যেকোনো সিডি/ডিভিডি/আইএসও থেকে সেটআপ ইউএসবি তে বুটেবল বানানোর সহজ পদ্ধতি

আমরা প্রায়ই ইন্টারনেট থেকে বা বিভিন্ন সোর্স থেকে বুটেবল আইএসও (সিডি বা ডিভিডি ইমেজ) পাই। সেটা হতে পারে লিনাক্স, বা উইন্ডোজ ৭ বা হিরেনবুট সিডি। এগুলো সিডি বা ডিভিডি তে বার্ন করে নিলেই বুটেবল হয়ে যায়। তবে ৪০০ বা ৭০০ মেগার আইএসও সিডি বা ডিভিডি তে বার্ন করে সম্পুর্ণ ডিস্ক নষ্ট করতে চান না কেউ কেউ (যদিও আইএসও ফাইল মাল্টিসেশান মুডে বারবার একই সিডি বা ডিভিডি তে বার্ন করা যায়)। বর্তমানে সকল মাদারবোর্ডে ইউএসবি বুট সাপোর্ট থাকায় অনেকেই এসব ইমেজ ইউএসবি ডিস্কে কপি করে ইন্সটল করতে চান। কিন্তু কাজ হয়না কারণ ইউএসবি ডিভাইস থেকে বুট করতে হলে ডিভাইস এ বুট ইনফর্মেশন যোগ করতে হয় যা সহজেই কমান্ড দিয়ে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা সম্ভব। কিন্তু কেউ কেউ উইনটুফ্লাস, গ্রাবফরডস ইত্যাদি দিয়ে কাজ করতে যেয়ে এটা ওটা অপশন দেখে ভড়কে যান। কেউ হয়ত অনেক ধৈর্য নিয়ে কমান্ড দিয়ে কাজ করতে চেষ্টা করেন, কিন্তু কোথাও ভুল থাকার কারণে ইউএসবি থেকে বুট করার পর "Boot failure" দেখায়। এতশত সমস্যা থেকে মুক্তি দিতে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটি ফ্রীওয়্যারের সাথে যার নাম Universal USB Installer.

➡ এটি মুলতঃ লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রো ইউএসবি তে ইন্সটল করার কাজে ব্যাবহার করা হয়। তবে এর সাথে অন্যান্য বুটেবল আইএসও ইউএসবি ড্রাইভ এ বুটেবল বানানোর সুবিধা রয়েছে। প্রথমেই নিচের লিংকে যেয়ে থেকে এটা ডাউনলোড করে নিন।

Download Universal USB Installer

➡ এটা কিভাবে ব্যাবহার করতে হবে তা সম্পর্কে না বললেও চলে কারণ এটা খুব সহজেই ব্যাবহার করা যায়। তবুও একবার বলি। ডাউনলোড করে exe ফাইলটা রান করান। এরকম উইন্ডো আসবে। এখানে I Agree বাটনে ক্লিক করুন।

➡ তারপর আরেকটা উইন্ডো আসবে। এখানে Step 1 এ ইমেজ এর ধরন সিলেক্ট করুন। এখানে উবুন্টু, মিন্ট, ফেডোরা, ওপেন সুযে, কুবুন্টু, লুবুন্টু, এডুবুন্টু, পাপ্পি লিনাক্স, স্ল্যাক্স, অ্যান্ড্রয়েড, হিরেনবুট সিডি, উইন্ডোজ ৭, ভিস্তা ইত্যাদি অনেক অপশন আছে। যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করুন। Step 2 এ আপনার ইমেজ (ISO) বা জিপ (ZIP) ফাইল কোথায় আছে তা দেখিয়ে দিন। একটা ব্যাপার লক্ষ্য রাখুন। Step 2 তে যেই নাম দেখাবে, আপনার ফাইলটার নাম ঠিক সেটা হতে হবে। যেমন ধরুন আপনি হিরেনবুট সিডি ইউএসবি তে ট্রান্সফার করবেন। তাহলে বক্স এ লিখা থাকবে Hiren*.zip। অর্থাৎ ফাইল টার নাম প্রথমে Hiren থাকবে। * (তারা) বলতে পরিবর্তনশীল বোঝায়। আবার উইন্ডোজ ৭ ইন্সটল করতে গেলে *.iso দেখাবে। তাহলে এক্ষেত্রে যেকোনো নামের ইমেজ ফাইল হলেই চলবে। যদি লিস্টে না থাকা কোনো ইমেজ ফাইল নিয়ে কাজ করতে চান তাহলে লিস্টের সবার শেষে থাকা অপশন দুইটা দিয়ে কাজ করে দেখতে পারেন।

