Password Recovery Bundle 2011 1.70 পোর্টাবল ভার্সন

আজ আপনাদের সাথে শেয়ার করব পার্সওয়ার্ড রিকভারি বান্ডিল নিয়ে।

বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনীয় বা ব্যক্তিগত ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখি। যদি কোন রকমে পাসওয়ার্ডগুলো ভুলে যাই তাহলে আমাদের খুবই বিপাকে পড়তে হয়। এই সমস্যার সমাধান দেবে পাসওয়ার্ড রিকভারী বান্ডেল।

Password Recovery Bundle 2011 1.70  এমন একটি রিকভারি টুলস যা আপনার যেকোন হারানো বা ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করবে একদম সহজ পথে। এটি সকল জনপ্রিয় ম্যাসেঞ্জার, ইমেইল ক্লায়েন্ট, ওয়েব ব্রাউজার, FTP ক্লায়েন্ট এবং অন্যান্য অনেকগুলো সফটওয়্যারের পাসওয়ার্ড রিকভার করবে। ৬০টিরও বেশি সফটওয়্যারের পাসওয়ার্ড রিকভার করবে অত্যান্ত দ্রুত গতিতে। এটি ইনস্টল দেয়ার সাথে সাথে আপনার পিসির সকল পাসওয়ার্ড খুঁজে তা সংরক্ষণ করে রাখবে ও আপনি নতুন করে কোথাও পাসওয়ার্ড দিলেও তা সংরক্ষণ করে রাখবে, যা আপনাকে পাসওয়ার্ড হারানো থেকে ১০০ হাত দূরে রাখবে। আর আপনিও আপনার হারানো পাসওয়ার্ড ফিরে পাচ্ছে মুহূর্তে।

এর গুণাবলিগুলো হল

100pc recovery rate.
ই-মেল ক্লায়েন্ট, ম্যাসেঞ্জার, এফটিপি ক্লায়েন্ট, ওয়েব ব্রাউজার, ইত্যাদির পাসওয়ার্ড রিকভার করা।
৬০টিরও বেশী সফটওয়্যার থেকে এটি পাসওয়ার্ড রিকভার করতে সক্ষম।
আপনাকে আর যেতে হবে না কোন কম্পিউটার সাভিসিং সেন্টারে।
আপনাকে আর কাঁদতে হবে না আপনার পাসওয়ার্ডের জন্য।
পাসওয়ার্ড হারানোর সাথে সাথে রিকভার করতে পারবেন, তাই সময়ও ব্যয় হবে না।
একদম ব্যবহারকারীর উপযোগী। যেকোন ব্যবহারকারীই ব্যবহার করতে পারবেন। মানে বিগিনিয়ার থেকে রেগুলার যে কোন ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন।
বন্ধুভাবাপন্ন ইন্টারফেইস।
তাছাড়া এটি একটি পোর্টাবর ভার্সন, তাই ঝামেলাহীন ব্যবহার।

তাহলে আর দেরি কেন নিয়ে নিন মাত্র ৪ মেগা বাইটের এই সফটওয়্যারটি।

ডাউনলোড লিঙ্ক ; http://www.mediafire.com/?d5bucnca8qcg66g

Level 0

আমি obujh_bhalobahsa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

try kora daktase, downlad delam.

Level 0

অনেক অনেক ধন্যবাদ, কাজ করে। আরও চাই।

এটা কি জিপ ও পিডিএফ ফাইলের পাসওয়ার্ড রিকভার করতে পারে??????

Level 0

Thank u

Level 0

vai,( software ti nin R password k na bolon)please, ai software ti zodi abar diten, tahole anekn happy hobo.

ভাই আপনার লিংকে কাজ করে না…………… নপ্তুন লিঙ্ক দেন প্লিজ