‘’ টেকটিউন্সের প্রযুক্তি প্রেমিদের বিশাল জ্ঞান সমুদ্রে একটুকরা চ্যালা কাঠ ভাসালাম জানি না এতে কারও উপকার হবে কিনা’’
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিশ্ববাসীর সামনে সুন্দর তথ্য চিএের মাধ্যমে তুলে ধরার আধুনিক মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইটের হোস্টিং যদি মানসম্মত না হয় তবে বিড়ম্বনার শেষ নেই । তাই নিম্নোক্ত বিষয় গুলো উপযুক্ত মানের হোস্টিং কোম্পানি নির্বাচনে কিছুটা সহায়ক হবে বলে আমি মনে করি।
একটি ভাল মানের ও মানসম্মত হোস্টিং কোম্পানি নির্বাচনের আগেই আপনাকে হোস্টিং অ্যাকাউন্ট সেটআপের আগে একটি ডোমেইন নাম রেজিস্টার করতে হবে। তবে একটি বিষয় সতর্কতা অবলম্বন করা ভাল আর সেটি হল কোন হোস্টিং কোম্পানাকে নির্বাচিত ডোমেইন নাম রেজিস্টার করতে না দেয়া কেননা কিছুসংখ্যক কোম্পানিই তাদের রেজিস্টার অ্যাকাউন্টে আপনার ডোমেইন নাম রেজিস্টার করতে চাইবে ফলে ভবিষ্যতে কখনও কোন কারনে হোস্টিং কোম্পানি পরিবর্তন করাটা আপনার জন্য কঠিন হয়ে পরবে। ডোমেইন নামের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকার প্রয়োজন আছে ।
ডোমেইন নামের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রন থাকলে আপনি খুব সহজে যে কোন সময়ে আপনার ইচ্ছেনুযায়ী হোস্টিং কোম্পানি পরিবর্তন করতে পারেন।
স্ট্র্যাটিক এইচটিএমএল দিয়ে তৈরী করা ওয়েবসাইট যেকোনো সার্ভারে চলতে পারে। যদি আপনার সাইট টি এমন হয় যাতে পিএইচপি, জেএসপি,এএসপি কিংবা অন্য কোন সার্ভার-সাইড ল্যাঙ্গুয়েজের ব্যবহার সমৃদ্ধ হয় তাহলে অবশ্যই প্রযোজনানুযায়ী সার্ভার টাইপ ম্যাচ করতে হবে। তবে এখন বেশীরভাগ ওয়েবসাইটে পিএইচপি এবং মাইএসকিউএল
ডাটাবেজ দ্বারা তৈরী করা হয়ে থাকে । এসব ক্ষেএে লিনাক্স বা ইউনিক্স হোস্টিং সার্ভার উওম কেননা ইউনিক্স/ লিনাক্স হোস্টিংয়ে মাইএসকিউএল ডাটাবেজ অন্তর্ভুক্ত থাকে তবে সেটা পরীক্ষা করে নেয়া তাই উত্তম। যদি ওয়েবসাইটটি এএসপি বা এএসপি ডটনেটের তৈরী না হয় তবে মাইক্রোসফটের ওয়েব সার্ভার ব্যবহার এড়িয়ে যাওয়াটাই ভাল। কেননা মাইক্রোসফটের ওয়েব সার্ভার গুল সব সময় করাকরি,প্রোপাইটরি কন্ট্রোল প্যানেল ব্যবহার করে সুতরাং মাইক্রোসফটের ওয়েব সার্ভার ব্যবহারের প্রযোজন না হলে এ সার্ভার ব্যবহার করবেন না।
ওয়েব স্পেস হলো ডিস্ক স্পেসের পরিমান যা আপনার ওয়েবপেজ,ইমেজ , ডাটাবেজ, অন্যান্য ওয়েব অবজেক্ট এবং সার্ভার লগ ফাইলের জন্য প্রয়োজন। তবে বর্তমানে ডিস্ক স্পেস তুলনামূলকভাবে সস্তা । রিসেলারদের সাথে একটু ভালো সম্পর্ক থাকলে একটু বাড়িয়ে নিতে পারবেন।
কন্ট্রোল প্যানেল হচ্ছে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, যাতে একটি ওয়েবসাইট,দাতাবেজ,ই-মেইল এবং ওয়েবসাইট হোস্টিংসংক্রান্ত অন্যান্য এরিয়া কনফিগার করার জন্য লগ-ইন করা হয়। ‘cPanel Hosting’ দিয়ে সার্চ করলে প্রচুর লিনাক্স হোস্টিং অপশন দেখতে পাবেন যা সিপ্যানেল ব্যবহার করে। কিছু কিছু হোস্টিং কোম্পানি প্রোপাইটরি কন্ট্রোল প্যানেল ব্যবহার করে । প্রোপাইটরি কন্ট্রোল প্যানেল ব্যবহার না করাই ভালো।
এসএলএ হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যা সাধারণত ওয়েবসাইটের জন্য একটি আপটাইমের নিশ্চয়তা দেয়। অনেক হোস্টিং কোম্পানিই ১০০% আপটাইমের নিশ্চয়তা দেয়। তবে বাস্তবে আর পরিমান কিছুটা কম থাকে। উৎকৃষ্ট টেকনাক্যাল সাপর্টের একটি ভালো নির্ভরযোগ্য হোস্টিং কোম্পানি ৯৯.৯৯৯% আপটাইম অর্জন করতে পারে। একটি বিষয়ে নিশ্চিত থাকুন কোনো হোস্টিং কোম্পানি যদি আপনাকে আপ টাইমের নিশ্চয়তা দেয়,তবে সাথে সাথে ওই কোম্পানি নিশ্চয়তা পূরণে ব্যর্থ হলে ক্রেডিট ফেরতের নিশ্চয়তা দেবে।
যেহেতু একটি ওয়েবসাইট দিনে ২৪ঘন্টাই চলে এবং সপ্তাহে ৭ দিনই চলে তাই টেকনিক্যাল সাপোর্ট যথাযথ ভাবে পাবার জন্য সে ধরনের কোম্পানি নির্বাচন করা উচিৎএবং যারা ২৪ ঘন্টার যে কোন সময় আপনার ডাকে সাড়া দিয়ে খুব দ্রূত সমস্যার সমাধান দিতে পারে ।
একই সাথে আপনার একাধিক ওয়েবসাইট হোস্ট করতে হতে পারে।এক্ষেএে এমন একটি হোস্টিং কোম্পানির সন্ধান করুন যেটি একটি নির্দিষ্ট ফি-তে একাধিক সাইট হোস্ট করার প্যাকেজ সরবরাহ করে থাকে।এমন অনেক কোম্পানিই আজকাল এধরনের কিছু প্যাকেজ দিয়ে থাকে।
প্রচুর পরিমানে ১০টির বা ততোধিক ওয়েবসাইট হোস্ট করার পরিকল্পনা থাকলে আথবা যদি ওয়েবসাইটে প্রচুর পরিমানে ট্র্যাফিক আশা করে থাকেন সেক্ষেএে ডেডিকেটেড হোস্টিং বাছাই করতে পারেন। অর্থাৎ এমন একটি সার্ভার যার পুরোটাই সাইটগুলোর জন্য উৎসর্গ করা থাকবে। অথবা ভিপিএস হোস্টিং ( ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং ) ব্যবহার করতে পারেন। ভিপিএস হোস্টিং সার্ভারের একটি নির্দিষ্ট অংশ সাইটগুলোর জন্য উৎসর্গ করা থাকবে এবং সার্ভারের রিসোর্সের একটি ন্যূনতম অংশ আপনার সাইট গুলোর জন্য বরাদ্দ থাকবে।
যদি ডেডিকেট সার্ভার বা ভিপিএস হোস্টিং ব্যবহার করতে না চান তবে আপনাকে শেয়ার্ড সার্ভার ব্যবহার করতে হবে।
শেয়ার্ড সার্ভার মানে একটি সার্ভারে অনেক ওয়েবসাইট হোস্ট করা।
ফ্রি হোস্টিংয়ের ধারণা টা বেশিরভাগ ক্ষেএেই ভাল না কেননা ফ্রি হোস্টিংয়ে একটি ওয়েব সার্ভারে প্রচুরসংখ্যক ওয়েব হোস্ট করা থাকে তাই এটি ব্যবহার না করাটাই ভালো।
বিদ্রঃ আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে করা টিউনটি আপনাদের সহায়ক হবেকিনা জানিনা এবং এই টিউনটি ইতপূর্বে করা হয়েছে কিনা আমার জানা নেই তবে যদি কোন প্রকার ভূল ত্রটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ
আমি রিয়াজুল ইসলাম প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
'''I've had a growing frustration, particularly when I would go out & book tours & interviews.I got frustrated with people asking me,''How do you know what tha future is going to be like?'''And I'd always say,'''I don't''''''
অত্যান্ত সময় উপযোগী টিউন ।কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুজে পাচ্ছি না।