➡ Step 3 তে কোন ডিভাইস ব্যাবহৃত হবে তা সিলেক্ট করুন। সতর্কতার জন্য আপনার হার্ডড্রাইভের পার্টিশন লুকানো থাকে। চাইলে এটা এনাবল করে নিতে পারেন। (না করাই ভালো)। তারপর পাশের চেকবক্সে চেকমার্ক দেন যদি ইউএসবি ডিভাইসটি ফরম্যাট দিয়ে কাজ করতে চান। এরপর Create এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো আসবে। ইনফর্মেশন দেখে বুঝবেন কী ইন্সটল হবে, কোন ড্রাইভ এ কপি হবে ইত্যাদি। সব ঠিক থাকলে Yes চাপুন।

➡ কিছুক্ষণের মাঝেই ইউএসবি ডিভাইসটিতে ইমেজ ট্রান্সফার হওয়া শুরু হবে।

➡ কাজ হয়ে গেলে এরকম উইন্ডো আসবে। Close চাপলে উইন্ডো বন্ধ হয়ে যাবে। এবার ইউএসবি ড্রাইভটি পিসি তে লাগান, আর সেখান থেকে বুট করে আপনার কাজ সম্পন্ন করুন।

➡ আমি উইন্ডোজ ৭, উবুন্টু, মিন্ট, ফেডোরা, হিরেনবুট সিডি, আন্ড্রয়েড আর স্ল্যাক্স ইত্যাদি চালিয়ে পরীক্ষা করে এই টিউন করলাম। আরেকটা কথা বলা হয়নি, যদি ডিভিডি বা সিডি থেকে ইউএসবি তে সেটআপ ট্রান্সফার করতে চান তাহলে নিরো বা অন্য যেকোনো সফটওয়্যার ব্যাবহার করে সেই সিডি বা ডিভিডি এর একটা ISO ফাইল বানিয়ে নিন। সেটা দিয়ে কাজ করুন। আশা করি এই টিপস সবার কাজে লাগবে।

বোনাসঃ

টেকটিউনসে ব্যাবহার করা যায় এমন সকল ইমোটিকনের লিস্ট

আমার পুর্ববর্তী টিউন: আসুন জেনে নিই বিভিন্ন সফটওয়্যারের চোরাই কপি ব্যাবহার করে আমরা বছরে কত টাকা বাচাচ্ছি

আমার পরবর্তী টিউন: আসুন জেনে নেই গ্রাফিক্স কার্ডের আদ্যোপান্ত

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল একটা সফটওয়ারের খোজ দিলেন তাও ফ্রিওয়ার।ধন্যবাদ শেয়ারের জন্য।

অফটপিকঃ আপনার ফেসবুকের প্রোফাইল পিকটা দারুন হয়েছে। 😆 আসল আইডিতে আমারে চিনলেন না। 😆

    অনটপিক: ধইন্যা পাতা নেন।

    অফটপিক: 😳 ভাই আমি কত যে চেষ্টা করেছি খুঁজতে। ফেসবুকের ইউজার আইডি দিয়ে টেকটিউনসে খুজেছি। প্রথমেই মনে হয়েছিলো যে আপনি ই হবেন কারণ নামের সরাসরি মিল আছে। 😳 আবারো ধইন্যা পাতা (কারণ তো জানেনই)

    আপনার ম্যাসেজ অপশান,ফ্রেন্ড রিকোয়েষ্ট সব লক করে রেখেছেন তাই বলতে পারিনি।আসল আইডি দিয়ে পরিচিত হতে চাই না তাই ওখান থেকে টপিকটা ডিলিট করে দিয়েছিলাম।

Level 0

Vi ai soft dia ki win xp sp3 pen drive k bootable kora jabe? Thanks.

বেশ কাজের! অসংখ্য ধন্যবাদ! 🙂 🙂

ধন্যবাদ

ভাই দারুণ জিনিষ শেয়ার করলেন… ধন্যবাদ> নিশ্চয়ই ট্রাই মেরে দেখবো। 😀

আমি আরও অনেক সফট ব্যাবহার করেছি, কিন্তু প্রতিবার বিভিন্ন error এর মারপ্যাঁচে পড়ে আমার পিসির ১২টা বেজেছে 😥

    এটার মাঝে জনপ্রিয় প্রায় সকল আইএসও বুটেবল বানানোর উপায় আছে। আপনারেও ধন্যবাদ

এইটা ব্যবহার করেছি মিন্ট / উবুন্টু মানুষকে দেবার সময়। এখন উইন্ডোজ ৭ টা খুব ইন্সটল দেয়া দরকার। সমস্যা নাই তো ?? করা যাবে? আমার হিরেন নাই।

    আচ্ছা ! নতুন এডিশন থেকে অন্য অপারেটিং সিস্টেম বুট করার পদ্ধতি দিয়েছে। আগে ছিল না !! থ্যাআআঙ্কস

    দিহান ভাই আমিও প্রথমে যখন ব্যাবহার করতাম ছিলনা। এখন দেখি লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, জিপার্টেড, অ্যাক্রোনিক্স – সবই দিয়েছে। এমনকি আমার উইন্ডোজ রিপেয়ার ডিস্ক যেটা লিস্টে নাই সেটা syslinux দিয়ে বুটেবল বানিয়ে কাজ করলাম সেটাও হচ্ছে। আপনিও ধইন্যা নেন 🙄

ওহ! এতো জটিল সফটওয়্যার নিয়ে এতদিন কোথায় ছিলেন?

ধন্যবাদ ভাইজান।
http://www.bdrong.com এ আপনি আমন্ত্রিত!

    আমিনুল ভাই সফটওয়্যার টা আমার বানানো না। আমি শুধু আপনাদের খোঁজ লাগিয়ে দিলাম। তাই সমস্ত কৃতিত্ব pendrivelinux দের। তবুও আপনাকে ধন্যবাদ। বিডিরং সাইট টা আমি নিয়মিত চেক করি। আবারো ধন্যবাদ নিমন্ত্রণের জন্য।

    আর আমি কিন্তু মাল্টিবুট ডিভিডি এর আশায় আছি এখন। টিউন করবেন কবে? 🙂

আচ্ছা ভাই আমি ত nlight ইউস করি তবে কি করব………

    সমস্যা নাই। nlite বা rt7lite যেটাই ব্যাবহার করুন না কেন, ISO কে বুটেবল বানাতে এটা ব্যাবহার করা যাবে। 🙂

    শাওন ভাই আপনি ত hiren boot এর কথা বলেছেন, কিন্তু nlight এর জন্য কনটা list থেকে select করব….

    ইডিয়ট ভাই,
    nlite বা rt7lite দিয়ে তো উইন্ডোজ এর সেটআপ মিডিয়া কে কাস্টোমাইজ করে একটা আইএসও বানানো হয়। সুতরাং সেটা Windows 7 বা Vista ক্যাটাগরিতে থাকবে। বুঝেছেন? আর কোনোটাই কাজ না করলে সবার শেষে syslinux নামে একটা অপশন আছে। সেটা সিলেক্ট করে দেখুন 🙂

আপনাকে ১০০০ ধন্যবাদ । নির্বাচিত + প্রিয় + লাইক

    আমি নোটিফিকেশানে শাওন লিখা দেখে খুঁজছিলাম যে কমেন্টারের নাম কী। পরে বুঝলাম যে আপনার নামও শাওন। মন্তব্যের জন্যে ধনে পাতা 🙂

আমার কাছে একটা লাইভ এক্সপি আছে ওটা হবে?

    এক্সপি সেটআপ করা ঝামেলা হতে পারে। তবে যদি আইএসও বানানো থাকে তাহলে লিস্টে সবার শেষে syslinux অপশন দিয়ে কাজ করে দেখুন। হতেও পারে 🙂

ভাই আমার একটা সমস্যা, মনে করেন আমার একটি ড্রাইভে ISO ফাইল আছে এবং আরাকটি ড্রাইভে কিছু DATA আছে, এগুলো আমি কিভাবে একত্রে বুটেবল করব? জানালে খুশি হতাম।

    আপনার যা লাগবে তা হল নিরো ১০। এটা পাবেন এখানে। নিরো ১০ দিয়ে ISO ফাইল ওপেন করলে নতুন পেজ এ বিভিন্ন অপশন থাকবে। সেখানে Finalize Disc (No further writing possible) এ চেকমার্ক তুলে দিন, তারপর বার্ন করুন। এর পর থেকে ওই ডিভিডি বা সিডি তা মাল্টিসেশান মুডে বারবার ডাটা রাইট করা যাবে। ধন্যবাদ

Level 0

ভাই সালাম,
আমি একজন নতুন USER. কোন ভূল হলে ভাই I M Sorry.
Boss একটা বুটেবল Pen Drive-এ একাধিক Operating System (OS) দেওয়া কি সম্ভব?
কষ্ট করে একটু দেখবেন Boss????

    জ্বী সেই সিস্টেমও আছে। সফটওয়্যারের নাম multisystem আমি এটা দিয়ে এখনও নিজে কোনো ইউএসবি বুটেবল করিনি অবশ্য — কারণ আমার একটাই ইউএসবি আপাতত — যেটাতে জরুরী অনেককিছু নিয়ে ঘুরি।

    মুশকিল হল ওদের মূল ওয়েবসাইটা ফ্রেঞ্চ ভাষায়। তবুও ওখানে কিছু এনিমেশনের সাহায্যে এর কার্যপ্রণালী বোঝা যায়।
    http://liveusb.info/dotclear/

    এটার ইংরেজি বর্ণনা পাবেন এখানে:
    http://www.pendrivelinux.com/multiboot-create-a-multiboot-usb-from-linux/

    আর হ্যাঁ, এটা লিনাক্সে চলে। উইন্ডোজে চলে এমন কিছু আমার জানা নাই কারণ আমি উইন্ডোজ ব্যবহার করি না বললেই চলে, তাই এ নিয়ে ঘাটাঘাটিও কম হয়।

    ধন্যবাদ।

    শামীম ভাই আমার কাজ কমিয়ে দিলেন 😀 আচ্ছা ভাই মাল্টিবুট ডিভিডি বানানো নিয়ে জানতে পারবো কোথায় বলতে পারেন?

Level 0

ভাই সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই ব্যাপার টা আরেকটু পরিস্কার করে বলবেন কি?

    ব্যাপারটা হল আপনি যদি কোনো ডিভিডি বা সিডি পান যেটা বুটেবল, সেটাকে ISO ফাইল বানিয়ে এই সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভ এ পাঠাতে পারবেন। তাহলে সিডি বা ডিভিডি রাইট করার খরচ বেচে যাবে। বুঝেছেন?

