আপনি কি কোনো ওয়েব পেজের পূর্ন স্ক্রিন শট নিতে চাচ্ছেন? হ্যা, এই কাজটি আমরা অনেকেই নানা সফটওয়্যার বা এডঅন্স এর সাহায্য নিয়ে করে থাকি। কিন্তু কেমন হবে যদি এসব কিছুর সাহায্য ছাড়াই কাজটি অনেক সুন্দরভাবে করা যায়???
aviary ডট কম আমাদেরকে এই সুযোগটি দিচ্ছে। আপনি যেই ওয়েব পেজের স্ক্রিন শট নিতে চান সেই পেইজের url টি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে “aviary.com/আপনার url” -এভাবে লিখুন। তারপর বাকি কাজটুকু aviary আপনাকে করে দিবে।
যেমন ধরুন http://www.bdcomcn.com এই পেইজটির একটি স্ক্রিন শট নিতে ব্রাউজারে লিখতে হবে-
http://aviary.com/http://www.bdcomcn.com তারপর Press Enter!
ব্যাস, বাকি কাজ aviary করবে। তারপর প্রয়োজন মত Edit করে ইমেজটি আপনার কম্পিটারে সেভ করুন।
দেখুন কত সহজেই স্ক্রিন শট নেয়ার কাজটি হয়ে গেল!
নিচে aviary দিয়ে নেয়া আমাদের প্রিয় টেকটিউনসের একটি স্ক্রিন শট দিলাম........
আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম জটিল টিউন। চায়নাম্যান একেই বলে।