ডারস) কে একসাথে ZIP করার জন্য এখন আমাদের বানানো ব্যাট ফাইলটিকে কপি করে রাখতে হবে যেই ফোল্ডারের ভিতরে আমরা zip বানাবো।
আমি এখানে থাকা ৫টি ফোল্ডারকে zip বানাবো, এই জন্য আমকে.ব্যাট ফাইলটি রান করতে হবে, রান করার জন্য ফাইলটির উপরে ডাবল ক্লিক করলে ফাইলটি রান হবে, এমনকি আপনি একটি cmd window দেখতে পাবেন। প্রসেস শেষ হলে zip ফাইল ক্রিয়েট করা হয়ে যাবে।
Cmd প্রসেস শেষ হলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোল্ডার গুলো zip হয়ে গেছে!
এই জন্য অবশ্যই আপনাদের পিসিতে winrar ইনস্টল করা থাকতে হবে,
winrar ইনস্টল করার পরে আপনি যে ফোল্ডার গুলোকে zip অথবা rar বানাতে চাচ্ছেন সেই ফোল্ডার গুলো সিলেক্ট করে add to archive. এই অপশন এ ক্লিক করবেন।
add to archive. এ ক্লিক করার পর আমরা এমন একটা ইনটারফেজ দেখতে পাব।
আমাদেরকে এখন যা করতে হবে তা হল, files এ যেয়ে একটু নিচে থেকে put each file to separate archive এই অপশনটি চেক করে দিতে হবে।
প্রসেস শেষ হলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোল্ডার গুলো rar হয়ে গেছে! আপনি চাইলে zip ফাইল ও বানাতে পারেন।
আশাকরি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, তারপরেও যদি কোন কিছু জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি টিউমেন্ট করে জানাতে পারেন। টিউন-টি ভাল লাগলে শেয়ার করবেন।
আমাদের সকল নতুন টিউনের আপডেট পেতে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে,
https://www.facebook.com/groups/techbdteam
https://www.youtube.com/channel/UC1gp4gg3MJn8ig_gZEr_1FQ
https://techbd-blog.blogspot.com/
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।
আমি টেক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।