খুব ভাল একটা টিউন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

শাওন ভাই একটা বিপদে পড়েছি, সেটা হল আমার কম্পিউটরে XP-SP2 কিন্তু ওটা ছিল ডেল পিসির সাথে দেওয়া আমার একটা বড় ভাইয়ের সিডি যেটা সেটাপ দেওয়ার পর মেয়াদ দেখাচ্ছে ৩০ দিন। এখন দিন যাচ্ছে আর টেনশন বাড়তেছে, ৩০ দিন পর যদি কোন সমস্যা হয়। সমাধান থাকলে প্লিজ জানাবেন। আর অরিজিনাল উইন্ডোজ সিডি পাওয়ার কোন পথ আছে কি ভাই, যেটাতে উইন্ডোজের পারফরমেন্স খুব ভাল পাওয়া যাবে?

    না সমস্যা নাই। অ্যাকটিভাটর দিয়ে ৩০ দিন পর ঠিক করে জেনুইন বানিয়ে নিবেন 😛

    আমার তো মনে হয় চোরাই উইন্ডোজ এই বেশি সুবিধা 😀 হু, বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা লাইসেন্স সহ ডিভিডি বিক্রি করে। ঢাকার দোকানগুলায় খোঁজ নেন।

    অথবা বাইরে থেকে ল্যাপটপ আনান। জেনুইন উইন্ডোজ পেয়ে যাবেন।

    ধন্যবাদ

    Level 0

    আমার কাছে েএটার ক্রেক আছে যা দিয়ে ক্র্যাক করলে মেয়াদ আনলিমিটেড হয়ে যাবে। আমার কাছেও ডেল এর একটা এক্সপি আছে যেটা দিয়ে শুধু আমি আমার ডেল লেপটপ এটা সেটআপ দেয় কিন্তু ডেক্সটপে দিলে ক্র্যাক করা লাগে কিন্তু এটা অরিজিনাল এক্সপি এর পারফরমেন্স খুবই ভালো তাই এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি। লাগলে মেল দিয়েন [email protected]

Level 0

শাওন ভাই,
আপনার পরবর্তী টিউন কবে আসবে, অপেক্ষ্যায় আছি ।

কাজের জিনিস

Level 0

timu is mad

Level 0

khub valo tune , kaje dibe, donnobad

universalusb installer

টি ডাউনলোড করে ইন্টল করার সময় আমার বার বার নিচের অংশ টুকুর মত nsis error আছে। সাথে এই মেসেজটি থাকে…..

installer integrity check has failed . comnmon causes include incomplete download and damaged media.contact the installers author to obtain a new copy
.। এটা কেন হয় শাওন ভাই……?? আর এই সামাধানের উপায় কি? জানালে উপকৃত হব। আর আপনার টিউনটি ভাল হয়েছে………..শুভ কামনা। ফেইসবুকে আপনাকে রেকু দিচ্ছি। মেসেজ অপশন ডিসএবল করে রাখেছেন……..তাই মেসজ দিতে পারলাম না……..ভাল থাকুন এই কামনা……

    @তুসিন আহমেদ: আপনার ডাউনলোড করা আইএসও ফাইলটা করাপ্টেড হয়েছে। আগে ফাইলটার md5 সাম চেক করে নিন। অথবা UniUSBInstaller টি আরেকবার নামিয়ে নিন। সাইজ তো ১ মেগারও কম 🙂

Level 2

please … প্রিয় ভাইয়ারা…. কেউ কি বলতে পারেন আমার বর্তমান windows 7 , যেটা আমি use করছি সেটা থেকে কিভাবে Bootable Dvd or .iso file তৈরি করবো । কোন
প্রকার bootable dvd disk বা .ios image ছাড়া, সরাসরি c drive থেকে । please…. please…. please……

অসাধারণ টিউন, প্রিয়তে রাখলাম

well done Mr.Shawon

অনেক ধন্যবাদ। 🙂

Level 0

আন্ড্রয়েড operating system apnar kasa takla msajub@hotmail ai id ta mail korien plz. Thanks

    @tontoni: না ভাই, ইমেইলে করে এন্ড্রয়েড পাঠানোর মত নেট কানেকশন আমার নেই। আপনি এই লিংক হতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ISO ডাউনলোড করতে পারবেন।

আমি মো: তারেক হাসান। চট্রগ্রাম। ভাই আপনার সফট খানা ভাল লাগার মত । তার আগে বলে নেই। আমি হিরন ব্যবহার করি । । সিডি দিয়ে। তবে আপনা দেওয়া তথ্য অনুযায়ী কাজ করে। অনেক বার ফেল মার লাম। হিরন ৯ ব্যবহার করি। কিন্তু পারতে ছি না। বুট দিলে বুট নেয় না। আমি বুজতে পারছি না আদে এটা কাজ হিরন ইউস বি তে করবে কিনা। ভাল থাকবেন।
ইতি: তারেক : ০১৮২২৮৫৯৮৫১

    জনাব তারেক, হ্যা হিরেনবুট অবশ্যই কাজ করবে এটা দিয়ে। কিন্তু আপনাকে হিরেনবুট সিডির ZIP ফাইলটি ব্যবহার করতে হবে। মানে ZIP ফাইলটা এক্সট্রাক্ট করে ভেতরে যে ISO থাকে তা নয়, পুরো ZIP ফাইলটাই এই সফটওয়্যার দিয়ে বুটেবল করতে হবে।

    আর আমার যতটুকু মনে আছে হিরেনবুট সিডির জিপ ফাইলের ভেতরে বুটেবল করার জন্য একটা ব্যাচ ফাইল থাকে। মানে ISO ফাইলের সব পেন ড্রাইভে কপি করে ওই ফাইলটা চালালে পেন ড্রাইভ বুটেবল হয়। আচ্ছা তবুও আমি চেষ্টা করে জানাচ্ছি।

Level 0

ভাই আমি তো সব ধরনের বাধ্যবাধকতা পালন করলাম। কিন্তু হচ্ছে না। আমার সমস্যা হল পিসি রিস্টার্ট করার পর পুট অপশন চেন্জ করতে গেলে ৪ টা ইউএসবি অপশন পাই:
USB-FDD
USB-ZIP
USB-HDD
USB-CDROM
সবগুলা দিয়াই একবার ট্রাই করে দেখসি।
হয় না । 🙁

একটু কি উপায় বাতলে দেবেন কেউ। উপকৃত হতাম।
ও ভালো কথা আমার মাদারবোর্ড গিগাবাইট।

    @1285sh: শেষ লাইনেই সমাধান রয়েছে। পিচি চালুর সময় Del চাপুন। সোজা বায়োসে ঢুকে পড়ুন। ওখানে Peripherals/Chipset এরকম সেটিংস এর মাঝে দেখুন হার্ডডিস্ক অংশে আপনার হার্ডডিস্ক আছে। ওখানে আপনার পেন ড্রাইভের নামটি দেখাবে। প্রায়োরিটি + চেপে উপরে তুলে দিন। এবার নিশ্চিত ইউএসবি বুট হবে। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ মিনহাজ ভাইয়া। এভাবেই একবার হয়েছে।

vai amar XP er jonno khub dorkar.plez help koren.kaj kore emon ekta link den.plez bro.TT te log in korte problem kore aj kaj korche tai comment korte parlam.help korben plez

    @মহিম: দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত। এই সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপিতেও করবে, তবে উইন্ডোজ এক্সপির আইএসও সহজে বুটেবল করা যাবেনা।

Level 0

Vai, windows+iso duta ki eksate chalano jabe? gale, kivabe?
Amr pc te ekta linuxmint-13-mate-dvd-32bit.iso file asha, ota ami kivabe kaje lagate pari?

    YUMI ব্যবহার করে একাধিক ওএস বুটেবল করতে পারেন। নিয়ম একই, শুধু এই সফটওয়্যারটি লাগবে। ধন্যবাদ।

Level 0

Hridom Ahmed eta amr fb user name, plz chat with me,,,

Level 0

Vi, tile apnar cell number ta amar mail a send kore dan than…!!
[email protected]