পেনড্রাইভ ও মেমোরি কার্ডে অনেক সময় আমরা এমন সব ফাইল রাখি, যা অন্য কেউ দেখলে ক্ষতি হয়ে যেতে পারে।
তবে চাইলে সুরক্ষিত করে রাখা যায় বহনযোগ্য ডিভাইস এর তথ্য।
অপরের কাছ থেকে ডিভাইসটির সুরক্ষা দিতে ডিভাইসটিতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়।
"ইউএসবি সিকিউর" নামের একটি সফটওয়্যার এর সাহায্যে যে কোন মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যাবে।
নিচের লিঙ্ক থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন মিডিয়াফায়ার থেকে (1.24mb)-
http://www.mediafire.com/?chzmcnhlb5u#2
ডাউনলোড করা সফটওয়্যারটি কম্পিউটারে ইন্সটল করুন। সাথে সিরিয়াল কি দেওয়া আছে, ফুল ভার্সন করে নিন।
ইন্সটল করার সময় ডিভাইসটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন ও Destination Drive হিসেবে কোনটি প্রটেক্টেড করতে চান, তা দেখিয়ে দিন।
ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।
ওখানে ডাবল ক্লিক করলে নিচের মত একটি চিত্র পাবেন।
Set Password এবং Confirm Password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি লিখে Protect এ ক্লিক করুন।
এবার লক্ষ্য করে দেখুন, ডিভাইসটির সব ডাটা হাইড হয়ে গেছে।
এখন থেকে যেইই হাইড করা ডাটাগুলো দেখতে চাইবে, তাকে পাসওয়ার্ড দিয়ে আগে ডিভাইসটি আন প্রটেক্টেড করে নিতে হবে।
ভাল লাগলে মন্তব্য করুন। ধন্যবাদ।
আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447
Je computer e ei software ta na thakbe, sei computer theke ki pen drive er data gulo dekha jabe ?