মোবাইল দিয়ে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার তিনটি ট্রিকস

আমাদের অনেকের কাছে রাউটার না থাকার কারণে আমরা অনেকসময় আমাদের আত্মীয় কিংবা বন্ধুদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে ইন্টারনেট চালিয়ে থাকি। যখন আমাদের কোনো বন্ধু কিংবা আত্মীয় তাদের রাউটারের সাথে আমাদের কানেক্ট করে দেয় তখন তারা সচরাচর তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড আমাদের জানায় না। ফলে তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড আমরা জানতে পারি না। তোমরা কিভাবে তোমাদের মোবাইলে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবে আজকের টিউনে আমি সেই বিষয়ে তোমাদেরকে বলব। নিচের তিনটি ট্রিকস পড়ার পর আশা করছি তোমরা খুব সহজেই কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবে।

প্রথমত তোমরা তোমাদের ওয়াইফাই লিস্টে যাবে। সেখানে যাওয়ার পর তোমাদের যে ওয়াইফাইটি কানেক্টেড অবস্থায় রয়েছে তার উপর কিছুক্ষণ tap করে ধরে রাখার পর তিনটি অপশন আসবে। তার মধ্যে Modify network নামে একটা অপশন থাকবে। এর উপর ক্লিক করলে একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। সেখানে কোনো পাসওয়ার্ড না দিয়ে নিচের দিকে Show advanced অপশনে টিক মার্ক দিয়ে হবে। টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে IP settings অপশন আসবে। এটিতে ক্লিক করার পর যদি dynamic সিলেক্ট করা থাকে তাহলে static সিলেক্ট করে দিতে হবে।

Static সিলেক্ট করে দিলে নিচে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে gateway যে অপশন থাকবে তার নিচের লেখাটি কপি করতে হবে। এই লেখাটি মূলত রাউটারের কন্ট্রোল প্যানেলে লগইন করার অ্যাড্রেস। এই লেখাটি কপি করে ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করলে একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে username এবং পাসওয়ার্ড দিতে বলবে। এখানে একটা কথা বলে নেওয়া দরকার। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যখন রাউটার কিনে তখন তারা তারা রাউটারের কন্ট্রোল প্যানেলে লগইন করার সময় যে username এবং পাসওয়ার্ড চায় তা পরিবর্তন করে না।

এই সুযোগটিকে কাজে লাগিয়ে তোমরা সহজেই রাউটারের কন্ট্রোল প্যানেলে লগইন করতে পারো। তোমরা যে কোম্পানির রাউটারে লগইন করতে যাবে সেই রাউটারের ডিফল্ট username এবং পাসওয়ার্ড জানা থাকতে হবে। যেমন tp link রাউটারের username এবং পাসওয়ার্ড সাধারণত দুটোই admin হয়ে থাকে। একেক রাউটারের ডিফল্ট username এবং পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন হয়। ব্রাউজারে রাউটারের নাম দিয়ে ডিফল্ট username এবং পাসওয়ার্ড লিখে সার্চ দিলে তোমরা ওই রাউটারের username এবং পাসওয়ার্ড জানতে পারবে।

রাউটারের কন্ট্রোল প্যানেলে লগইন করার পর যে পেজটি ওপেন হবে সেই পেইজে তোমরা একটু ভালোভাবে খুঁজলেই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পাবে। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে কেউ যদি রাউটারের username এবং পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে তোমরা এই প্রক্রিয়ায় রাউটারের কন্ট্রোল প্যানেলে লগইন করতে পারবে না।

দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে তা খুবই সিম্পল। তোমাদের কাছে যদি recent ভার্সন এর ফোনগুলো থাকে তাহলে তোমরা খুব সহজেই এই পদ্ধতিতে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবে। এই পদ্ধতি হচ্ছে QR কোডের মাধ্যমে। তোমাদের ফোনের ওয়াইফাই লিস্টে ঢুকে কানেক্টেড ওয়াইফাই এর উপর এমন একটা হালকা ক্লিক করলেই তোমরা উপরে এই কোডটি দেখতে পাবে। অথবা নিচে QR code লেখা থাকবে। এর উপর ক্লিক করলেই তোমরা কোডটি দেখতে পাবে। এটি একেক মোবাইলে একেক রকম হয়। তোমরা শুধু QR কোডটি বের করার চেষ্টা করবে। কোডটি বের করার পর একটি স্ক্রীনশট নিতে হবে।

স্ক্রীনশট এ অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে crop করে শুধুমাত্র কোডের ছবিটি নিতে হবে। এরপর ব্রাউজারে গিয়ে qr code extractor লিখে সার্চ দিতে হবে। যেই পেজটি ওপেন হবে সেখান থেকে ZXing decoder লেখাটি খুঁজে বের করতে হবে। এই লেখার উপর ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। সেখান থেকে select a file এ ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে QR কোডটি সিলেক্ট করলে আবার আগের পেইজে নিয়ে আসবে। সেখান থেকে submit এ ক্লিক করলে কোডটি decode হয়ে যাবে এবং তোমাদের সামনে যেই পেজটি ওপেন হবে সেই পেইজের নিচে তোমরা পাসওয়ার্ডটি দেখতে পারবে।

তৃতীয় পদ্ধতিটা হলো ফোনকে রুট করার মাধ্যমে তোমাদের ফোন যদি রুট করা থাকে তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারো। প্লে স্টোরে গিয়ে wifi password show লিখে সার্চ দিলে নিচের ছবির মত যে অ্যাপটি থাকবে সেই অ্যাপ থেকে তোমরা কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবে। তবে এই অ্যাপটি কেবল রুট করা ফোনে কাজ করবে। ফোন রুট করা না থাকলে এই অ্যাপটি কাজ করবে না। তবে আমি তোমাদের পরামর্শ দিব ফোনকে রুট করা একদমই recommended না।

এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করছি উপরের তিনটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে তোমরা সহজেই কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো টিউনে। সে পর্যন্ত সকলের কল্যাণ কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো।

Level 1

আমি মো সাকিবুল হোসেন মজুমদার। SSC Candidate, Moulvibazar Govt. High School, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রতিটি কাজ যদি কঠোর শ্রম ও অধ্যাবসায় এর সাথে করা হয় তবে সফলতা ধরা দিতে বাধ্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস