ড্রাইভ লুকিয়ে আপনার পারসোনাল ডাটাকে রাখুন নিরাপদ

ধরুন, আপনার নির্দিষ্ট কোন ড্রাইভে আপনি আপনার পারসোনাল ডাটা রেখেছেন, কিন্তু অনিবার্য কারনে আপনার পিসি কারো কাছে একটি নির্দিষ্ট সময়ের জন্য রেখে যেতে হচ্ছে। আপনি চাচ্ছেন না আপনার ওই ড্রাইভে উক্ত ব্যাক্তি প্রবেশ করুক।

আপনি ইচ্ছে করলে অতি সহজেই আপনার কম্পিউটার এর এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন খুব সহজেই।

এজন্য যা করতে হবেঃ

১) প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।

২) Group Policy নামে একটি পেইজ আসবে। বামদিক থেকে User Configuration এর সাবমেনু থেকে Administrative Templates এ সিঙ্গেল ক্লিক করুন।

৩) ডানদিকে Windows Components এ ডাবল ক্লিক করুন।

৪) Windows Components খুললে Windows Explorer এ ডাবল ক্লিক করুন।

৫) লক্ষ্য করুন, অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে "Hide these specified drives in my computer" অপশনটি খুজে বের করে ডাবল ক্লিক করুন।

৬) এবার Enabled অপশনটি মার্ক করে নিচে থেকে কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তা সিলেক্ট করে Apply দিয়ে বেরিয়ে আসুন। এখন ডেস্কটপে এসে কয়েকবার Refresh করে My Computer খুলে দেখুন আপনার সিলেক্ট করা ড্রাইভটি/ড্রাইভগুলো অদৃশ্য হয়ে গেছে।

কেমন লাগলো জানাবেন। ভাল থাকবেন।

Level 0

আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই এ নিয়ে আর এক বার টিটি হয়েছে।

    ও, জানতাম না। দুঃখিত।

Level 0

vaia,,,drive lukano to dekhalen tar jonno onek onek thanks….but…pore seta abar open kora ta jodi dekhan tahole onek khusi hoitam…….valo thakben…

ভাই, আমার প্রশ্ন হলো আমি একসপি অপারেটিং এ আমার ড্রাইভ হাইড করলাম এখন যদি একসপি নতুন করে সেটাপ দেই তাহলে কি সেই হাইড বহাল থাকবে?? অথবা একসপির পাশাপাশি উইনন্ডোজ ৭ দিলাম সেক্ষেএ কি ৭ এ ড্রাইভ টা হাইড থাকবে??

    এক্সপি নতুন করে ইন্সটল দিলে উক্ত হাইড বহাল থাকবে না। উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে কি হবে আমার জানা নাই। ধন্যবাদ।

আবার আনব কিভাবে?

একইভাবে, ৬ নম্বর পর্যন্ত এসে Enabled বক্সের মার্ক তুলে দিয়ে Not Configured বক্সে মার্ক করে Apply করুন। ধন্যবাদ।

thanks bt ami xp nd win7 1e sathe use kori .tai prblm…

boss, F drive to list e nai !!!

Level 2

No action!!