বন্ধুরা, আশা করছি সবাই ভাল আছেন।
আজ দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে উইন্ডোজের রেজেষ্ট্রি এডিটিং এর মাধ্যমে ডেস্কটেপর সকল আইকন Hide করে ফেলা যায়।
আমরা সাধারণতঃ ডেস্কটপ এর আইকনসমূহ হাইড করার জন্য রাইট মেনুতে ক্লিক করে Arrange Icons এ গিয়ে Show Desktop Items এ ক্লিক করে ডেস্কটপের সবগুলো আইকন হাইড করে দিতে পারি। কিন্তু একই কাজ পূণঃরায় করলে সবগুলো আইকন আবার প্রদর্শিত হয়। নিম্ন বর্ণিত পদ্ধতিতে আপনি ডেস্কটপের সকল আইকন হাইড করে দিতে পারবেন এবং এমতাবস্থায় ডেস্কটপে রাইট বাটন কাজ করবে না। সুতরাং আইকনসমূহ ফেরত আনাও সম্ভব হবে না।
আসুন শুরু করা যাক।
1) প্রথমে Notepad ওপেন করুন।
2) নিচের কোডটি টাইপ করুন অথবা এখান থেকে কপি করে পেস্ট করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\Explorer]
“NoDesktop”=dword:1
বিঃ দ্রঃ - NoDesktop এর আগে পরের “ চিহ্ন দুটিকে ডাবল ইনভার্টেড কমায় রূপান্তরিত করুন।
3) এবার ফাইলটিকে যে কোন নাম দিয়ে rge এক্সেটেনশানে Save করুন (যেমন HideIcon.reg)।
4) এবার তৈরীকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করুন। একটি ম্যাসেজ বক্স আসবে। উক্ত বক্সে Yes এ ক্লিক করুন।
5) তারপর আরও একটি বক্স আসবে। উক্ত বক্সে Ok তে ক্লিক করুন।
এবার কম্পিউটার রিস্টার্ট অথবা লগঅফ করুন।
কম্পিউটার পূণঃরায় চালু হওয়ার পর দেখবেন ডেস্কটপে কোন আইকন নেই এবং রাইট বাটনও কাজ করছে না।
যদি আবার সবগুলো আইকন প্রদর্শণ করতে চান তাহলে,
আবার একই কাজ করুন এবং NoDesktop এর dword ভ্যালু 1 এর পরিবর্তে 0 সেট করুন।
আপনি ইচ্ছে করলে হাইড করার জন্য একটি ফাইল এবং প্রদর্শণ করার জন্য আরেকটি ফাইল তৈরী করতে পারেন।
বিঃ দ্রঃ - ফাইলগুলোকে ডেস্কটপে সেভ করবেন না। তাহলে সব আইকনের সাথে উক্ত আইকনগুলোও হাইড হয়ে যাবে। ফলে পূণঃরায় প্রদর্শণ করতে অসুবিধা হবে।
পর্ব 1 দেখুন - https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6898
ভাল থাকুন সবাই।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
ধন্যবাদ… ভালো লাগলো…