অদৃশ্য ফোল্ডার তৈরি করুন….

আজ আমি আপনাদেরকে দেখাব, কম্পিউটারে কি করে একটি অদৃশ্য ফোল্ডার তৈরি করতে হয়....

প্রথমে আপনি একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান পাশের Alt এ ক্লিক করে ধরে রাখা অবস্থায় Number pad এ 0160 চাপুন, এবার Alt key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক করুন। এখন  এই নাম ছাড়া Folder এ mouse এর right buttome ক্লিক করে Properties এ যান, তারপর customize > change icon এ ক্লিক করুন, তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন

এবং ok তে ক্লিক করুন। এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন। আশা করি আপনাদের ভাল লাগবে। ইহা আমার প্রথম টিউন।

Level 0

আমি সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুস এবং সবসময় সাধারন ভাবে জীবন যাপন করতে চাই। যদি আমার দ্বারা আপনারা কোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমায় ক্ষমা করে দিবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ বিলালউদ্দিন সেখ ভাই

এটা নিয়ে এতোবার টিউন হয়েছে যে হিসেব করা যাবে না।তবে আপনার টিউনের ভালো দিক হচ্ছে আপনি Screenshot দিয়েছেন।ভালো লাগলো

    আমি জানতাম না এই বিষয়ে আগে কোন টিউন করা হয়েছে কিনা, sorry. মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি আপনার সাথে একমত ফোল্ডার তৈরি ও অদূশ্য করার সেইম পদ্ধতি নিয়ে অনেক টিঊন করা হয়েছে । টিউনারকে বলব টিটিতে ভবিশ্যতে কোন বিষয়ে টিউন করার আগে টিটিতে সেই বিষয়ে কোন করা হয়েছে কিনা তা খোঁজ খবর নিয়ে তারপর টিউন করা ।

    ভাই আমি এখানে নতুন আর এটা আমার প্রথম টিউন, পরের বার থেকে খোঁজ খবর নিয়ে টিউন করব। আপনাকে ধন্যবাদ।

সৈকতঃ আপনার sorryবলার কোন দরকার নেই।techtunes এ এতো টিউন আছে যে পুরাতন খুব কম ট্রিকই আছে যা বাকী আছে।এটা আপনার দোষ না।তবে ভালো হয় যদি রিসেন্ট টিউন গুলো নিয়মিত দেখেন।এতে টিউন করতে সুবিধা হবে।
আরেকদিকে,এটা যদি আপনার প্রথম টিউন হয়,সেদিক দিয়ে আপনি প্রশংসার দাবিদার।অনেক সাজানো গোছানো এবং তথ্যবহুল ভাবে তৈরী টিউন।অভিনন্দন।

    Level 0

    অরিত্র ভাইয়ের সাথে একমত । নিয়মিত টিউন চালিয়ে যান আপনার আগামি টিউনের অপেক্ষায় রইলাম ধন্যবাদ ।

    অরিত্র আহমেদ আপনাকে ধন্যবাদ। 878 আপনাকেও ধন্যবাদ।

ভাই টিউন টি আমি করেছিলাম‍ আপনাকে ধন্যবাদ।

প্রয়োজন হলে দেখতে পারেন।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/51648/

    নুরানী says:
    ১১ ফেব্রুয়ারি, ২০১১ at 2:52 অপরাহ্ন
    doesn’t work.

    Reply
    অন্তর সাহা says:
    ১১ ফেব্রুয়ারি, ২০১১ at 4:09 অপরাহ্ন
    তাহলে টিউন করতাম না……………………………………………?

    হুম আপনার টিউনটা সুন্দর, কিন্তু কিছুটা অসর্ম্পুন।
    অন্তর ভাইয়া কিছু মনে করবেন না, একটি জিনিস বলা হয়নি আপনার টিউন টিতে, ০১৬০ যদি NUM PAD এ press না করা হয় তাহলে Rename সফল হয়না। আমাদের মধ্যে অনেকে mini keyboard ব্যবহার করেন, যাদের keyboard এর ডান অংশে NUM PAD থাকে না। তারা চাইলে on screan keyboard এই option টির মাধ্যমে Rename সফলভাবে করতে পারবেন। "ON SCREAN KEYBOARD" ইহা যেখানে পাওয়া যাবে তা হল – start > all programs/program > accessories > accessibility > on-screan keyboard.

thnk's frnd…………..khub valo ekta jinish aj tomar tune theke learn korte parlam