আপনি যদি নিজের পছন্দের গানটি প্রতিদিন শুনতে চান একটি নির্দিষ্ট সময়ে, তবে খুব সহজেই আপনার কম্পিউটারে এই ব্যবস্থা করে রাখতে পারেন।
এজন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের গানগুলো যোগ করতে হবে Task Schedule এ।
গান যোগ করতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুনঃ
Start>All Programs>Accessories>System Tools>Scheduled Task
Scheduled Task খুললে Add Scheduled Task এ ডাবল ক্লিক করতে হবে।
এখন Next বাটনে ক্লিক করলে Application আসবে।
Application এর নিচের প্রোগ্রাম থেকে গান বাজানোর উপযোগী কোন সফটওয়্যার যেমন-Windows Media Player, Winamp ইত্যাদির একটি নির্বাচন করে Next ক্লিক করুন।
এবার গান শোনার রুটিন অর্থাৎ দৈনিক/সাপ্তাহিক সিলেক্ট করে Next ক্লিক করুন।
তারপর সময় লিখে Finish করুন।
ব্যাস, হয়ে গেল। এরপর থেকে নির্দিষ্ট সময়ে উপভোগ করুন আপনার পছন্দের গানটি।
ভাল লাগলে মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে।
সংকলিত
আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447
ধন্যবাদ
চালিয়ে যান