ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম How to download youtube video

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

২.৩ বিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে ভিডিও স্ট্রিমিং ও আপলোডিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে বিশ্বের সর্ববৃহৎ হলো ইউটিউব। পরিসংখ্যান অনুযায়ী, ইউটিউবে প্রায় ৩১ মিলিয়নের অধিক ব্যবহারকারী যারা প্রতিদিন প্রায় ৫ বিলিয়নের ও বেশী ভিডিও দেখে থাকে।

উটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপ – এসব কিছু সার্চ করতে করতে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আপনাকে আর খুঁজঁতে হবেনা। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সকল অ্যাপ, নিয়ম ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত এই টিউনেই পেয়ে যাবেন। তাই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন।

১. YTD Video Downloader দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড

এই সফটওয়্যারটি প্রায় ৫০টির বেশি ভিডিও হোস্টি সাইট থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড সার্পোট করে থাকে। ফ্রি সংষ্করণে এটি তেমন একটা ফরম্যাটকে সার্পোট করে না তবে বাৎসরিক ফি দিয়ে প্রিমিয়াম সাবক্রিপ্টশন কিনে নিলে আপনি আরো বেশি ফাংশন পেয়ে যাবেন, যেমন একই সাথে একাধিক ভিডিও ডাউনলোড, ডাউনলোড একসেলেরেশন, এড ফ্রি ইত্যাদি। সফটওয়্যারটির অ্যান্ড্রয়েড এবং আইওএস এপপ থাকলেও শুধুমাত্র অ্যান্ড্রয়েড এপপটি কাজ করে।

২. SaveFrom.net থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড

প্রথম ওয়েবসাইটটি হল SSYOUTUBE, এই সাইট টি সবচেয়ে ভালো ব্যবহার করার নিয়ম হলো আপনি যে ইউটিউব এর লিংকটি কপি করেছেন সেই লিংকটিকে প্রথমে আপনার ব্রাউজারে পেস্ট করুন তারপরে ওই লিংকটির ইউটিউব লেখার আগে দুটি ইংরেজি এস (ss) যোগ করুন এরপরে এন্টার মারুন বা আপনার মোবাইলে থাকলে গো করুন

এবারে আপনার কাছে যে ওয়েবসাইটটি খুলে যাবে তাতে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটি ডাউনলোড করার বিভিন্ন অপশন এই ডাউনলোড করার অপশন এর মধ্যে তিনটি কোয়ালিটি (1080p MP4, 360 MP4, WEBM) থাকে, তো আপনি যদি মোবাইলে ভিডিও ডাউনলোড করেন তাহলে WEBM ফরম্যাটে ডাউনলোড করবেন না, MP4 Format করুন. কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্যে এই সাইটির সার্ভিস সেরা.

৩. ‍Sconverter. com থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড

এস কনভার্টার সাইটটি আমার দেখা সবচেয়ে ফাস্টটেস্ট মানে সবচেয়ে দ্রুততম. ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য খুবই বিখ্যাত এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কোন বাটন ক্লিক করা দরকার নেই জাস্ট আপনার ইউটিউবে যে লিঙ্কটি আপনি কপি করেছেন সেই লিংকটা পেস্ট করুন এক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ডাউনলোড করার অপশন চলে আসবে এই ওয়েবসাইটটির আর একটা বিশেষত্ব হলো এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটির বিভিন্ন ধরনের ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন মানে আপনি এই ভিডিওটিকে কনভার্ট করে অডিও করতে পারেন AVI ফরম্যাট করতে পারেন বা 3gp ফরম্যাট করতে পারেন, অনেক কিছু ভাবে আপনি ডাউনলোড করতে পারেন.

৪. 4K Video Downloader দিয়ে ভিডিও ডাউনলোড

৪কে ভিডিও ডাউনলোডার হচ্ছে একটি ইউটিউব ভিডিও ডাউলোডের এপপ যেটি প্রতি নিয়তই আপগ্রেড হচ্ছে এবং এতে আপনি কোনো ঝামেলা এবং এড ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং নামের মতোই এটি কাজেও একই কাজ করে, আপনি বিভিন্ন ফরমেটে এবং এমনকি সাবটাইটেল সহ ভিডিওগুলোকে ডাউনলোড এবং স্টোর করে নিতে পারবেন। এমনকি আপনার সাবক্রাইবকৃত পুরো একটি ইউটিউব চ্যানেলকে এটির সাহায্যে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই সকল ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব ছাড়াও সাইটটি ভিমিও, ফেসবুক সহ বেশকিছু সাইট থেকেও আপনি এই সফটওয়্যারটির সাহায্যে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন।

4K Video Downloader ডাউনলোড করে নিন এই লিংক থেকে

৫. Freemake Video Downloader দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড

ফ্রিমেইক এর ওয়েবসাইট এর ভাষ্য অনুযায়ী এই সফটওয়্যারটি প্রায় ১০০০০ এর বেশি সাইট থেকে ভিডিও নামাতে পারে এবং বিশ্বব্যাপী প্রায় ৮৩ মিলিয়ন ইউজার এদের রয়েছে। যাই হোক ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার দিয়ে আপনি ইউটিউব থেকে যেকোনো ফরম্যাটের জন্য ভিডিও নামাতে পারবেন। সফটওয়্যারটি দিয়ে একই সাথে একাধিক ইউটিউব ভিডিও নামানোর সুযোগ রয়েছে। ফ্রি এই সফটওয়্যারটির ব্যবহারের মাঝেমধ্যে এটি আপনাকে বিভিন্ন এড দেখাবে! তবে ইউটিউব ভিডিও থেকে শুধু অডিও নামাতে চাইলে আপনাকে অন্য আরেকটি সফটওয়্যার Freemake YouTube to MP3 Boom ব্যবহার করতে হবে।

Freemake Video Downloader সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এই লিংক থেকে।

ধন্যবাদ আজকে এখানেই শেষ।

Soruce: ইউটিউব ভিডিও ডাউনলোড (how to download Youtube Video)

Level 1

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস